ওযু নষ্ট হওয়ার কারণসমূহ

ওযু নষ্ট হওয়ার কারণসমূহ

ওজু নামাজ পালনের জন্য ফরজ ইবাদত। ইতোপূর্বে ওজুর ফরজ, সুন্নাত, আহকাম ও তারতিব তুলে ধরা হয়েছে। কিন্তু কি কারণে ওজু মাকরূহ হয় এবং ভঙ্গ হয়ে যায়, তা জানা অত্যন্ত জরুরি বিষয়।

ওজু নষ্ট হওয়ার কারনসমূহ
ওজু নষ্ট হওয়ার কারনসমূহ

ওযু নষ্ট হওয়ার কারণসমূহ:

১. শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে।
২. জ্ঞান হারালে।
৩. মুখ ভরে বমি হলে।
৪. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে।
৫. প্রস্রাব বা পায়খানা করলে।
৬. পায়খানার পথ দিয়ে বায়ু নির্গত হলে।
৭. গুহ্য দ্বার দিয়ে ক্রিমি বের হলে।
৮. পাগল বা মাতাল হলে।
৯. নামাযের মধ্যে উচ্চঃস্বরে হাসলে।

ওযুর মােস্তাহাবসমূহ:

১. ওযুর নিয়ত করা।
২. ওযু করার সময় কথা না বলা।
৩. বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা।
৪. ঘাড় মাসেহ করা।
৫. ওযু করার সময় পশ্চিমমুখী হয়ে বসা।
৬. নীচুস্থান অপেক্ষা একটু উঁচুস্থানে বসা।
৭. ডান দিক হতে ওযু আরম্ভ করা।
৮. ওযূতে অন্য কোন লােকের সাহায্য না নেয়া।
৯. নামাযের সময় হওয়ার পূর্বে ওযূ করা।
১০. ওযূর অঙ্গসমূহ ভালভাবে ধৌত করা।
১১. প্রয়ােজনের অতিরিক্ত পানি খরচ না করে, প্রয়ােজন পরিমাণ পানি খরচ করা।
১২. আংটি কিংবা গহনা নেড়েচেড়ে উক্ত স্থান ভিজিয়ে দেয়া।
১৩. উভয় পা বাম হাত দ্বারা ধৌত করা।
১৪. ওযূর শেষে দরূদ শরীফ ও কালেমায়ে শাহাদাত পাঠ করা ।

ওযূর মাকরূহসমূহ:

১. নিয়ত না করা।
২. ওযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলােতে এমন জোরে পানি নিক্ষেপ করা যাতে নিজের বা অন্যের শরীরে লাগে।
৩. কুলিকরার সময় গড়গড়া না করা।
৪. ওযূ শুরু করার সময় বিসমিল্লাহ্ না বলা। শুরুতে বিসমিল্লাহ বলা ওজুর সুন্নত
৫. নাপাক স্থানে বসে ওযূ করা।
৬. পায়খানা-প্রস্রাবের বেগ নিয়ে ওযূ করা।
৭. বিনা ওযরে কুলি ও নাকে বাম হাতে পানি দেয়া।
৮. কোন অঙ্গ তিনবারের কম বা বেশি ধৌত করা।
৯. একাধিকবার মাথা মাসেহ্ করা।
১০. ওযূর কোন সুন্নাত পরিত্যাগ করা।
১১. ছতর খুলে ওযূ করতে বসা।
১২. ওযূ করার সময় কথা-বার্তা বলা।
১৩. অধিক পানি খরচ।

আল্লাহ তাআলা বান্দার নামাজ আদায়ের জন্য ওজুকে করেছেন ফরজ। বিনা ওজুতে ফরজ ইবাদত করা পাপের কাজ। আল্লাহ উম্মাতে মুসলিমাকে সব ধরনের অনাচার, পাপাচার থেকে হিফাজত করে মনঞ্জিলে পৌঁছার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

Similar Posts