লেবুর উপকারীতা ও গুনাগুণ
লেবুর উপকারীতা ও গুনাগুণ
লেবু প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। কারণ লেবুতে ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, ভিটামিন-ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন, ফসফরাস, দস্তা, ফোলেট, তামা, প্যানটোথেনিক অ্যাসিড, নিয়াসিন থায়ামিন এবং আরও অনেক প্রোটিন রয়েছে।
এই পুষ্টিগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লেবু ভারতের আসাম ও চীনে প্রথম ব্যবহৃত হয়েছিল। বেশিরভাগ লোক পানিতে মিশ্রিত লেবুর রস খান। বিজ্ঞানীদের মতে, লেবু দীর্ঘদিন ধরে ঔষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। লেবুতে অনেক ভিটামিন এবং পুষ্টিগুণ রয়েছে। যা শরীরের অনেক রোগ দূর করে এবং সুস্থ রাখতে সহায়তা করে। আসুন লেবুর পুষ্টি ভিটামিন এবং গুণাবলী সম্পর্কে জেনে নেই ।
আরও দেখুনঃ আমলকীর উপকারীতা ও পুষ্টিগুন
লেবুর উপকারীতা ও পুষ্টিগুন:
লেবুর অসংখ্য উপকারীতা এবং গুনাগুন রয়েছে। লেবুর উপকারীতা ও গুনাগুণ বলে শেষ করা অসম্ভব। তারপরও সংক্ষিপ্ত উপকারীতা ও পুষ্টিগুন আপনাদের সামনে তুলে ধরা হল:
-
করোনা ভাইরাস দূরীকরনে ভূমিকা: বিশ্বব্যপী করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যে দেশের স্বাস্থ্য-বিশেষজ্ঞরা বেশি বেশি ভিটামিন-সি গ্রহনের উপদেশ দিতেছেন। আর একমাত্র লেবুতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন-সি। যা অন্য কোন ফলে সাধারনত কম পরিমানে থাকে। লেবু হচ্ছে ভিটামিন-সি এর একমাত্র উৎস।
-
ওজন বৃদ্ধির প্রতিবন্ধক হিসেবে: লেবু ওজন বৃদ্ধির প্রতিবন্ধক হিসেবে কাজ করে। শরীরের ওজন কমাতে প্রতিদিন নিয়ম-মাফিক চা, গরম পানি এবং মধুর সাথে লেবুর রস মিশ্রিত করে খেলে ওজন অনেকাংশে কমে যায়।
-
চুলের সমস্যার জন্য: লেবুর বিচি পিষে মাথায় মালিশ করলে টাক মাথায়ও নতুন করে চুল গজানো শুরু হয়। লেবুর রস মাথার চুলে মেসেজ করলে চুল অনেকাংশে কারো এবং ঝলমলে হয়। লেবুর রস মাথার চুলের জন্য অনেক উপকারী।
-
ত্বকের জন্য: –চন্দনের পেস্টের সাথে লেবুর রস মিশ্রিত করে মুখে লাগালে পিম্পল নিরাময় হয়। লেবুর রস মুখের কালো দাগ দূর করতেও সাহায্য করে থাকে।
-
রক্তচাপ নিয়ন্ত্রন করতে: লেবুর রসে প্রচুর পরিমানে ভিটামিন-সি থাকায় তা রক্তচাপ নিয়ন্ত্রন করতে সাহায্য করে। লেবুর রস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিদিন লেবুর রস শরবতের সাথে পান করলে রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রিত হয়।
-
দাঁতের হলুদভাব দূর করতে: লেবুর খোসা এবং লবন দিয়ে দাঁত ঘষলে, দাঁতের কালো ভাব দূর হয়। লেবুর খোসা দিয়ে নিয়মিত দাঁত ঘষলে দাঁত আগের মত সাদা এবং চকচকে হয়ে উঠবে।
-
দাদ ও চুলকানি দূরীকরনে: দাদ ও চুলকানির সমস্যা দূর করতে নিয়মিত লেবুর রস লাগান। দেখবেন, দাদ এবং চুলকানির সমস্যা থেকে মুক্তি পাবেন। লেবু ত্বক সম্পর্কিত সমস্ত সমস্যার জন্য উপকারী।
-
নখ পরিষ্কারে: নখের উপরে লেবুর রস লাগালে নখ পরিষ্কার ও চকচকে হয়। কনুইয়ের কালোভাব সহ দূর করতে হলে লেবুর রস লাগাতে পারেন। এটা বিশেষ উপকারী।
-
গ্যাসের সমস্যা দূরীকরনে: লেবু পেটের গ্যাস এবং বদহজম দূর করতে সাহায্য করে থাকে। পেটের গ্যাস এবং বদহজম জনিত সমস্যা দূর করতে লেবুর রস বিশেষ উপকারী।
আরও দেখুনঃ মধুর উপকারীতা ও পুষ্টিগুণ