লেবুর উপকারীতা ও গুনাগুণ

লেবুর উপকারীতা ও গুনাগুণ

লেবুর উপকারীতা ও গুনাগুণ

লেবু প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। কারণ লেবুতে ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, ভিটামিন-ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন, ফসফরাস, দস্তা, ফোলেট, তামা, প্যানটোথেনিক অ্যাসিড, নিয়াসিন থায়ামিন এবং আরও অনেক প্রোটিন রয়েছে।

এই পুষ্টিগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লেবু ভারতের আসাম ও চীনে প্রথম ব্যবহৃত হয়েছিল। বেশিরভাগ লোক পানিতে মিশ্রিত লেবুর রস খান। বিজ্ঞানীদের মতে, লেবু দীর্ঘদিন ধরে ঔষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। লেবুতে অনেক ভিটামিন এবং পুষ্টিগুণ রয়েছে। যা শরীরের অনেক রোগ দূর করে এবং সুস্থ রাখতে সহায়তা করে। আসুন লেবুর পুষ্টি ভিটামিন এবং গুণাবলী সম্পর্কে জেনে নেই ।

আরও দেখুনঃ আমলকীর উপকারীতা ও পুষ্টিগুন

লেবুর উপকারীতা ও পুষ্টিগুন:

লেবুর অসংখ্য উপকারীতা এবং গুনাগুন রয়েছে। লেবুর উপকারীতা ও গুনাগুণ বলে শেষ করা অসম্ভব। তারপরও সংক্ষিপ্ত উপকারীতা ও পুষ্টিগুন আপনাদের সামনে তুলে ধরা হল:
  • করোনা ভাইরাস দূরীকরনে ভূমিকা: বিশ্বব্যপী করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যে দেশের স্বাস্থ্য-বিশেষজ্ঞরা বেশি বেশি ভিটামিন-সি গ্রহনের উপদেশ দিতেছেন। আর একমাত্র লেবুতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন-সি। যা অন্য কোন ফলে সাধারনত কম পরিমানে থাকে। লেবু হচ্ছে ভিটামিন-সি এর একমাত্র উৎস।
  • ওজন বৃদ্ধির প্রতিবন্ধক হিসেবে: লেবু ওজন বৃদ্ধির প্রতিবন্ধক হিসেবে কাজ করে। শরীরের ওজন কমাতে প্রতিদিন নিয়ম-মাফিক চা, গরম পানি এবং মধুর সাথে লেবুর রস মিশ্রিত করে খেলে ওজন অনেকাংশে কমে যায়।
  •  চুলের সমস্যার জন্য: লেবুর বিচি পিষে মাথায় মালিশ করলে টাক মাথায়ও নতুন করে চুল গজানো শুরু হয়। লেবুর রস মাথার চুলে মেসেজ করলে চুল অনেকাংশে কারো এবং ঝলমলে হয়। লেবুর রস মাথার  ‍চুলের জন্য অনেক উপকারী।
  • ত্বকের জন্য:  –চন্দনের পেস্টের সাথে লেবুর রস মিশ্রিত করে মুখে লাগালে পিম্পল নিরাময় হয়। লেবুর রস মুখের কালো দাগ দূর করতেও সাহায্য করে থাকে।
  • রক্তচাপ নিয়ন্ত্রন করতে: লেবুর রসে প্রচুর পরিমানে ভিটামিন-সি থাকায় তা রক্তচাপ নিয়ন্ত্রন করতে সাহায্য করে। লেবুর রস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিদিন লেবুর রস শরবতের সাথে পান করলে রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রিত হয়।
  • দাঁতের হলুদভাব দূর করতে: লেবুর খোসা এবং লবন দিয়ে দাঁত ঘষলে, দাঁতের কালো ভাব দূর হয়। লেবুর খোসা দিয়ে নিয়মিত দাঁত ঘষলে দাঁত আগের মত সাদা এবং চকচকে হয়ে উঠবে।
  • দাদ ও চুলকানি দূরীকরনে: দাদ ও চুলকানির সমস্যা দূর করতে নিয়মিত লেবুর রস লাগান। দেখবেন, দাদ এবং চুলকানির সমস্যা থেকে মুক্তি পাবেন। লেবু ত্বক সম্পর্কিত সমস্ত সমস্যার জন্য উপকারী।
  • নখ পরিষ্কারে: নখের উপরে লেবুর রস লাগালে নখ পরিষ্কার ও চকচকে হয়। কনুইয়ের কালোভাব সহ দূর করতে হলে লেবুর রস লাগাতে পারেন। এটা বিশেষ উপকারী।
  • গ্যাসের সমস্যা দূরীকরনে: লেবু পেটের গ্যাস এবং বদহজম দূর করতে সাহায্য করে থাকে। পেটের গ্যাস এবং বদহজম জনিত সমস্যা দূর করতে লেবুর রস বিশেষ উপকারী।

