188286139 1152117381954295 5116533934807984895 n 1
|

করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৩

আজকের আলোচ্য বিষয়বস্তুঃ

করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৩

ঘরে বসে ইনকাম

পার্ট-৩ এর মধ্যে আজ আমরা আলোচনা করব কিভাবে আউটসোর্সিং থেকে আয় করব এবং এর প্রকারভেদের বিস্তারিত।

আউটসোর্সিং প্রধানত চার প্রকার। যেমন:

  1. Professional Outsourcing
  2. Manufacturing Outsourcing
  3. Operational Outsourcing and
  4. Project-Based Outsourcing.
  • Professional Outsourcing:

Professional Outsourcing হল যখন একটি কোম্পানী কোন দক্ষ লোক নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ করে। এ ধরনের আউটসোর্সিং এ ইনকাম অন্যান্য আউটসোর্সিং এর চেয়ে তুলনামূলক বেশি। তাই এ ধরনের আউটসোর্সিং শিক্ষিত বেকাররা বেশি অংশগ্রহন করে থাকে। এ ধরনের আউটসোর্সিং মুলত দক্ষতার প্রয়োজন হয়।

ধরুন একটি কোম্পানী , একটি ওয়েবসাইট তৈরি করবে। এখন কোম্পানীটি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কখনই একটি লোক নিয়োগ করবে না। কারন এটা একটি নির্দিষ্ট সময়ের কাজ। তখন কি করবে এখন ওয়েব ডেভলোপার কে নিয়োগ করবে  এবং তার সাথে চুক্তি করবে, যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব কত টাকা লাগবে কত সময় লাগবে ।

এভাবে চুক্তির মাধ্যমে কাজ সম্পাদন করবে। এটাই হল Professional Outsourcing. Professional Outsourcing platform গুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল Remote Work Hub and Upwork.

  • Manufacturing Outsourcing:

ধরুন আপনার একটি  Apex  এর জুতার কোম্পানী রয়েছে। এখন আপনি যদি আপনার জুতাগুলো নিজের দেশে Manufacture বা Design করতি চান তাহলে খরচ অনেক বেশি পড়বে এবং আপনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হবেন।

তাই আপনি Apex  এর জুতাগুলি উৎপাদন এবং ডিজাইন করার জন্য চায়নার একটি উৎপাদন কোম্পানীকে উৎপাদন এবং ডিজাইন করার জন্য দায়িত্ব দিলেন। কারন এত করে আপনার কম খরচে উৎপাদন এবং ডিজাইন দুটোই হবে। তাছাড়া জুতোর রয়েছে বিভিন্ন পার্ট বা অংশ যা অন্য অন্য জায়গায় উৎপাদন করলে কোন সমস্যা হয় না।

  • Operational Outsourcing:

মনে করুন আপনার একটি কোমল পানীয় এর একটি  কোম্পানী আছে, এখন আপনি যদি এই কোম্পানীর পন্যগুলি প্রত্যেকটি দোকানে পৌছায় দিতে জান তাহলে আপনার অনেক কষ্ট হবে এবং আপনার ব্যবসার অনেক ক্ষতি হবে ।

এক্ষেত্রে যদি আপনি ফুলটাইম একজন ডেলিভারি ম্যান নিয়োগ দেন তাহলে আপনার ব্যবসার অনেক আর্থিক ক্ষতি হবে। সেক্ষেত্রে আপনি একজন পার্টটাইম ডেলিভারি ম্যান নিয়োগ দিয়ে কাজগুলি করে নিতে পারেন। এরকম ছোট ছোট কাজগুলি অন্যের সাহায্যে করে নেওয়াটাই হল Operational Outsourcing.

  • Project-Based Outsourcing:

এই ধরনের আউটসোর্সিং এর ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান বা সংগঠন তাদের কাজ অন্য কোন আউটসোর্সিং বা আউটসোর্সিং টিমকে দিয়ে থাকে। এই ধরনের আউটসোর্সিং কে বলে প্রজেক্টভিত্তিক আউটসোর্সিং। একটি প্রজেক্ট এর যাবতীয় কাজ যখন কোন আউটসোর্সিং সংগঠন দ্বারা সম্পন্ন করা হয় ,তখন তাকে Project Based Outsourcing বলে।

ধরুন আপনার কোম্পানীতে যতগুলো কম্পিউটার আছে তার সবগুলোকে Virus Protection দিতে হবে। এটি হল একটি প্রজেক্ট এবং আপনি যতক্ষন কাজ সম্পূর্ন করতে পারবেন না আপনার প্রজেক্ট কমপ্লিট হল না। এই প্রজেক্টগুলো সাধারনত আইটি কোম্পানী দ্বারা সম্পন্ন করা হয়।

তাহলে এখন আশা করছি যে, আমরা আউটসোর্সিং এর প্রকারভেদগুলি সুন্দরভাবে বুঝেছি।

শেয়ার করুন

Similar Posts

  • টিন সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট অনলাইন আবেদন

    টিন সার্টিফিকেট অনলাইন আবেদন বিষয়টি আসলে কি আমরা অনেকে হয়তো এটি জানিনা। আজকে আলোচনার দ্বারা খুব গুরুত্বপূর্ণ এই টিন সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত জানবো। প্রতিটি দেশের নাগরিককে অবশ্যই এ বিষয়ে অবগত থাকতে হবে।কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক। বিশ্বের প্রতিটি দেশের সরকারের আয়ের প্রধান উৎস হলো রাজস্ব বা কর। যদি কোন ব্যক্তির জমি,বাড়ি,গাড়ি,টাকা-পয়সা এই…

    শেয়ার করুন
  • ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের কারণ কি

    ভূমিকম্প সকলের কাছেই পরিচিত শব্দ। ভূমিকম্প কয়েক সেকেন্ড হয়ে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি এলাকার নকশার পরিবর্তন করে দেয়। পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকম্প। সকল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেলেও ভূমিকম্পের তেমন কোন পূর্বাভাস পাওয়া যায় না। ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের কারণ কি। এ বিষয়টি প্রায় অনেকেরই অজানা। বর্তমান সময়ে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ের…

    শেয়ার করুন
  • ঘরে বসে বিনা পুঁজিতে ব্যবসা

    ঘরে বসে বিনা পুঁজিতে ব্যবসা: বর্তমান সময়ের তরুণ তরুণীরা চাকরি না করে ব্যবসার দিকে বেশি নজর দিচ্ছে। করণ, ব্যবসা করলে নিজের স্বাধীন মত কাজ করা যায়। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকার কারণে ব্যবসা শুরু করতে পারছেনা। তবে বর্তমান সময়ে ঘরে বসে বিনা পুঁজিতে ব্যবসা করা সম্ভব। ভালো ভাবে ব্যবসা শুরু করতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন পড়ে। তবে…

    শেয়ার করুন
  • শিক্ষায় কম্পিউটারের গুরুত্ব: আধুনিক যুগের শিক্ষায় প্রযুক্তির অপরিহার্যতা

    বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতি শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি বদলে দিয়েছে। বিশেষ করে কম্পিউটার শিক্ষায় এমন একটি বিপ্লব ঘটিয়েছে যা শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষার্থীদের শেখার ধরণ, এবং শিক্ষাব্যবস্থার কার্যকারিতা ব্যাপকভাবে উন্নত করেছে। কম্পিউটার ছাড়া এখনকার শিক্ষাব্যবস্থা কল্পনাই করা যায় না। শিক্ষার প্রতিটি ধাপে কম্পিউটার অপরিহার্য হয়ে উঠেছে এবং এই প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে। এই…

    শেয়ার করুন
  • Samsung Galaxy S23 FE Price In Bangladesh

    আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের জন্য আমরা এখন থেকে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রডাক্টস নিয়ে তথ্য শেয়ার করতে চলেছি আমাদের প্রয়োজন আইটির ওয়েবসাইটে। আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে Samsung Galaxy S23 FE Price In Bangladesh নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা Samsung Galaxy S23 FE Price In Bangladesh নিয়ে বিস্তারিত আলোচনা…

    শেয়ার করুন
  • ট্রাফিক ফাইন পেমেন্ট করার নিয়ম / Traffic fine payment Bangladesh

    ট্রাফিক ফাইন পেমেন্ট করার নিয়ম => বাইক বা গাড়ি যেটাই হোক না কেন রাস্তায় বাহির করলে প্রয়োজন সঠিক কাগজপত্র। সঠিক কাগজপত্র না থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় ট্রাফিক পুলিশের কাছে। কাগজপত্রের কোন ত্রুটি থাকলে ট্রাফিক জরিমানা দিতে হয়। এছাড়াও ট্রাফিক আইন অমান্য করে চলাফেরা করলেও ট্রাফিক ফাইন…

    শেয়ার করুন