প্রয়োজনীয় কিছু ঔষধের নাম বা ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন
|

প্রয়োজনীয় কিছু ঔষধের নাম বা ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন

প্রয়োজনীয় কিছু ঔষধের নাম বা ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন=> আজকে আমরা কিছু প্রয়োজনীয় ঔষধ সম্পর্কে জেনে নিবো যেগুলো প্রাথমিক চিকিৎসার জন্য অনেক কার্যকরী। হাতের কাছে এই সমস্ত ঔষধ রাখলে অনেক সময় ছোট খাটো সমস্যার সমাধান করে ফেলা যায়। তাই আপনার চাইলে এই ১০টি ঔষধ সবাই নিজেদের বাসায় রাখতে পারেন। 

চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রয়োজনীয় সমস্ত ঔষধের নাম সমূহ।

  • ১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন। আপনারা যারা পেটের গ্যাসের মতো নানা রকম সমস্যায় ভুগেন তাদের জন্য সার্জেল ২০ এম.জি. বাসায় রাখা থাকলে খেয়ে নিতে পারেন।
  • ২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন। এখানে দেওয়া ভিসেট ৫০ এম.জি. এবং এলজিন ৫০ এম.জি. পেটের ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা হিসাবে খেলে অনেকটাই শান্তি পাবেন।
  • ৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন। অনেকেই হঠাত হঠাত করে জ্বর এর কবলে পড়ে থাকেন। আবার জ্বর এর পাশাপাশি শরীর ব্যথা হয়ে থাকে তারা চাইলে দুই সমস্যার জন্যেই নাপা এক্সট্রা অথবা নাপা এক্সটেন্ড খেতে পারেন।
  • ৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন। অনেকের মাঝে মাঝে বুকে ব্যথা অনুভব করে থাকেন। আপনারা চাইলে ইকোস্পিরিন ৭৫ এম.জি. খেতে পারেন।
  • ৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন। অনেক সময় হঠাত করেই অনেকেই পাতলা পায়খানার মতো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আর তাই আপনারা চাইলে প্রাথমিক চিকিৎসা হিসাবে ফ্লাজিল ৪০০ এম.জি. বা ফ্লিমেট ৪০০ এম.জি. খেয়ে দেখতে পারেন।
  • ৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন। মাথা ব্যথা অনেকেরই কমন একটা সমস্যা, মাথা ব্যথার কারনে যারা অসহ্য যন্ত্রণা সহ্য করেন তারা চাইলে টাফনিল ২০০ এম.জি. খেয়ে দেখতে পারেন।
  • ৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন। দাতের ব্যথা খুব অসহ্য যন্ত্রণা দিয়ে থাকে, আপনাদের মাঝে  যারা এর ভুক্তভূগি তারাই এটি সম্পর্কে ভাল জানেন। আর তাই সাময়িক এই ব্যথা থেকে মুক্তি পেতে রোল্যাক ১০ এম.জি. বা টরি ৯০ এম.জি. খেতে পারেন।
  • ৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন। ঠান্ডা, কাশি, এলার্জি কমন একটা সমস্যা, এই সমস্যা  ম্যাক্সিমাম মানুষের মাঝে রয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনারা রুপা ১০ এম.জি.  বা ফেক্সো ১২০ এম.জি. খেতে পারেন।
  • ৯. Emistat 8 mg বমি হলে খাবেন। আমাদের অনেকের মাঝেই বমি হওয়ার মতো সমস্যায় পড়ে থাকেন। আপনারা চাইলে ইমেস্টেট ৮ এম.জি. খেয়ে অনেকটাই ভাল থাকতে পারেন।
  • ১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।

প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)

উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন। আশা করি আপনারা অনেকেই সামন্য হলেও উপকৃত হবেন। তবে  অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন আপনারা যদি বড় ধরনের যেকোন সমস্যা হলে।

এগুলো শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য, তাই সব সময় এই সমস্ত  ঔষধ নিজে থেকে ব্যবহার থেকে দূরে থাকুন। আরও নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

