মিউজিক ভিডিও বানানোর নিয়ম

মিউজিক ভিডিও বানানোর নিয়ম

বর্তমান সময়ে ভিডিও শেয়ারিং অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। যেগুলোতে ভিডিও শেয়ার করে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। বিশেষ করে মিউজিক ভিডিও বানিয়ে টাকা আয় করা যায়। 

তবে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। এবং সকলে যেন পছন্দ করে। মিউজিক ভিডিও বানানোর নিয়ম রয়েছে। মিউজিক ভিডিও বানানোর পূর্বে মিউজিক ঠিক করতে হয়। এবং মিউজিক অনুযায়ী ভিডিও তৈরি করতে হয়। 

ভিডিও যেন মানসম্মত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই কারণে চাইলেই মিউজিক ভিডিও বানানো যায় না। নিম্নে, মিউজিক ভিডিও বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

মিউজিক ভিডিও কী?

বর্তমান সময়ে মিউজিক ভিডিও সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মিউজিক ভিডিও কি সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। কোন গান বা মিউজিক ভিডিওর মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করায় মিউজিক ভিডিও। তবে গানের সাথে ভিডিওর সামঞ্জস্য থাকতে হবে।

মিউজিক ভিডিও অনেক প্রতিষ্ঠান রয়েছে। তারা ভিডিও তৈরি করে। বর্তমানে মিউজিক ভিডিও করে দেশি-বিদেশি অনেক মানুষ হাজার হাজর আয় করছে। এতে করে অনেক মানুষে কর্মসংস্থান হয়েছে।

মিউজিক ভিডিও বানানোর নিয়ম:

মিউজিক ভিডিও বানানোর নিয়ম সম্পর্কে জানতে হবে। তা না হলে মিউজিক ভিডিও বানানোর পর ভিডিও কোয়ালিটি ভালো হবে না। এতে করে ভিডিও থেকে আয় করা সম্ভব না। মিউজিক ভিডিও বানানোর নিয়ম হচ্ছে। প্রথমে মিউজিক বাছাই করতে হবে।

তারপর মিউজিকের ধরন অনুযায়ী ভিডিও কি ধরনের হবে তা নির্ণয় করতে হবে। এবং ভিডিওর জন্য অভিনেতা অভিনেত্রী নির্ণয় করতে হবে। তারপর ভিডিও ধারণ করতে হবে। ভিডিও ধারণ হলে ভালো হবে ভিডিও এডিট করতে হবে।

এডিট করার পর ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করার পর নির্ধারিত মিউজিক দিতে হবে। এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। 

অ্যাপস গুলোর সাহায্যে খুব সহজে মিউজিক ভিডিও বানানো যায়। বর্তমানে অনেকে বিভিন্ন ধরনের লেখা এবং ফটো দিয়ে মিউজিক ভিডিও বানাচ্ছে।

কিভাবে মিউজিক ভিডিও বানাবেন?

বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা আয় করা সম্ভব। মিউজিক ভিডিও তৈরি করে। মিউজিক ভিডিও বানানোর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে। মিউজিক ভিডিও বানানোর জন্য নির্ধারিত মিউজিক নির্ধারণ করতে হয়।

 মিউজিকেরধারণা অনুযায়ী ভিডিও তৈরি করতে হয়। এতে করে ভিজিটরেরা ভিডিওর প্রতি আকৃষ্ট হয়। এবং ভিউ টাইম বৃদ্ধি পায়। এতে করে মিউজিক ভিডিও থেকে অনেক টাকা আয় করা যায়। বর্তমান সময়ে মিউজিক ভিডিও বানানো অনেক সহজ।

কারণ বর্তমান সময় সকলের কাছেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। যার সাহায্যে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। এবং ফোনে ভালো মানের ক্যামেরা রয়েছে যারা এইচডি কোয়ালিটি ভিডিও করা যায়। এ কারণে আপনি নিজেই মিউজিক ভিডিও বানাতে পারবেন।

মিউজিক ভিডিও বানাতে কি কি লাগে?

মিউজিক ভিডিও বানাতে কি কি লাগে? আমরা কম বেশি সকলেই জানি। প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে অনেক কিছুর প্রয়োজন পড়ে। তবে শর্টকাটভাবে মিউজিক ভিডিও বানানো যায়। মিউজিক ভিডিও বানাতে কি কি লাগে নিম্ন তুলে ধরা হলো:

  1. ক্যামেরা
  2. মাইক্রোফোন
  3. ভিডিও এডিটিং সফটওয়্যার
  4. ট্রাইপড
  5. লাইটিং সেটআপ
  6. Computer 
  7. ভালো মানের মোবাইল

মিউজিক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার:

