ওজু নামাজ পালনের জন্য ফরজ ইবাদত। ইতোপূর্বে ওজুর ফরজ, সুন্নাত, আহকাম ও তারতিব তুলে ধরা হয়েছে। কিন্তু কি কারণে ওজু মাকরূহ হয় এবং ভঙ্গ হয়ে যায়, তা জানা অত্যন্ত জরুরি বিষয়।
ওজু নষ্ট হওয়ার কারনসমূহ
ওযু নষ্ট হওয়ার কারণসমূহ:
১. শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে।
২. জ্ঞান হারালে।
৩. মুখ ভরে বমি হলে।
৪. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে।
৫. প্রস্রাব বা পায়খানা করলে।
৬. পায়খানার পথ দিয়ে বায়ু নির্গত হলে।
৭. গুহ্য দ্বার দিয়ে ক্রিমি বের হলে।
৮. পাগল বা মাতাল হলে।
৯. নামাযের মধ্যে উচ্চঃস্বরে হাসলে।
ওযুর মােস্তাহাবসমূহ:
১. ওযুর নিয়ত করা।
২. ওযু করার সময় কথা না বলা।
৩. বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা।
৪. ঘাড় মাসেহ করা।
৫. ওযু করার সময় পশ্চিমমুখী হয়ে বসা।
৬. নীচুস্থান অপেক্ষা একটু উঁচুস্থানে বসা।
৭. ডান দিক হতে ওযু আরম্ভ করা।
৮. ওযূতে অন্য কোন লােকের সাহায্য না নেয়া।
৯. নামাযের সময় হওয়ার পূর্বে ওযূ করা।
১০. ওযূর অঙ্গসমূহ ভালভাবে ধৌত করা।
১১. প্রয়ােজনের অতিরিক্ত পানি খরচ না করে, প্রয়ােজন পরিমাণ পানি খরচ করা।
১২. আংটি কিংবা গহনা নেড়েচেড়ে উক্ত স্থান ভিজিয়ে দেয়া।
১৩. উভয় পা বাম হাত দ্বারা ধৌত করা।
১৪. ওযূর শেষে দরূদ শরীফ ও কালেমায়ে শাহাদাত পাঠ করা ।
ওযূর মাকরূহসমূহ:
১. নিয়ত না করা।
২. ওযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলােতে এমন জোরে পানি নিক্ষেপ করা যাতে নিজের বা অন্যের শরীরে লাগে।
৩. কুলিকরার সময় গড়গড়া না করা।
৪. ওযূ শুরু করার সময় বিসমিল্লাহ্ না বলা। শুরুতে বিসমিল্লাহ বলা ওজুর সুন্নত।
৫. নাপাক স্থানে বসে ওযূ করা।
৬. পায়খানা-প্রস্রাবের বেগ নিয়ে ওযূ করা।
৭. বিনা ওযরে কুলি ও নাকে বাম হাতে পানি দেয়া।
৮. কোন অঙ্গ তিনবারের কম বা বেশি ধৌত করা।
৯. একাধিকবার মাথা মাসেহ্ করা।
১০. ওযূর কোন সুন্নাত পরিত্যাগ করা।
১১. ছতর খুলে ওযূ করতে বসা।
১২. ওযূ করার সময় কথা-বার্তা বলা।
১৩. অধিক পানি খরচ।
আল্লাহ তাআলা বান্দার নামাজ আদায়ের জন্য ওজুকে করেছেন ফরজ। বিনা ওজুতে ফরজ ইবাদত করা পাপের কাজ। আল্লাহ উম্মাতে মুসলিমাকে সব ধরনের অনাচার, পাপাচার থেকে হিফাজত করে মনঞ্জিলে পৌঁছার তাওফিক দান করুন। আমিন।
প্রতিটি ধর্মের মানুষের জন্য আনন্দ ও খুশির কিছু নির্দিষ্ট দিন রয়েছে। একই ভাবে মুসলমানদের জন্য রয়েছে দুইটি আনন্দের দিন। আনন্দের দুটি দিন হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুটি দিনে মুসলমানেরা প্রাণ খুলে আনন্দ করতে পারে। বিশেষ করে ঈদুল ফিতরের দিনে আনন্দ বেশি হয়। কারণ দীর্ঘ এক মাস রমজান মাসের সিয়াম পালনের পর ১…
আজকে আমরা সিঙ্গাপুর রোজার সময়সূচি ২০২৩ । সিঙ্গাপুর রমজানের সময় সূচি 2023 ক্যালেন্ডার Singapore ramadan 2023 সম্পর্কে জেনে নিবো এই পোস্টের মাধ্যমে। আমরা জানি চাঁদ দেখা গিয়েছে এবং ২৩শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার প্রথম রোজা পালিত হবে। তাই রোজা রাখতে গেলে অবশ্যই প্রত্যেক রোজাদার ব্যক্তিকে সেহরি ও ইফতারের সময়সূচি সংগ্রহ করা জরুরী। সিঙ্গাপুরের ইফতারের সময়সূচি ২০২৩,…
ওযুর বিবরণ: অজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামায আদায়ের আগে পবিত্রতা অর্জন করা অবশ্য কর্তব্য। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে বান্দাহকে অবশ্যই পাক-পবিত্রতা অবলম্বন করতে হবে। কেননা, আল্লাহ নিজে পাক, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। অপবিত্রতা সব কিছুকেই তিনি ঘৃণা বা অবজ্ঞা করেন। ওযু সম্পর্কে পাক কালামে বলা হয়েছে- یا ایها الذين أموا إذا قمتم إلى اللوة…
ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। যথা: ঈমান, নামাজ, রোজা, হজ্জ ও যাকাত। ইসলামে যাকাতের মূল্য অনেক। তবে যাকাত সকলের উপর ফরজ না। কারণ, যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে। এই সত্য গুলোর মধ্যে না পড়লে তাকে যাকাত দিতে হবে না। ইসলামে উল্লেখ রয়েছে নিসাব পরিমান সম্পদের মালিক বলে তাকে যাকাত প্রদান করতে হবে। বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ…
আসসালামু আলাইকুম সম্মানিত ভিজিটর। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস প্রতিটি মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, রমজান মাসের মর্যাদা সকল মাসের থেকে অনেক বেশি। এই মাসে সিয়াম পালন করতে হয়। এবং এই মাসেই পবিত্র কুরআন মাজীদ নাযিল হয়েছে। এই কারণে সকলের কাছে রমজান মাসের পবিত্রতা অনেক। রমজান মাস আসলেই মুসলমানের মধ্যে আনন্দ শুরু হয়। এই মাসেই ইবাদত…