আরও দেখুনঃ মধুর উপকারীতা ও পুষ্টিগুণ

সুতরাং উপরিউক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, লেবুর রস আমাদের শরীরের সার্বিক উপকারীতা সাধন করে থাকে। তাই আমরা নিয়মিত লেবুর রস পান করব এবং আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখব।
শেয়ার করুন

Similar Posts

  • হার্টের রোগীর খাবার তালিকা

    মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট। হার্ট থেকে রক্ত নালী দিয়ে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। এবং পুনরায় রক্তনালী দিয়ে রক্ত হার্ট ফিরে আসে। হৃদপিণ্ড সবসময় পাম্প করে। কিছুক্ষণের জন্য হার্ট পাম করা বন্ধ হয়ে গেলে মানুষের হার্ট অ্যাটাক হয়। বর্তমান সময়ের প্রায় মানুষের হার্ট এর সমস্যা রয়েছে। হার্টের রোগীর খাবার তালিকা। সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সঠিক সময় সঠিক খাবার খেলে হার্টের সমস্যা দূর…

    শেয়ার করুন
  • বাচ্চাদের জন্য কোন সাবান ভালো

    বাচ্চাদের জন্য কোন সাবান ভালো সেটা আমরা অনেকেই জানিনা। এটা জানা আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ,বাচ্চা বা শিশুদের ত্বক অনেক নরম ও মসৃণ হয়ে থাকে।  প্রাপ্তবয়স্ক মানুষের ত্বকের  থেকে শিশুদের ত্বকে অনেক পার্থক্য রয়েছে। এই কারণে প্রাপ্তবয়স্ক মানুষের সাবান শিশুরা ব্যবহার করতে পারবে না। কারণ বয়স্ক মানুষের শ্রাবনে প্রচুর পরিমাণ  ক্ষার থাকে। এই কারণে…

    শেয়ার করুন
  • হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়

    গরমের সময় হিট স্ট্রোকের ঘটনা ঘটে। অতিরুক্ত গরমে অনেকেই এই সমস্যায় ভোগে। তবে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় জানলে এই সমস্যা থেকে বাচা যায়। বর্তমান সময়ে হিট স্ট্রোক অনেক বেড়েছে। কারণ এখণ তাপমত্রা অনেক বাড়ছে।  এছাড়াও বর্তমানে খাবারে অনেক ভেজাল রয়েছে। যার জন্য শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে সঠিক ভবে চলাফেরা করলে  এই সমস্যা থেকে মুক্তি পাওয়া…

    শেয়ার করুন
  • হরিতকীর উপকারীতা ও গুনাগুণ

    হরিতকীর উপকারীতা ও গুনাগুণ পরিচিতি: হরিতকীর বৈজ্ঞানিক নাম হল টের্মিনেলিয়া চেব্যুলা (Terminalia chebula)। হরিতকী একটি সপুষ্পক উদ্ভিদ। ত্রিফলার তিনটি ফলের একটি ও অন্যতম ফল হচ্ছে হরিতকী। হরতকী গাছ সাধারণত মাঝারী থেকে বৃহৎ আকারের হয়ে থাকে। উচ্চতায় প্রায় ২০-৩০ মিটার লম্বা হয়। আরও দেখুনঃ লেবুর উপকারীতা ও গুনাগুণ এর বাকল গাঢ় বাদামী রঙের হয় এবং বাকলে…

    শেয়ার করুন
  • সয়াবিন তেলের উপকারিতা ও অপকারিতা

    সয়াবিন তেল হল উদ্ভিজ্জ তেল, যা সয়াবিন বীজ থেকে উৎপন্ন হয়। এই তেল ব্যবহার করা হয় রান্নার কাজে। স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন খাদ্য। খাওয়ারকে সুস্বাদু করতে খাবারে ভোজ্য তেল ব্যবহার করা হয়। আমাদের দেশে প্রায় সকল ধরনের রান্নায় সয়াবিন তেল ব্যবহার করা হয়। অতিরিক্ত সয়াবিন তেল ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সয়াবিন তেলের উপকারিতা ও অপকারিতা…

    শেয়ার করুন
  • গনোরিয়া রোগের ঘরোয়া চিকিৎসা

    গনোরিয়া রোগের ঘরোয়া চিকিৎসা: গনোরিয়া হচ্ছে একটি যৌন রোগ। এই রোগটি নারী পুরুষ হয়ে থাকে। তবে নারীদের তুলনায় পুরুষের  এই রোগটি বেশি হয়। পুরুষের গনোরিয়া হলে প্রসাবের সময় জ্বালাপোড়া করে। এবং মূত্রনালী দিয়ে পোজ বের হয়। এই সমস্যাটি নারীদের ক্ষেত্রেও হয়ে থাকে। তবে তাদের লক্ষণ দেখা যায় না। গনোরিয়া রোগের ঘরোয়া চিকিৎসা। সম্পর্কে যারা জানতে চান…

    শেয়ার করুন