শারীরিক বৃদ্ধির বাধা সৃষ্টিকারী উপাদানসমূহ শারীরিক বিকাশ কাকে বলে

শারীরিক বৃদ্ধির প্রভাবকসমূহ/বাধা সৃষ্টিকারী উপাদানসমূহ

শারীরিক বৃদ্ধির প্রভাবকসমূহ

নিম্নলিখিত উপাদানগুলাে শিশুর শারীরিক বৃদ্ধিকে প্রভাবিত করে বা বাধা সৃষ্টি করে থাকে:

শারীরিক বৃদ্ধির প্রভাবকসমূহ

১. পুষ্টি:

দেহের বৃদ্ধিতে যেসব বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার মধ্যে অপুষ্টির প্রভাব সবচাইতে মারাত্মক। পুষ্টির অভাবে দেহের বৃদ্ধি যেমন ব্যাহত হয়, তেমনি শিশুর ব্যক্তিত্বেও যথেষ্ট পরিবর্তন আসে। শিশুকালেই লেখাপড়াসহ সামাজিকতা, নৈতিকতা প্রভৃতি বিষয়ে শিক্ষালাভ হয়। এ সময় উপযুক্ত পুষ্টির অভাবে এসবের বিকাশ বাধাপ্রাপ্ত হয় ।

২. জন্মগত ত্রুটি:

অনেক সময় উপযুক্ত খাদ্যগ্রহণ করা সত্ত্বেও শিশুর দেহ ঠিকমতাে বাড়ে না। সাধারণত দেহের বিপাক ক্রিয়ার ত্রুটি, ডায়াবেটিস, অ্যালার্জি, হরমােনের অসমতা প্রভৃতি জন্মগত ত্রুটির জন্যও শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।

আরও দেখুনঃ শিশুর দৈহিক বিকাশ কি? শিশুর দৈহিক বিকাশের বৈশিষ্ট্যসমূহ

৩. রােগ-ব্যাধি:

কিছু কিছু সংক্রামক রােগ, যেমন- যক্ষ্মা, কৃমিরােগ, পােলিও শিশুর স্বাভাবিক বৃদ্ধির প্রতি হুমকিস্বরূপ। পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানির বিশুদ্ধতা ও প্রতিষেধক ঔষধের ব্যাপারে সচেতন না হওয়ার ফলে উক্ত রােগগুলাে দেখা যায় এবং এগুলাে শিশুর শারীরিক বিকাশকে ব্যাহত করে ।

৪. বাবা-মার রক্ষণশীলতা:

দৈহিক বৃদ্ধিতে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের বাবা-মায়েরা একটু বেশি মাত্রায় রক্ষণশীল হন এবং অতিমাত্রায় উদ্বিগ্ন থাকেন। এর ফলে শিশুরা অমিশুক ও জেদী প্রকৃতির হয় যা তাদের পরবর্তী সুষ্ঠু ব্যক্তিত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

শেয়ার করুন

Similar Posts

  • চোখের পানি শুকিয়ে গেলে করনীয়

    চোখের পানি শুকিয়ে গেলে কি করনীয় – আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হলো চোখ। এক কথায় বলতে গেলে চোখ আমাদের অমূল্য সম্পদ। কিন্তু আমরা অনেকেই হয়তো চোখের যত্ন সম্পর্কে ততটা আগ্রহী  নয়। বর্তমানে আমরা মোবাইল ল্যাপটপ অথবা বিভিন্ন ডিভাইস নিয়ে এতটাই বেশি ব্যস্ত যে আমরা ঘন্টার পর ঘন্টা এসব ডিভাইস ব্যবহার করি অথচ আমাদের চোখের…

    শেয়ার করুন
  • সিজারের পর পেট কমানোর উপায়

    মা হওয়ার পর প্রতিটি নারীর শারীরিক পরিবর্তন ঘটে। কারণ এই সময় শরীরে প্রচুর পরিমাণ মেদ জমে। যার কারণে শরীরের ওজন বৃদ্ধি পায়। শরীরের ওজন বৃদ্ধির কারণে ফিগার নষ্ট হয়ে যায়। পছন্দের কাপড় শরীরে ফিট হয় না। এসব নিয়ে অনেক নারী হতাশায় ভোগে। সিজারের পর পেট কমানোর উপায় রয়েছে। সিজার করার পর নারীদের পেটে মেদ জমে। সিজার করার পর ঠিকমতো…

    শেয়ার করুন
  • বড়দের ঘন ঘন কৃমি হওয়ার কারণ – প্রতিরোধ ও প্রতিকার

    বড়দের ঘন ঘন কৃমি হওয়ার কারণ: বড়দের মধ্যে কৃমির সমস্যা সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও এটি সাধারণত বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু অনেক সময় বড়দেরও এই সমস্যায় পড়তে হয়। কৃমি সংক্রমণ শরীরের পুষ্টি শোষণ করে এবং দীর্ঘমেয়াদে শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে। চলুন, এই আর্টিকেলে জানি কীভাবে বড়দের মধ্যে কৃমি হয়, এর লক্ষণ,…

    শেয়ার করুন
  • ডুমুর ফল খাওয়ার উপকারিতা ও অপকারিতা

    ডুমুর এমন একটি ফল যা বলতে গেলে অযত্নের মধ্যেই বড় হয়ে থাকে। আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় ডুমুরের গাছ দেখা যায়। ডুমুর ফল খুবই উপকারী এবং সুস্থ রাখতে সহায়ক। যদিও এ ফলটিকে বেশি গুরুত্ব দেয়া হয় না,তবে এই ফলটি কতটা উপকারী এ বিষয়ে হয়তো আমাদের ধারণা নেই। চলুন তাহলে আজ এ বিষয় নিয়ে জানা যাক ডুমুর…

    শেয়ার করুন
  • ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু রোগ কেন হয়?

    ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। এই রোগটি ছড়ায় এডিস মশায় কামড়ালে। সাধারণত জুলাই থেকে অক্টোবর এই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বরের হয়। বর্তমানে ডেঙ্গু জ্বর অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। ডেঙ্গু জ্বরে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু রোগ কেন হয়? এই সম্পর্কে ধারণা থাকা সকলের প্রয়োজন। কারণ, দিন দিন ডেঙ্গু রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এই কারণে…

    শেয়ার করুন
  • শিশুর দৈহিক বিকাশের লক্ষণসমূহ

    দৈহিক বিকাশের বিভিন্ন দিক (Sequence of Physical Development): শিশুর দৈহিক বিকাশের উপর যেসব গবেষণা হয়েছে, সেগুলাে বিশ্লেষণ করলে দৈহিক বিকাশের বিভিন্ন দিক সম্বন্ধে ধারণা লাভ করা যায় । নিচে সেগুলি আলােচনা করা হলাে- ১.দৈহিক উচ্চতার বিকাশ: জন্মের সময় শিশুর উচ্চতা ১৭” -২০” পর্যন্ত হতে পারে। বয়সবৃদ্ধির সাথে সাথে তার উচ্চতা বাড়তে থাকে। চারমাস বয়সে শিশুর…

    শেয়ার করুন