শেয়ার করুন

Similar Posts

  • বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো

    বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো সেটা যদি জানা না থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য। বর্তমান সময়ে  বাচ্চার জন্মের পর থেকে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে। কিন্তু এইসব প্রসাধনী বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি করা  হয়। কিছু কিছু প্রসাধনী রয়েছে যেসব শুধু বাচ্চাদের জন্য তৈরি।  বাচ্চাদের ক্রিম বলতে সাধারণত লোশন  বোঝানো হয়। লোশন সাধারণত…

    শেয়ার করুন
  • গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা / ৩ মাসের গর্ভবতী লক্ষণ

    গর্ভধারণ একজন মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আনন্দ, উদ্বেগ, শঙ্কা ইত্যাদি নানা অনুভূতি মিলে আচ্ছন্ন থাকে গর্ভবতী মায়ের মন। প্রথমদিকে কিছু বোঝা না গেলেও প্রথম তিন মাস সকল  গর্ভবতী মায়ের কাছে ভীষণ অন্যরকম বলে মনে হয়। নতুন প্রাণীর আগমনের সংবাদ আনন্দিত করে তুলে নতুন মায়ের জীবন। গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা / ৩…

    শেয়ার করুন
  • একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক খাদ্যের পরিমাণ

    একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক খাদ্যের পরিমাণ একজন পুর্ণ বয়স্ক ব্যক্তির কতটুকু ক্যালরি গ্রহণ করা উচিত তা তার শারীরিক পরিশ্রমের উপর নির্ভর করে। আর প্রোটিনের চাহিদা নির্ভর করে ব্যক্তির ওজনের উপর। একজন প্রাপ্ত বয়স্ক মহিলার যে পরিমাণ খাদ্য প্রয়োজন তা নিম্নে বর্ণিত হল: একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক খাদ্যের পরিমাণ: হালকা শ্রমে:          …

    শেয়ার করুন
  • কিডনি ভালো রাখার উপায়

    কিডনি ভালো রাখার উপায়: মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। মানুষের দেহে দুইটি কিডনি থাকে। কিডনির প্রধান কাজ হচ্ছে রক্ত থেকে বজ্র পদার্থ পৃথক করা। এবং প্রস্রাবের মাধ্যমে শরীরের বজ্র পদার্থ বের করে দেওয়া। সাধারণভাবে বলতে গেলে কিডনি আমাদের দেহে ছাঁকুনির মত কাজ করে। মানবদেহ থেকে সকল ধরনের বজ্র পদার্থ বের করে এবং শরীরে পানির ভারসাম্য ঠিক…

    শেয়ার করুন
  • স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি করা উচিত?

    স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি করা উচিত? সম্পর্কে আমাদের অনেকের ধারণা নয়। অসাধারণ প্রতিভার লোকজনের মস্তিষ্ক সম্পর্কে সাধারন মানুষের অনেক কৌতুহল থাকে। ওইসব মানুষের মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে কি অন্যরকম।  বিভিন্ন গবেষণা করে চিকিৎসাবিজ্ঞানীরা প্রশ্নের উত্তর খুঁজেছেন। গবেষণায় দেখা যায় প্রত্যেকটা মানুষেরই স্মৃতিশক্তি সমান। তার সঙ্গে আরো গবেষণা করে দেখেছেন কিভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায়। কিছু উপায় রয়েছে যার…

    শেয়ার করুন
  • হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়

    গরমের সময় হিট স্ট্রোকের ঘটনা ঘটে। অতিরুক্ত গরমে অনেকেই এই সমস্যায় ভোগে। তবে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় জানলে এই সমস্যা থেকে বাচা যায়। বর্তমান সময়ে হিট স্ট্রোক অনেক বেড়েছে। কারণ এখণ তাপমত্রা অনেক বাড়ছে।  এছাড়াও বর্তমানে খাবারে অনেক ভেজাল রয়েছে। যার জন্য শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে সঠিক ভবে চলাফেরা করলে  এই সমস্যা থেকে মুক্তি পাওয়া…

    শেয়ার করুন