মিউজিক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার

মিউজিক ভিডিও বানানোর জন্য সফটওয়্যার এর প্রয়োজন। সফটওয়্যার ছাড়া ভিডিও এডিটিং করা যায় না। আর ভিডিও এডিটিং ছাড়া মিউজিক ভিডিও বানানো যায় না। মিউজিক ভিডিও বানানোর নিয়ম এর  মধ্যে ভিডিও এডিটিং সফটওয়্যার অত্যন্ত জরুরী। নিম্নে, মিউজিক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার এর নাম তুলে ধরা হলো:

  1. Camtasia
  2. kinemaster
  3. Filmora
  4. Pixgram
  5. Viva video
  6. Inshot
  7. Cupcut
  8. Gopro Quik
  9. Video Maker
  10. Youcut
  11. Video Editing

কেপকাট ভিডিও:

কেপকাট (Cupcut)একটি ভিডিও এডিটিং অ্যাপস। কেপকাট অ্যাপস দিয়ে মোবাইলে সাহায্য ভিডিও এডিটিং করা যায়। এই অ্যাপস দিয়ে সকল ধরনের কাজ করা সম্ভব। 

ভিডিও এডিটিং এর পাশাপাশি ফটো এডিটিং করা যায়। কেপকাট ভিডিও এই অ্যাপস গুগল প্লে স্টোরে পাওয়া যায়। সেখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারেন।

ফ্রি ভিডিও এডিটর: মিউজিক ভিডিও বানানোর নিয়ম

বর্তমান সময়ে ফ্রি ভিডিও এডিটর অনেক অ্যাপস রয়েছে। যেগুলো সাহায্যে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। এছাড়াও কিছু ভিডিও এডিটিং অ্যাপস বা সফটওয়্যার রয়েছে। যেগুলোর জন্য মাসিক টাকা প্রদান করতে হয়। টাকা পেমেন্ট না করলে ভিডিও এডিটিং করা যায় না। নিম্নে ফ্রি ভিডিও এডিটর সফটওয়্যার এর নাম তুলে ধরা হলো:

  1. Camtasia
  2. kinemaster
  3. Filmora
  4. Pixgram
  5. Viva video
  6. Inshot
  7. Cupcut

এগুলো অ্যাপস দিয়ে খুব সহজেই প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। তবে এর জন্য অ্যাপস এর সকল সেটিং সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

মোবাইল দিয়ে ভিডিও তৈরি:

বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। অনেকেই মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে facebook পেজ এবং ইউটিউব চ্যানেল চালাচ্ছে। মোবাইল দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে। কারণ, বর্তমানে ভালো মানের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে।

মোবাইল দিয়ে ভিডিও তৈরি

মোবাইল ফোনের ক্যামেরা আগের তুলনায় অনেক ভালো পাওয়া যাচ্ছে। এবং মোবাইল এর জন্য ভিডিও এডিটিং অ্যাপস পাওয়া যাচ্ছে। যেগুলো দিয়ে খুব সহজেই মানসম্মত ভিডিও তৈরি করা সম্ভব। বর্তমানে মোবাইল দিয়ে মিউজিক ভিডিও এবং বিভিন্ন কনটেন্ট তৈরি করছে।

ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব:

অনেকেই রয়েছে ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব জানতে চাই। কারণ ইউটিউব এবং ফেসবুকে অনেকে ছবি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করছে। ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য কেপকাট অ্যাপস অনেক জনপ্রিয়। 

এই অ্যাপস দিয়ে খুব সহজেই ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়। প্রথমে অ্যাপস মোবাইল বা কম্পিউটারে ইন্সটল করতে হবে। তারপর আপনার পছন্দমত ছবি সিলেট করতে হবে।

ছবি সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। এবং বিভিন্ন ধরনের ফিল্টার দিতে হবে। এইভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করা হয়।

ছবি দিয়ে ভিডিও গান বানানোর সফটওয়্যার:

ছবি দিয়ে ভিডিও গান বানানোর সফটওয়্যার অনেক রয়েছে। যেগুলোর সাহায্যে খুব সহজেই ছবি দিয়ে ভিডিও গান বানাতে পারবেন। এছাড়াও ভিডিও এডিটিং করতে পারবেন। নিম্নে ছবি দিয়ে গান বানানো সফটওয়্যার এর নাম তুলে ধরা হলো:

  1. Photo video maker
  2. FotoPlay – Video Maker & Photo Slideshow
  3. Slideshow Maker
  4. Music Video Maker: Slideshow
  5. Photo video maker – (App Holdings)
  6. Photo Slideshow

ছবি দিয়ে ভিডিও তৈরি apps:

উপরে ছবি দিয়ে ভিডিও তৈরি apps তুলে ধরা হয়েছে। সেগুলো দিয়ে খুব ভালো মানের ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়। ভিডিও তৈরি করার জন্য নিজের যোগ্যতার প্রয়োজন রয়েছে। শুধু ভালো অ্যাপস দিয়েই ভিডিও এডিট করা যায় না। 

