বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর
আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা কিনা পড়াশুনা করতে অনেক বেশি মনযোগী এবং সময় পেলেই বিভিন্ন সাধারণ জ্ঞান- বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর ইত্যাদি খুজে থাকেন। আর তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা এখানে নিয়মিত সাধারন জ্ঞান বা বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রশ্ন ও উত্তর সংযুক্ত করছি।
আরও পড়ুনঃ বাংলাদেশের খেলাধুলা সাধারণ জ্ঞান/খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
আপনারা এখান থেকে খুব সহজেই আপনাদের জ্ঞান আহরোন করতে পারবেন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার জন্য। তাই দেরি না করে আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করুন আর বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর গুলো সম্পর্কে জেনে নিন।
১। ভাসনের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী ?
উত্তর: আর্কিমিডিস
২। রাডার এর আবিষ্কর্তা কে ?
উত্তর: ওয়াটসন
৩। দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয় ?
উত্তর: অবতল দর্পণ
৪। পাউত্তররুটি ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাসটি হল ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড
৫। লেন্স পরিমাপের একক কি ?
উত্তর: ডায়াপ্টার
৬। জার্মান সিলভার এ কোন সংকর ধাতু থাকে ?
উত্তর: তামা, দস্তা, নিকেল
৭। মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তর: স্নায়ু কোষ
৮। কিলোওয়াট ঘন্টা কিসের একক ?
উত্তর: শক্তি
৯। তড়িৎ আধান জমা হয় যে যন্ত্রে তাকে কি বলে ?
উত্তর: ক্যাপাসিটর
১০। নিউত্তরটন এর আবিষ্কর্তা কে ?
উত্তর: স্যাডউত্তরইক
১১। দুধ থেকে দই এ পরিণত হওয়া ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর: ল্যাকটোব্যাসিলাস
১২। পেশী ও যকৃতের শক্তি সঞ্চিত রূপটি হলো ?
উত্তর: গ্লাইকোজেন
১৩। কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত কে ?
উত্তর: লাইসোজোম
১৪। শ্বসনে সহায়ক কোষ অঙ্গাণু নাম কি ?
উত্তর: মাইট্রোকন্ডিয়া
১৫। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু ?
উত্তর: রাইবোজোম
১৬। ব্যাকটেরিয়া এর আবিষ্কারক কে ?
উত্তর: লিউত্তরয়েন হুক
১৭। একটি বৃহত্তম কোষের নাম কি ?
উত্তর: উত্তরট পাখির ডিম
১৮। রোদের অনোন্যক কে কি নামে পরিচিত ?
উত্তর: পরিবাহিতা
১৯। সূর্য শক্তির প্রধান উত্তরৎস কি ?
উত্তর: নিউত্তরক্লিয় সংযোজন
২০। টাংস্টেন এর রাসায়নিক চিহ্ন কোনটি ?
উত্তর: W
২১। পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু হলো ?
উত্তর: লিথিয়াম
২২। এরিথ্রোসাইট নামে পরিচিত কে ?
উত্তর: RBC
২৩। মানবদেহের হাটের চেম্বার সংখ্যা হল ?
উত্তর: 4 টি
২৪। সালোকসংশ্লেষ কম হয় কোন রঙের আলোয় ?
উত্তর: সবুজ রঙের আলোয়
২৫। কার্য করার সামর্থ্য কে বলা হয় ?
উত্তর: শক্তি
২৬। পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড
২৭। প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয় ?
উত্তর: জিপসাম কে
২৮। তরিত্রহীন সংযোগ আবিষ্কার করেছেন কে ?
উত্তর: মার্কোনী
২৯। প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কি ?
উত্তর: শব্দের প্রতিফলন
৩০। মুক্ত ধাতু কোনটি ?
উত্তর: সোনা
৩১। মিলিবাগ কোন চাষের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: সরিষা
৩২। আমাদের শরীরের উত্তরপরের ত্বক টির নাম কি ?
উত্তর: এপিডার্মিস
৩৩। বংশগতির একক কাকে বলা হয় ?
উত্তর: জীন
৩৪। এক্স রশ্মী মূলত কোন কণার আধান ?
উত্তর: ফোটন
৩৫। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয় ?
উত্তর: শূন্য মাধ্যমে
৩৬। সবুজ বর্ণের ফুল লাল আলো দেখলে কি দেখাবে ?
উত্তর: কালো
৩৭। তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে তাকে কি বলা হয় ?
উত্তর: ধারক
৩৮। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে ?
উত্তর: ঘন থেকে লঘু মাধ্যমে
৩৯। ঘনকোণের একক টির নাম কি ?
উত্তর: স্টেরেডিয়ান
৪০। একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কেমন হয় ?
উত্তর: অসীম
৪১। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত থাকে ?
উত্তর: শূন্য
৪২। ফিউত্তরজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি ?
উত্তর: টিন ও সীসা
৪৩। দুধের ph মান কত থাকে ?
উত্তর: 6.6
৪৪। পিঁপড়ের হুল থেকে কোন অ্যাসিড নির্গত হয় ?
