ফিফা বিশ্বকাপ বা কাতার বিশ্বকাপ ২০২২ এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ফিফা বিশ্বকাপ বা কাতার বিশ্বকাপ ২০২২ এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ফিফা বিশ্বকাপ বা কাতার বিশ্বকাপ ২০২২ এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সকলেরই জানা প্রয়োজন। বর্তমান সময়ে ঘটে যাওয়া বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় বিভিন্ন চাকরির ক্ষেত্রে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো ফিফা বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২।

আজ এ কন্টেন লেখা হলো ফিফা বিশ্বকাপের কিছু  জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে। বিশ্বকাপ মানে পুরো পৃথিবী জুড়ে একটি উৎসব। বিশ্বের সকল দেশের কাছে বিশ্বকাপ মানে অন্যরকম অনুভূতি।

ফিফা বিশ্বকাপ

ফিফা একটি ইংরেজী শব্দ এর পুরো অর্থ হলো (FIFA) F = Federation, I = internationale, F = Football, A = Association. FIFA = Federation internationale de Football Association.  ফিফা (FIFA)  সারা বিশ্বের ফুটবল একাডেমির নিয়ন্ত্রণ সংস্থা। ফিফা বিশ্বকাপ চার বছর পর পর অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ ব্রাজিলের জার্সি পরা মেয়েদের পিক। Brazil er Meyeder Pic

ফিফা বিশ্বকাপে মোট ৩২টি দল অংশগ্রহণ করতে পারে। ফিফা এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় হাজার ১৯৩০ সালে। প্রথম বিশ্বকাপ  অনুষ্ঠিত হয় উরুগুয়ে।

কাতার বিশ্বকাপ ২০২২ এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারে। এই বিশ্বকাপে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এসব বিষয়ের উপর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে।

আপনি যদি এডমিশন বা কোন চাকরির প্রস্তুতির জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই ফিফা বিশ্বকাপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। নিম্নে কিছু ফিফা বিশ্বকাপ ২০২২ এর প্রশ্ন ও উত্তর দেয়া হলো:

১.  ফিফা বিশ্বকাপ কত সালে শুরু হয়?

উত্তর: ১৯৩০সালে

২. প্রথম বিশ্বকাপ কোন দেশে  অনুষ্ঠিত হয়।

উত্তর: উরুগুয়ে।

৩. ২০২২ ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়?

উত্তর:  কাতার।

৪.  ফিফা প্রেসিডেন্টের নাম কি?

উত্তর: জেয়ানি  ইনফান্তিনো।

৫.কাতার বিশ্বকাপের বল নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?

উত্তর: এ্যাডিডাস।

৬.কাতার বিশ্বকাপের প্রথম বলের নাম কি?

উত্তর:  আল রিহলা।

৭. কাতার বিশ্বকাপে কয় ধরনের বল ব্যবহার করা হয়?

উত্তর: দুই ধরনের।

৮. কাতার বিশ্বকাপে কোন সময় বল পরিবর্তন করা হয়?

উত্তর: সেমিফাইনালে।

৯. কাতার বিশ্বকাপের দ্বিতীয় বলেন নাম কি?

উত্তর: আল হিলম।

১০. কাতার বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করে?

উত্তর: ৩২ টি দল।

১১. কাতার বিশ্বকাপের মোট ব্যায় কত?

উত্তর: ২২০ বিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় ২২ লাক ৩০ হাজার কোটি টাকা।

১২. ২০২২ বিশ্বকাপ কোন দেশ চাম্পিয়ন?

উত্তর: আর্জেন্টিনা

১৩. ২০২২ বিশ্বকাপে কোন দেশ রানার্সআপ হয়?

উত্তর:  ফ্রান্স।।

১৪. ২০২২ বিশ্বকাপে কোন দেশ তৃতীয় স্থান লাভ করে?

উত্তর: ক্রোয়েশিয়া।

১৫. ২০২২ বিশ্বকাপে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করে?

উত্তর: মরক্কো।

১৬. ২০২২ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্যা ম্যাচ সবচেয়ে বেশি  হয়  কে?

উত্তর: লিওনেল মেসি। মোট ৫ বার।

১৭. ২০২২ বিশ্বকাপ ফেয়ার প্লে ট্রফি কোন দেশ পেয়েছে?

উত্তর: ইংল্যান্ড।

১৮. ফিফা ইয়াং প্লেয়ার এওয়ার্ড কত বছরের খেলোয়ারদের দেওয়া হয়?

উত্তর: ২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড় কে দেওয়া হয়।

১৯.২০২২ বিশ্বকাপে ইয়াং প্লেয়ার এওয়ার্ড  কে পেয়েছে?

উত্তর: এনজো ফার্নান্দেজ। বয়স ২১  বছর।

২০. ইয়াং প্লেয়ার আওয়ার্ড ২০২২  কোন দেশের খেলোয়াড় পায়?

