আতর কত প্রকার আতরের নামের তালিকা
আতরের নামের তালিকা => মুসলমানদের জন্য হালাল সুগন্ধি হলো আতর। অত্যন্ত প্রয়োজনীয় প্রসাধনী এই আতর প্রায় প্রতিটি মুসলমানই ব্যবহার করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে এই প্রসাধানিটি চাহিদা অত্যন্ত বেশি।
কিন্তু কথা হল আপনি কি জানেন আতর কত প্রকার? বাংলাদেশের সেরা আতর কোনটি? এ সকল বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আসুন তাহলে জেনে নেয়া যাক আতরের নামের তালিকা সমূহ।
- আমির আল উদ
- হোয়াইট সাফরণ
- খাসব আল উদ
- রহ আল উদ
- তায়েফ রোজ
- হুদা আরাবিয়ান আতর
- কুরাসি মিক্স
- কস্তুরী আতর
- হুদ আতর
- জান্নাতুল ফেরদৌস আতর
- ফাইরোজ আতর
এগুলো কিছু জনপ্রিয় আতরের মধ্যে উল্লেখযোগ্য, আজকের আলোচনার আরো কিছু বিষয়বস্তু নিচে তুলে ধরা হলো।
(১) ভালো আতরের নাম কি?
সুগন্ধি বা আতর মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে।আতর একটি পবিত্র সুগন্ধি। আর মুসলমানদের জন্য আতর ব্যবহার করা সুন্নত। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতে পছন্দ করতে করতেন। তাই আমরা সর্বদাই ভালো আতর ব্যবহার করার চেষ্টা করব।
ভালো আতরের নাম কি এটা কি আমরা সকলেই জানি? তবে জেনে নেয়া যাক।
- আল হারামাইন আতর মোবারক
- আল হারামাইন মাস্ক ব্ল্যাক ভ্যানিলা
- হারামাইন আতর আল কাবা
- হায়াতি গোল্ড
- ডায়মন্ড আতর
- আতর জান্নাত
- সুলতান আতর
- আরবিয়ান হাইফা
- আজওয়া লাক্সারিয়াস আতর
- আলিফ আতর
এই আতরগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। আর এগুলো প্রায় সকলেরই ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে।
(২) আতর কি eau de perfume পারফিউম চেয়ে ভালো?
সুগন্ধি হিসেবে আমরা আতরের পাশাপাশি পারফিউম ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি পারফিউম এ অ্যালকোহল থাকে যা মুসলমানদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ। eau de perfume পারফিউম এর কথা যদি বলতে যাই,এ পারফিউম এ সুগন্ধির পরিমাণ ১৫% আছে।পারফিউম এ সাধারণত ৯০ থেকে ৯৫ শতাংশ সুগন্ধি তেল ব্যবহার করা হয়।
কিন্তু এ পারফিউমটিতে এ পরিমাণ সুগন্ধি ব্যবহৃত হয়নি।আর খুব অল্প পরিমাণ অ্যালকোহল ব্যবহৃত করা হয়েছে। এর জনপ্রিয়তা রয়েছে কিন্তু অন্যান্য পারফিউমের তুলনায় কম।এর মূল্যও তুলনামূলক কম।
তাহলে বলা যায় এ পারফিউমটি ভালো এবং ব্যবহারযোগ্য। কিন্তু,যদি আতরের সাথে তুলনা করতে চাই,তাহলে বলবো এ পারফিউমের তুলনায় আতর বেশি ভালো এবং উল্লেখযোগ্য।আতরের সুগন্ধি সাধারণত দীর্ঘস্থায়ী। আশা করি উত্তরটি পেয়ে গেছেন।
(৩) eau de perfume পারফিউম কি শক্তিশালী?
eau de perfume পারফিউম এর মধ্যে সুগন্ধি জাতীয় তেলের পরিমাণ এই পরিমাণ রয়েছে যা এর সুগন্ধ কে সংজ্ঞায়িত করে থাকে। কিন্তু এ পারফিউম এ ১৫পার্সেন্ট সুগন্ধি তেল রয়েছে যা অন্যান্য শক্তিশালী পারফিউমের তুলনায় পরিমাণে কম।আর এ কারণে এ পারফিউমটি দীর্ঘস্থায়ী নয়।
সুতরাং বলা যায়,eau de perfume পারফিউম কি স্থায়িত্ব অনেক কম।তাই পারফিউম টি শক্তিশালী নয়।
(৪) পারফিউম ও কোলন এর মধ্যে পার্থক্য কি?
আপনারা কি জানেন যে পারফিউম এবং কোলন এর মধ্যে পার্থক্য কি? আজ তাহলে জেনে নেয়া যাক এই দুইয়ের পার্থক্য।
পারফিউমঃ পারফিউম বা সুগন্ধি এমন একটি দ্রব্য যা সুগন্ধযুক্ত যৌগ এবং সলভেন্টের মিশ্রণ থেকে তৈরি করা হয়ে থাকে। সুগন্ধি ইথানল ও সুগন্ধি তেল এবং পানের মিশ্রণ দ্বারা তৈরি হয়ে থাকে। সুগন্ধি হল দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী। এটি দীর্ঘ সময় ধরে সুবাস দিয়ে থাকে। পারফিউমের মূল্য বেশি। বিশ্বে অনেক ব্যয়বহুল পারফিউম রয়েছে। আর এসব পারফিউমের চাহিদাও অনেক বেশি।
কোলনঃ কোলন ইথানলদ্রব্য পানি এবং সুগন্ধযুক্ত অনু দারা প্রস্তুত করা হয়।সুগন্ধির বা পারফিউমের মতো কোলোনো সুবাস দিয়ে থাকে তবে এটি দীর্ঘস্থায়ী নয়।পারফিউমের তুলনায় কোলন শক্তিশালী নয় এটি দুর্বল। এছাড়াও কোলনের মূল্য পারফিউমের তুলনায় যথেষ্ট কম।
তাই বলা যায় পারফিউম এবং কোলন এর মধ্যে উপরোক্ত পার্থক্য গুলো বিদ্যমান। এক কথায় পারফিউম ও কোলন দুটি ভিন্ন উপাদান।
(৫) পারফিউম দীর্ঘস্থায়ী করার উপায় কি?
অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মূল্য দিয়ে পারফিউম ক্রয় করেও মনের মত সেটি ব্যবহার করতে পারিনা। এর ফলে আমাদের পারফিউম সম্পর্কে খারাপ ধারণা চলে আসে। কারণ, দেখা যায় যে পারফিউম দীর্ঘস্থায়ী থাকে না।
অনেকেই হয়তো আমরা পারফিউমের সঠিক ব্যবহারটি সম্পর্কে জানিনা।আজ আমরা এ বিষয়টি নিয়ে জানব। পারফিউম দীর্ঘস্থায়ী করার উপায় কি? তবে জেনে নিন।
- (১) গোসলের পরপর পারফিউম ব্যবহার করুন। সুগন্ধি দীর্ঘ সময় ধরে থাকবে।
- (২) পারফিউম ব্যবহারের পূর্বে শরীরে যে কোন ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে করে পারফিউম টি দীর্ঘস্থায়ী হবে।
- (৩) পারফিউম ব্যবহারের পূর্বে হাতের কবজি ও কনুইতে ভেসলিন ব্যবহার করতে পারেন।
- (৪) শরীরের পালস পয়েন্ট গুলো যেমন কানের পিছনে, বুকের দুই পাশে, নাভিতে। এ সকল জায়গায় দীর্ঘ সময় ধরে পারফিউম স্থায়ী থাকে।
- (৫) পারফিউম ব্যবহারের আগে বোতলটি ঝাঁকাবেন না। আর কাপড়ের উপরে না দিয়ে শরীরে ব্যবহার করুন।
- (৬) দিনের বেলায় দীর্ঘ সময়ের জন্য সুগন্ধি প্রয়োজন হয়। তাই দিনে তীব্র সুগন্ধি যুক্ত পারফিউম ব্যবহার করুন।
(৬) পারফিউমের শীর্ষ নোট মিডল নোট এবং বেস নোট কি?
প্রতিটি পারফিউম বা সুগন্ধি দ্রব্যের আলাদা নোট রয়েছে।এইসব নোট কে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-শীর্ষ নোট, মিডল নোট ও বেস নোট।এই তিনটি নোটের উপর ভিত্তি করে পারফিউম এর সুগন্ধ তৈরি করা হয়। এ তিনটি নোট একত্রে মিলিয়ে স্থির করা হয় যে পারফিউমটির সুগন্ধ কিরূপ হবে।
অনেক সময় দেখা যায় যে পারফিউমের সুগন্ধিটি যে কোন ফুলের মত, আবার কোন ফলের মত হয়ে থাকে। আবার ব্যয়বহুল পারফিউমের মধ্যে দেখা যায় বহু মূল্যের কোন মসলার মত সুগন্ধি আসে। এক কথায় এই তিনটি নোটের উপরে স্থির করা হয় পারফিউমের সুগন্ধি। আশা করি বুঝতে পেরেছেন,পারফিউমের শীর্ষ নোট মিডল নোট এবং বেস নোট কি?
(৭) বাংলাদেশের সেরা আতর
বিশ্বে অনেক ব্যয়বহুল আতর রয়েছে।যা অনেক উঁচু মূল্যে ক্রয় করতে হয়। এছাড়াও যেহেতু বাংলাদেশ একটি মুসলিম দেশ। এদেশেও আতর ব্যবহারকারী সংখ্যা অগণিত। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সেরা আতর কোনটি? হয়তো অনেকেরই অজানা। তবে জেনে নেই। বাংলাদেশের সেরা আতর। যথাক্রমে–
- আলিফ আতর
- রয়েল ওয়াটার
- সালমা আতর
- আল রিহাব আতর
- এরাবিয়ান উদ
- জেসমিন আতর
উপরে বর্ণিত আতর গুলো বাংলাদেশে অনেক জনপ্রিয়।
শেষ কথাঃ আতর কত প্রকার আতরের নামের তালিকা
মানুষ সর্বদাই পরিপাটি ও সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে থাকে।পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি অঙ্গ।আর সুগন্ধি ব্যবহার করা যেহেতু সুন্নত,এই ক্ষেত্রে আতরের ভূমিকা অপরিসীম।সমগ্র বিশ্বে আতরের এত প্রকারভেদ আছে যা লিখে সম্পূর্ণভাবে বোঝানো সম্ভব নয়।এ সকল আতরের মূল্য ভিন্ন ভিন্ন রকম।তবে ক্রয় ক্ষমতার বাহিরে যে এমনটি নয়।
আজকের আর্টিকেলটিতে আমরা আতরের প্রকারভেদ সম্পর্কে যথার্থ উল্লেখ করার চেষ্টা করেছি। আতরের মূল্য সম্পর্কে কোন ধারণা দেওয়া হয়নি, কারণ মূল্য সব সময় এক রকম থাকবে না তা ওঠানামা করবে সর্বদাই। তাই আপনাদের পছন্দের আতরটি ক্রয় করার আগে অবশ্যই বাজার মূল্য দেখে নিবেন।
আমাদের লেখাগুলোর একমাত্র উদ্দেশ্য হল আপনাদের নানা ধরনের অজানা বিষয়ে জানিয়ে সহায়তা করা। আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।আমরা উত্তর দেয়ার চেষ্টা করব। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।