নিজে কিছু জানতে হয়। না হলে অ্যাপস দিয়ে ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন না। ছবি দিয়া ভিডিও তৈরি করার জন্য ভিডিও এডিটিং জানতে হয়। কারণ, অ্যাপস এর সকল ধরনের সেটিং থাকে। 

কিন্তু না জানার কারণে সেগুলোর সঠিক প্রয়োগ করতে অনেকেই পারে না। যার কারণে ভিডিও কোয়ালিটি ভালো হয় না। জন্য ছবি দিয়ে ভিডিও তৈরি অ্যাপস এবং অ্যাপস এর কার্যক্রম সম্পর্কে জানতে হবে।

ভিডিও বানানোর অ্যাপস: মিউজিক ভিডিও বানানোর নিয়ম

বর্তমান সময়ে প্রায় সকলের ভিডিও বানানোর অ্যাপস সম্পর্কে ধারণা রয়েছে। কারণ, কম বেশি সকলেই কোন না কোন কাজের জন্য ভিডিও এডিটিং অ্যাপস এর ব্যবহার করেছেন। 

ভিডিও বানিয়ে ঘরে বসে থেকে টাকা আয় করা সম্ভব। কারণ, বর্তমানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে। যেগুলোতে ভিডিও শেয়ার করে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব হচ্ছে। 

এই কারণে সকলের ভিডিও বানানো অ্যাপস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করে। বর্তমানে ভিডিও বানানোর অনেক অ্যাপস রয়েছে। নিম্ন তুলে ধরা হলো:

  1. Camtasia
  2. kinemaster
  3. Filmora
  4. Pixgram
  5. Viva video
  6. Inshot
  7. Cupcut
  8. Gopro Quik
  9. Video Maker
  10. Youcut
  11. Video Editing

ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার:

ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। কারণ ছবি দিয়ে মিউজিক ভিডিও বানানো এবং ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার একই। একই সফটওয়্যার দিয়ে সকল ধরনের ভিডিও তৈরি করা সম্ভব।

ভিডিও তৈরি করতে হলে লক্ষ্য রাখতে হবে যেন কারো সাথে মিলে না যায়। কারণ কারো সাথে ভিডিও মিলে গেলে কপিরাইট ধরা পড়বে। ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এর নাম উপরে তুলে ধরা হয়েছে। মিউজিক ভিডিও বানানোর নিয়ম সর্ম্পকে ধারণা থাকা সকলে প্রয়োজন।

ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব:

বর্তমানে অনেকেই ছবি দিয়ে ভিডিও তৈরি করে facebook বা youtube ছাড়ছে। তাই ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব অনেকেই জানতে চাই। ছবি দিবে ভিডিও এডিটিং করার জন্য কিছু অ্যাপস রয়েছে। ইতিপূর্বে অ্যাপস গুলোর নাম তুলে ধরা হয়েছে।

উপরে যে সব অ্যাপস তুলে ধরা হয়েছে সেগুলো দিয়ে খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবেন। বিশেষ করে ছবি দিয়ে ভিডিও তৈরি করা অনেক সহজ একটি কাজ। প্রথমে অ্যাপস থেকে ফোনের কিছু ছবি সিলেক্ট করতে হবে। তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে হবে।

ছবিতে ইফেক্ট দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। এইভাবে কাজ সম্পন্ন করলেই ছবি দিয়ে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও ভালোভাবে ভিডিও এডিটিং শেখ ইউটিউব থেকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখতে পারেন।

লেখা দিয়ে ভিডিও বানানো:

বর্তমান সময়ে অনেকেই লেখার দিয়ে ভিডিও বানায়। এসব মিউজিক ভিডিও বানানোর নিয়ম অনেকেই জানেনা। লেখা দিয়ে মেয়েদের ভিডিও বানানোর জন্য নির্দিষ্ট অ্যাপস রয়েছে। লেখার পর বিভিন্ন ধরনের

ইফেক্ট দিতে হয়। তারপর তার সাথে মিউজিক সেট করতে হয়।

এটাই ছবি দিয়ে মিউজিক ভিডিও বানানোর নিয়ম। তবে লেখা দিয়ে মিউজিক ভিডিও বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লেখাগুলো অনেক মানসম্মত হয়। যেগুলো পড়ে মানুষের জ্ঞান অর্জন হয়। এইভাবে মিউজিক ভিডিও বানালে খুব সহজে ফেসবুকে র‌্যাঙ্ক করা যায়।

শেষ কথা: মিউজিক ভিডিও বানানোর নিয়ম

বর্তমান সময়ে মিউজিক ভিডিও বানিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। তবে মিউজিক ভিডিও বানানোর নিয়ম জানতে হবে। কারণ মিউজিক ভিডিও বানানোর নিয়ম না জানলে ভিডিও দেখে আয় করা সম্ভব না। এবং ভিডিওর কোয়ালিটি ভালো হয় না।