উত্তর: আর্জেন্টিনা।

২১. কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক কে?

উত্তর: এমি মার্টিনেজ।

২২. কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লোভ পুরস্কার  কাকে দেওয়া হয়?

উত্তর: এমি মার্টিনেজ।

২৩. কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে?

উত্তর: কিলিয়ান এমবাপ্পে। গোল সংখ্যা ৮ টি।

২৪. কাতার বিশ্বকাপে ব্রোঞ্জ বুট  পেয়েছে কে?

উত্তর: অলিভার জিরোদ।  গোল সংখ্যা ৪ টি।

২৫.  কাতার বিশ্বকাপে সিলভার বোর্ড কে পেয়েছে?

উত্তর: লিওনেল মেসি। গোল সংখ্যা ৭টি।

২৬. কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেন কে?

উত্তর: কিলিয়ান এমবাপ্পে। গোল সংখ্যা ৮ টি।

২৭. ২০২২ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় কে?

উত্তর: লিওনেল মেসি।

২৮.  কাতার বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার কে পেয়েছে?

উত্তর: লিওলেন মেসি।

২৯. ২০২২ বিশ্বকাপে ব্রোঞ্জ বল জিতেন কে?

উত্তর: লুকা মদরিচ। ক্রোয়েশিয়া

 ৩০. কাতার বিশ্বকাপে সিলভার বল জিতেন কে?

উত্তর: কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স

৩১. ফিফা বিশ্বকাপ ২০২২ এর প্রাইজ মানি কত?

উত্তর: ৪৪০ মিলিয়ন ডলার।

৩২. ফিফা বিশ্বকাপ ২০২২ এর চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কত?

উত্তর: ৪২ মিলিয়ন ডলার।

৩৩. ফিফা বিশ্বকাপ ২০২২ এর রানার্সআপ দলের প্রাইজমানি কত?

উত্তর: ৩০ মিলিয়ন ডলার।

৩৪. কাতার বিশ্বকাপে তৃতীয় অবস্থানের দলের প্রাইজমানি কত?

উত্তর: ২৭ মিলিয়ন ডলার।

৩৫. কাতার বিশ্বকাপের চতুর্থ  স্থানের দলের প্রাইজমানি কত?

উত্তর: ২৫ মিলিয়ন ডলার।

৩৬ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের দলের প্রাইজমানি কত?

উত্তর: ১৭ মিলিয়ন ডলার।

৩৭. কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো প্রাইজমানি কত?

উত্তর: ১৪ মিলিয়ন ডলার।

৩৮. কাতার বিশ্বকাপের যেসব দল প্রথম রাউন্ডে বাদ গেছে তাদের প্রাইজমানি কত?

উত্তর: ৯ মিলিয়ন ডলার।

৩৯. বিশ্বকাপ ট্রফির ওজন কত?

উত্তর: ৬.১ কেজি

৪০.  বিশ্বকাপ ট্রফির কত ক্যারেট সোনা আছে?

উত্তর: ১৮ ক্যারেট

৪১. বিশ্বকাপ ট্রফির উচ্চতা কত?

উত্তর:  ৩৬.৮ সেন্টিমিটার।

৪২. বিশ্বকাপ ট্রফির ভিত্তি মন্ত্রের উচ্চতা কত?

উত্তর: ১৩ সেন্টিমিটার।

৪৩. ফিফা বিশ্বকাপ ট্রফি তে কত কেজি স্বর্ণ রয়েছে?

উত্তর: ৫ কেজি।

৪৪.  কাতার বিশ্বকাপ কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তর: ২০২২ সালের ২০ ই নভেম্বর।

৪৫. কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা কত তারিখে অনুষ্ঠিত হয়?

উত্তর: ২০২২ সালের ১৮ ই  ডিসেম্বর।

শেষ কথা:

এই কন্টেন এ আলোচনা করা হয়েছে ফিফা বিশ্বকাপ বা কাতার বিশ্বকাপ ২০২২ এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে। বিভিন্ন চাকরির পরীক্ষায় বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনার উপর প্রশ্ন করা হয়। বর্তমান সময়ের আলোচনার বিষয় হচ্ছে ফিফা  বিশ্বকাপ বা কাতার বিশ্বকাপ।

ফিফা বিশ্বকাপ 2022 শুরু হয় ২০ ই নভেম্বর এবং শেষ হয় ১৮ ই  ডিসেম্বর। সময়ের মধ্যে অনেক ধরনের বিশ্ব রেকর্ড তৈরি হয়। এসব কারণেই ফিফা বিশ্বকাপ শেষ হলে সেখান থেকে বর্তমান সময়ে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে।

আমার বিশ্বাস সম্পন্ন প্রশ্ন গুলো পড়লে কাতার বিশ্বকাপ ২০২২ এর সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের ফেসবুকে ফলো করতে পারেন। এতে করে নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন সবার প্রথমে।

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *