কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত?

উইন্ডোজ হল কম্পিউটারের প্রাণ। উইন্ডোজ ছাড়া কোন কম্পিউটার চালানো যায় না। কম্পিউটার উইন্ডোজ সরবরাহ করে থাকে মাইক্রোসফট কোম্পানি। বর্তমান সময়ে চলছে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। বর্তমানে তারা উইন্ডোজ 12 নিয়ে কাজ করছে।

কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত

কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত? এই বিষয়ে জানার আগ্রহ প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর রয়েছে। উইন্ডোজ ১২ আসলে অনেক পরিবর্তন ঘটবে। নিম্নে, কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত? সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

উইন্ডোজ কি?

Microsoft কোম্পানির তৈরি গ্রাফিকাল অপারেটিং সিস্টেম এর নাম উইন্ডোজ। সাধারণভাবে বলা যায় কম্পিউটারের প্রাণ হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ ছাড়া কম্পিউটার অন এবং অফ করা যায় না। সাধারণ  সকল সেটিং নিয়ন্ত্রণ করে থাকে উইন্ডোজ।

১৯৮৫ সালে সর্বপ্রথম মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম বাজার করে। তখন থেকে বর্তমান পর্যন্ত মাইক্রোসফটের উইন্ডোজ কম্পিউটার ব্যবহার হচ্ছে। বর্তমানে ডিস্ক এর পরিবর্তে পেনড্রাইভ এর মাধ্যমে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে।

কবে আসছে উইন্ডোজ ১২?

বর্তমান সময়ে উইন্ডোজ ১১ ব্যবহার হচ্ছে। কিন্তু কিছুদিন আগে বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যায় ২০১৪ সালে উইন্ডোজ ১২ বাজারে আসবে। কিছুদিন পর Lifewire এর রিপোর্ট অনুযায়ী জানা যায় যদি ২০২৪ না আসে তাহলে ২০২৬ সালে অবশ্যই উইন্ডোজ ১২ বাজারে আসবে।

আরও পড়ুনঃ Google থেকে টাকা ইনকাম করার সহজ উপায়

কম্পিউটারে যত আপডেট উইন্ডোজ ব্যবহার করা হয় তত ভালো সুবিধা পাওয়া যায়। তবে তার জন্য ভালো মানের কম্পিউটারের প্রয়োজন। কম্পিউটারের জেনারেশন আপডেট না হলে আপডেট উইন্ডোজ ব্যবহার করলে অনেক ধীরগতিতে কাজ করে কম্পিউটার।

উইন্ডোজ ১২ এর দাম কত?

২০২৪ সালের উইন্ডোজ ১২ বাজারে আসার কথা। তবে এখনো উইন্ডোজ ১২ এখনো আসেনি। তবে ধারণা করা হচ্ছে ২০২৪ সালের মধ্যে উইন্ডোজ ১২ বাজারে আসবে। যেহেতু বর্তমান সময়ে উইন্ডোজ ১২ বাজারে আসেনি তার জন্য সঠিক দাম বলা যাচ্ছে না।

বর্তমানে মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর দাম ১২ হাজার টাকা। এবং মাইক্রোসফট উইন্ডোজ ১১ এর দাম ১৭ হাজার টাকা। এসব থেকে ধারণ করা যায় উইন্ডোজ ১২ দাম ১৮ থেকে ২০ হাজার টাকার মত হতে পারে।

উইন্ডোজ ১২ কি নতুন হার্ডওয়্যার প্রয়োজন?

উইন্ডোজ ১২ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অনেক বড় চমকে নিয়ে আসতে চলেছে। সেখানে সিস্টেমগুলো অনেক আপডেট হবে। উইন্ডোজ ১২ তে আপডেট কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে। যার জন্য ব্যবহারকারী অনেক সুবিধা পাবে।

এআই-চালিত একটি উইন্ডোজ শেল এবং  উন্নত কোপাইলট এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হবে উইন্ডোজ ১২ তে। উইন্ডোজ এর ফাংশন গুলো উন্নত এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য  অ্যাসিস্ট্যান্টটি ডিজাইন করা হয়েছে।

উইন্ডোজ ১২ সকল হার্ডওয়্যার চলবে না। যার জন্য কিছু কম্পিউটারে উইন্ডোজ ১২ চলবে না। তবে আধুনিক কম্পিউটারগুলোতে উইন্ডোজ ১২ ব্যবহার করা যাবে। ডেস্কটপগুলোতে কিছু পরিবর্তন করলে উইন্ডোজ ১২ হয়তো সাপোর্ট করানো যাবে।

উইন্ডোজ ১২ কবে প্রকাশিত হয়?

উইন্ডোজ ১২ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য একটি চমক নিয়ে আসতে চলেছে। যার জন্য সকলেরই আগ্রহ, কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত? এছাড়াও উইন্ডোজ ১২ কবে প্রকাশিত হয়? সব নিয়ে কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে অনেক আগ্রহ।

তবে এখনো বাজারে উইন্ডোজ ১২ আসেনি। এখন পরীক্ষামূলক কাজ চলছে। উইন্ডোজ ১২ বাজারে আসলে অনেক চমক দেখতে পাবে কম্পিউটার ব্যবহারকারীরা। কারণ এখানে অনেক উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।

উইন্ডোজ 11 কি 10 এর চেয়ে ভালো?