এজন্য মিউজিক ভিডিও বানানোর অ্যাপস সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে ভালো মানের মিউজিক ভিডিও বানানো সম্ভব। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শেয়ার করুন

Similar Posts

  • মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

    মোবাইল ফোন ছাড়া বর্তমান সময়ে থাকা অসম্ভব। মোবাইল ফোন আমাদের বন্ধুর মতো। মোবাইল ফোন ছাড়া থাকার কথা বর্তমান সময়ে স্বপ্নের মত। এক মুহূর্ত মোবাইল ফোন ছাড়া থাকা অসম্ভব। বর্তমান সময়ের স্মার্টফোনের। স্মার্টফোনের মাধ্যমে পুরো পৃথিবী মানুষের হাতের মুঠোয়। তবে মোবাইল ব্যবহার করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে মোবাইল গরম হয়ে যায়। বর্তমানে এই সমস্যার সমাধান হয়েছে।  মোবাইল ঠান্ডা…

    শেয়ার করুন
  • Google থেকে টাকা ইনকাম করার সহজ উপায়

    Google থেকে টাকা ইনকাম করার সহজ উপায়: বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম গুগল। পৃথিবীর সকল ধরনের তথ্য গুগলে পাওয়া যায়। কারণ বিশ্বের প্রতিটি দেশের মানুষ গুগল ব্যবহার করে। বর্তমানে অনেক অনলাইন প্লাটফর্ম রয়েছে। তবে গুগলের মতো জনপ্রিয় কোন ওয়েবসাইট এখনো তৈরি হয়নি। Google থেকে টাকা ইনকাম করার সহজ উপায় রয়েছে। বর্তমানে গুগলের নিজের ওয়েবসাইট খুলে…

    শেয়ার করুন
  • মুসলিম ছেলেদের আধুনিক নাম

    মুসলিম ছেলেদের নাম রাখার সময় নামের অর্থ, ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্য গুরুত্বপুর্ণ বিষয়। একটি সুন্দর নাম শুধু একজন ব্যক্তির পরিচয়ই দেয় না, বরং তা তার ব্যক্তিত্ব এবং ধর্মীয় মূল্যবোধকে ফুটিয়ে তোলে। ইসলাম ধর্মে, নবজাতকের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা। ইসলামিক ঐতিহ্য এবং আধুনিক নামের সমন্বয় করে আজকের যুগে এমন নাম বাছাই করা যায় যা সুন্দর,…

    শেয়ার করুন
  • মোবাইল ফোনের ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায়

    মোবাইল ফোনের ক্ষতিকর দিকঃ মোবাইল মানুষের নিত্য প্রয়োজনীয় একটি যন্ত্র। মোবাইল ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। মোবাইল আবিষ্কার করেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার ১৯৭৩ সালে। সেই সময় মোবাইল শুধু কথা বলার জন্য ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে মোবাইলের অনেক পরিবর্তন এসেছে। মোবাইল ফোনের ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায় জানা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ মোবাইলের মাধ্যমে এখন সকল ধরনের…

    শেয়ার করুন
  • অপটিক্যাল ফাইবার কি? এবং অপটিক্যাল ফাইবার এর বৈশিষ্ট্য

    অপটিক্যাল ফাইবার কি: বর্তমান সময়ে সবকিছু প্রযুক্তির ওপর নির্ভরশীল। আর প্রযুক্তির সকল সেবা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কাজ করে অপটিক্যাল ফাইবার বা তার। আমরা প্রায় সকলেই জানি তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়া হয়ে থাকে। তবে এসব তার স্বাভাবিক তারের মতো না। এগুলোকে অপটিক্যাল ফাইবার বলা হয়। অপটিক্যাল ফাইবার কি? এবং অপটিক্যাল ফাইবার এর বৈশিষ্ট্য। অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের তৈরি স্বচ্ছ…

    শেয়ার করুন
  • কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত?

    উইন্ডোজ হল কম্পিউটারের প্রাণ। উইন্ডোজ ছাড়া কোন কম্পিউটার চালানো যায় না। কম্পিউটার উইন্ডোজ সরবরাহ করে থাকে মাইক্রোসফট কোম্পানি। বর্তমান সময়ে চলছে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। বর্তমানে তারা উইন্ডোজ 12 নিয়ে কাজ করছে। কবে আসছে উইন্ডোজ ১২ এবং উইন্ডোজ ১২ এর দাম কত? এই বিষয়ে জানার আগ্রহ প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর রয়েছে। উইন্ডোজ ১২ আসলে অনেক পরিবর্তন ঘটবে। নিম্নে, কবে আসছে উইন্ডোজ…

    শেয়ার করুন