উত্তর: ফরমিক অ্যাসিড
৪৫। দোলকের দোলনকাল নির্ভর করে ?
উত্তর: দৈর্ঘ্যের উত্তরপর
৪৬। ভাইটাল ফোর্স থিওরি দেন কোন বিজ্ঞানী ?
উত্তর: বারজেলিয়াস
৪৭। ইউত্তররিয়াতে নাইট্রোজেন এর উত্তরপস্থিতি কত শতাংশ ?
উত্তর: 46 %
৪৮। কোন গ্রন্থি হরমোন উত্তরৎপাদন করে না?
উত্তর: প্লীহা।
৪৯। এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের জন্য ?
উত্তর: এইডস
৫০। অ্যামিবার গমন অঙ্গ হল ?
উত্তর: ক্ষণপদ
৫১। কাকে পন্ড সিল্ক বলা হয় ?
উত্তর: স্পাইরোগাইরা
৫২। সবচাইতে ভাইরাসের বৃদ্ধি ঘটে কিসে ?
উত্তর: সজীব কোষে
৫৩। গাছের কোন অংশ থেকে তুলা তন্ত পাওয়া যায় ?
উত্তর: ফল
৫৪। গাছের কোন অংশ থেকে কপি প্রস্তুত করা হয় ?
উত্তর: বীজ
৫৫। নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায় ?
উত্তর: তামাক গাছের পাতা
৫৬। মানুষের মাথার ওজন কত গ্রাম ?
উত্তর: 1300 – 1400 গ্ৰাম
৫৭। কফির Ph মান কত ?
উত্তর: 4.3 – 5
৫৮। কোন অ্যাসিড কে মিউত্তররিয়েটিক অ্যাসিড বলা হয় ?
উত্তর: সালফিউত্তররিক অ্যাসিড
৫৯। দার্শনিকের উত্তরল কাকে বলা হয় ?
উত্তর: জিংক অক্সাইড কে
৬০। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম কৃত্রিম জৈব যৌগ কোনটি ?
উত্তর: ইউত্তররিয়া
৬১। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?
উত্তর: নাইট্রাস অক্সাইড
৬২। অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয় ?
উত্তর: সালফিউত্তররিক অ্যাসিড
৬৩। কলিচুন এর রাসায়নিক সংকেত হলো ?
উত্তর: Ca (OH)2
৬৪। নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?
উত্তর: সোলার মাস
৬৫। X রশ্মির আবিষ্কারক কে ?
উত্তর: রন্টজেন
৬৬। X রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর ক্রম কত ?
উত্তর: 1 অ্যানস্ট্রম
৬৭। সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয় ?
উত্তর: X এক্স রশ্মি ব্যবহৃত হয়
৬৮। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
উত্তর: দূরত্ব
৬৯। কোন দুটি দূরত্বের পার্থক্য কে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউত্তরনিট বলে ?
উত্তর: পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব
৭০। সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে কোন স্তর ?
উত্তর: ওজোন স্তর
৭১। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাই
৭২। ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে ?
উত্তর: নারিন্দার কাপানি
৭৩। এন্ডোস্কোপের কার্যনীতি মূলত কিসের উত্তরপর ভিত্তি করে ?
উত্তর: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
৭৪। ক্ষমতার Si এককটির নাম হল ?
উত্তর: ওয়াট
৭৫। খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?
উত্তর: ক্যালোরি
৭৬। ব্লটিং পেপার দ্বারা কালির শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে ?
উত্তর: ক্যাপিলারি
৭৭। মার্স গ্যাস কাকে বলা হয় ?
উত্তর: মিথেন
৭৮। 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট ?
উত্তর: 746 ওয়াট
৭৯। 1 নটিক্যাল মাইল = কত মিটার ?
উত্তর: 1852 মিটার
৮০। 1 বার = কত পাসকেল ?
উত্তর: 100000 পাসকেল
৮১। হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয় ?
উত্তর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।
৮২। কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাই।
৮৩। লুনার কস্টিক আসলে কি ?
উত্তর: সিল্ভার নাইট্রেট।
৮৪। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তর: ক্লোরোপ্লাস্টে।
৮৫। ব্রঙ্কাইটিস কিসের রোগ ?
উত্তর: শ্বাসনালীর রোগ।
৮৬। কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তর: হাওয়ার্ড এইকিন।
৮৭। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন?
উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে।
৮৮। কফিতে কোন উপাদান থাকে?
উত্তর: ক্যাফেইন।
৮৯। কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়?
উত্তর: ৩ টি।
৯০। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: ব্রোমিন।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর নিয়ে শেষকথাঃ
আপনারা যদি উপরের দেওয়া সকল বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর সম্পর্কে ভাল মানের জ্ঞান রাখতে পারেন তাহলে বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্ন গুলোর উত্তর দিতে আপনার জন্যে অনেক সহজ হয়ে যাবে।
তাই আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথেই থাকুন। এতে করে নতুন কোন পোস্ট করার সাথে সাথে নটিফিকেশন চলে যাবে আপনার কাছে।