#1. বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুদের বয়স কত ধরা হয়?
#2. বাংলাদেশের জাতীয় সংগীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
#3. কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বুঝানো হয়?
#4. কোন বিষয়ের সঙ্গে কম্পিউটার সম্পৃক্ত?
ই – মেইল বা ইলেক্ট্রনিক মেইল হচ্ছে তথ্য আদান – প্রদান করার একটি সহজ মাধ্যম। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলে ই – মেইল করা যায়। বড় আকারের সংবাদ এবং প্রচুর উপাত্ত ই – মেইলের মাধ্যমে আদান প্রদান করা হয় ।
#5. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলা হয়
বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: Binary number system) একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
#6. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-
একটি কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায় যথা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায়, যার কাঠামো আছে। যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
#7. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়?
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ (CPU) কে কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের প্রধান অংশ, যা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর নামেও পরিচিত cpu – তে সমস্ত কম্পিউটার ইনস্টল করা হয়, এটি কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে।
#8. সমস্যা সমাধানের জন্যে বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয়-
কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের জন্য তৈরীকৃত নির্দেশমালা। [ কম্পিউটার এই নির্দেশগুলোই নির্বাহ বা সম্পাদনা করে। কম্পিউটার প্রোগ্রামারগন প্রোগ্রাম লিখে থাকেন। প্রোগ্রাম লেখা হয় প্রোগ্রামিং ভাষায়।
#9. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
পর্তুগিজ ধর্মযাজক মানুয়েল দা আস্সুম্পসাঁউ (Manoel da Assumpcam) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন।
#10. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
তাম্বুলিক অর্থ বারুই, পান – ব্যাবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত ‘তাম্বুলিক’ শব্দের স্থলে ‘তাম্বূলিক’ হবে।
Results
✅ Congratulations! You Pass The Exam.
❌ Oops! You Fail The Quiz.