উইন্ডোজ 11 কি 10 এর চেয়ে ভালো? এই বিষয় নিয়ে কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে দ্বন্দ হয়েছে। কারণ অনেকে মনে করে উইন্ডোজ 10 ব্যবহার করে মজা পাওয়া যায়। আবার অনেকের মধ্যে উইন্ডোজ11 ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়।

তবে সাধারণভাবে বলতে গেলে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 অনেক আপডেট। তবে যেসব কম্পিউটার দুর্বল সেগুলোতে উইন্ডোজ 11 ব্যবহার করলে ভালো পারফরম্যান্স পাওয়া যায় না। কারণ, উইন্ডোজ 11 ব্যবহার করতে আপডেট প্রসেসর এবং আপডেট র‌্যাম এর প্রয়োজন।

আমি কি এখনও বিনামূল্যে উইন্ডোজ 11 আপগ্রেড করতে পারি?

আমি কি এখনও বিনামূল্যে উইন্ডোজ 11 আপগ্রেড করতে পারি? অনেকে জানতে চাই। উইন্ডোজ আপডেট করতে টাকা লাগে। তবে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে বিনামূল্যে উইন্ডোজ আপডেট করা যায়।

আরও পড়ুনঃ ই-সিম কি? ই সিম কোথায় পাবো?

বর্তমানে যারা ইন্টারনেট সংযোগ দিয়ে কম্পিউটার ব্যবহার করে তারা খুব সহজে উইন্ডোজ 11 আপডেট করতে পারে। উইন্ডোজ আপডেট করার অপশন চলে আসে ইন্টারনেট অন করলে। উইন্ডোজ আপডেট না করলে কম্পিউটারে কাজ করা যায় না।

2024 সালে কি উইন্ডোজ 12 বাজারে আসবে?

উইন্ডোজ 12 বাজারে আসবে 2024 সালে অনেক মিডিয়া থেকে জানা যায়। কিন্তু মাইক্রোসফট অফিসিয়াল কোন ঘোষণা দেয়নি কবে উইন্ডোজ 12 বাজারে আসবে। তবে তারা উইন্ডোজ 12 ফিউচার সম্পর্কে ধারণা দিয়েছে। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের শেষে উইন্ডোস 12 আসবে।

উইন্ডোজ ১২ কি পুরনো কম্পিউটারে কাজ করবে?

উইন্ডোজ ১২ উইন্ডোজ ১১ থেকে অনেক আপডেট হবে। এবং অনেক ধরনের নতুন নতুন ফিউচার যুক্ত করা হবে। এ থেকে ধারণা করা হয় উইন্ডোজ ১২ পুরাতন কম্পিউটারের ব্যবহার করা যাবে না। কম্পিউটার জেনারেশন সর্বনিম্ন 11 হতে হবে। তার নিচে হলে উইন্ডোজ ১২ চলবে না ধারণা করা হচ্ছে।

ল্যাপটপে কি উইন্ডোজ ১২ চলবে?

অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে ডেক্সটপ থেকে ল্যাপটপ দুর্বল। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ ডেক্সটপ এবং ল্যাপটপ একই কাজ করতে পারে। ল্যাপটপ এবং ডেস্কটপ মধ্যে যন্ত্রাংশের আকার এর ভিন্নতা রয়েছে। তবে কাজ একই করে।

এ কারণে উইন্ডোজ ১২ ল্যাপটপেও চলবে। তবে তার জন্য ভালো ফিউচারের ল্যাপটপ হতে হবে। তাহলে উইন্ডোজ ১২ চলবে।

মাইক্রোসফট সাপোর্ট নম্বর?

গুগলে support.microsoft.com  লিখে সার্চ করতে হবে। তাহলে মাইক্রোসফট এর ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। সেখান থেকে সকল ধরনের অনলাইন সাপোর্ট পাবেন। এবং সরাসরি যোগাযোগ করার জন্য 865-9408 ব্যবহার করতে পারেন।

নিম্নে, মাইক্রোসফট সাপোর্ট নম্বর? তুলে ধরা হলো:

  1. Brunei- 8014475
  2. China – 400 820 3800
  3. India – 000 8000 404 454

মাইক্রোসফট উইন্ডোজ এর দাম কত?

মাইক্রোসফট উইন্ডোজ computer ব্যবহার করা হয়। বর্তমান সময়ে  বাজারে অনেক ধরনের উইন্ডোজ পাওয়া যায়। নিম্নে, মাইক্রোসফট উইন্ডোজ এর দাম কত? তুলে ধরা হলো:

  1. Microsoft Windows 10 Home 64-Bit Operating System –  Tk-12,000/
  2. Microsoft Windows 11 Pro Professional 64 Bit OS – Tk-17,000/
  3. Windows 10 Pro 64bit Eng International 1PK DSP OEM DVD – Tk-11,000/
  4. Microsoft Windows Server Standard 2019 – Tk-75,000/
  5. Microsoft Windows 7 Professional SP1 64 Bit (OEM) – Tk-10,500/

শেষ কথা: কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত?

কম্পিউটারের প্রাণ কেন্দ্র হচ্ছে উইন্ডোজ। মাইক্রোসফট প্রতিনিয়ত উইন্ডোদের মধ্যে পরিবর্তন আনছে। বর্তমান সময়ে সবচেয়ে বড় চমক হচ্ছে উইন্ডোজ ১২। তবে এখনো বাজারে আসেনি। মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যে বাজারে আসবে।

উইন্ডোজ ১২ কম্পিউটার ব্যবহারকারীর কাছে অনেক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দেবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শেয়ার করুন

Similar Posts