ওজু নামাজ পালনের জন্য ফরজ ইবাদত। ইতোপূর্বে ওজুর ফরজ, সুন্নাত, আহকাম ও তারতিব তুলে ধরা হয়েছে। কিন্তু কি কারণে ওজু মাকরূহ হয় এবং ভঙ্গ হয়ে যায়, তা জানা অত্যন্ত জরুরি বিষয়।
ওযু নষ্ট হওয়ার কারণসমূহ:
১. শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে।
২. জ্ঞান হারালে।
৩. মুখ ভরে বমি হলে।
৪. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে।
৫. প্রস্রাব বা পায়খানা করলে।
৬. পায়খানার পথ দিয়ে বায়ু নির্গত হলে।
৭. গুহ্য দ্বার দিয়ে ক্রিমি বের হলে।
৮. পাগল বা মাতাল হলে।
৯. নামাযের মধ্যে উচ্চঃস্বরে হাসলে।
ওযুর মােস্তাহাবসমূহ:
১. ওযুর নিয়ত করা।
২. ওযু করার সময় কথা না বলা।
৩. বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা।
৪. ঘাড় মাসেহ করা।
৫. ওযু করার সময় পশ্চিমমুখী হয়ে বসা।
৬. নীচুস্থান অপেক্ষা একটু উঁচুস্থানে বসা।
৭. ডান দিক হতে ওযু আরম্ভ করা।
৮. ওযূতে অন্য কোন লােকের সাহায্য না নেয়া।
৯. নামাযের সময় হওয়ার পূর্বে ওযূ করা।
১০. ওযূর অঙ্গসমূহ ভালভাবে ধৌত করা।
১১. প্রয়ােজনের অতিরিক্ত পানি খরচ না করে, প্রয়ােজন পরিমাণ পানি খরচ করা।
১২. আংটি কিংবা গহনা নেড়েচেড়ে উক্ত স্থান ভিজিয়ে দেয়া।
১৩. উভয় পা বাম হাত দ্বারা ধৌত করা।
১৪. ওযূর শেষে দরূদ শরীফ ও কালেমায়ে শাহাদাত পাঠ করা ।
ওযূর মাকরূহসমূহ:
১. নিয়ত না করা।
২. ওযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলােতে এমন জোরে পানি নিক্ষেপ করা যাতে নিজের বা অন্যের শরীরে লাগে।
৩. কুলিকরার সময় গড়গড়া না করা।
৪. ওযূ শুরু করার সময় বিসমিল্লাহ্ না বলা। শুরুতে বিসমিল্লাহ বলা ওজুর সুন্নত।
৫. নাপাক স্থানে বসে ওযূ করা।
৬. পায়খানা-প্রস্রাবের বেগ নিয়ে ওযূ করা।
৭. বিনা ওযরে কুলি ও নাকে বাম হাতে পানি দেয়া।
৮. কোন অঙ্গ তিনবারের কম বা বেশি ধৌত করা।
৯. একাধিকবার মাথা মাসেহ্ করা।
১০. ওযূর কোন সুন্নাত পরিত্যাগ করা।
১১. ছতর খুলে ওযূ করতে বসা।
১২. ওযূ করার সময় কথা-বার্তা বলা।
১৩. অধিক পানি খরচ।
আল্লাহ তাআলা বান্দার নামাজ আদায়ের জন্য ওজুকে করেছেন ফরজ। বিনা ওজুতে ফরজ ইবাদত করা পাপের কাজ। আল্লাহ উম্মাতে মুসলিমাকে সব ধরনের অনাচার, পাপাচার থেকে হিফাজত করে মনঞ্জিলে পৌঁছার তাওফিক দান করুন। আমিন।
ওযুর বিবরণ: অজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামায আদায়ের আগে পবিত্রতা অর্জন করা অবশ্য কর্তব্য। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে বান্দাহকে অবশ্যই পাক-পবিত্রতা অবলম্বন করতে হবে। কেননা, আল্লাহ নিজে পাক, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। অপবিত্রতা সব কিছুকেই তিনি ঘৃণা বা অবজ্ঞা করেন। ওযু সম্পর্কে পাক কালামে বলা হয়েছে- یا ایها الذين أموا إذا قمتم إلى اللوة…
মোহরানা ও কাবিন শব্দের সাথে আমরা কম বেশি সকলে পরিচিত। মহর হলো বিবাহর সময় পাত্রীর দাবীকৃত সম্পদ। যা বর বা বরের পরিবার থেকে পাত্রীকে প্রদান করতে হয়। ইসলাম ধর্মে মোহরানা বাধ্যতামূলক। মোহরানার মাধ্যমে বিয়ে পূর্ণাঙ্গ বৈধ করা হয়েছে। মহানবী সাঃ এর মাধ্যমে যৌতুক প্রথা নিষিদ্ধ করে দেনমোহর প্রথা চালু হয়েছে। মোহরানা ও কাবিন এর মধ্যে পার্থক্য রয়েছে। কারণ, আগে…
বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল-মুলক পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। সূরা মুলক কোরআন শরীফের ৬৭ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩০। সুরা মুলক এর ফজিলত হাদিস ,সম্পর্কে প্রায় কমবেশি সকলের জানা রয়েছে। সুরা মুলক তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেয়। এবং মৃত্যুর পরেও তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো গুনাহ রয়েছে। গুনাহ থেকে মুক্তির…
জেনে নিন, নারীরা কোথায় ভুল করে মেয়েদের নিন্দনীয় অভ্যাস হলাে, তারা যখনি কোন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়, তখনি তারা অতীতের মুছে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। সাধারণতঃ পুরুষদের মাঝে এই ব্যাধিতাে তুলনামূলক কম। পক্ষান্তরে মেয়েরা যে ব্যাপারে একবার আপােষ, সমঝােতা ও সমাধানে এসেছে, ফের ঝগড়া আরম্ভ হতেই পূর্বের কথার স্রোত বইয়ে দেয়। ফলে আজকের ঘটনা…
আতরের নামের তালিকা => মুসলমানদের জন্য হালাল সুগন্ধি হলো আতর। অত্যন্ত প্রয়োজনীয় প্রসাধনী এই আতর প্রায় প্রতিটি মুসলমানই ব্যবহার করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে এই প্রসাধানিটি চাহিদা অত্যন্ত বেশি। কিন্তু কথা হল আপনি কি জানেন আতর কত প্রকার? বাংলাদেশের সেরা আতর কোনটি? এ সকল বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আজকের লেখাটি আপনার…
কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত => আমরা সকলেই জানি প্রত্যেক মুসলমানের উপর মহান আল্লাহ তা’আলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি কোন কারনে এই ওয়াক্তের নামাজ সময়মত না পড়া হয় তখন তাকে কাজা নামাজ বলা হয়। কাজা নামাজ পড়া আবশ্যক আমরা অনেকেই হয়তো এই কাজা নামাজ এর গুরুত্ব সম্পর্কে অবগত নয়, অনেকেই হয়তো আমরা…