মধুর উপকারীতা ও পুষ্টিগুণ

মধুর উপকারীতা ও পুষ্টিগুণ

মধুর উপকারীতা ও পুষ্টিগুণ

আরবি পরিভাষায় মধুপোকা বা মৌমাছিকে ‘নাহল’(نحل) বলা হয়। পবিত্র কোরআনে এই নামে একটি স্বতন্ত্র সূরা বিদ্যমান আছে। সূরা নাহল এর আয়াত-৬৯ এ আল্লাহ তায়ালা এরশাদ করেন- “তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।

“মধু হচ্ছে ওষুধ এবং খাদ্য উভয়ই। মধুকে বলা হয়- বিররে এলাহি ও তিব্বে নব্বী। অর্থাৎ খোদায়ী চিকিৎসা ও নবী করীম (সা:) এর বিধানের অন্তর্ভুক্ত।

সূরা মুহাম্মদ- এর ১৫ আয়াতে আল্লাহ তায়ালার এরশাদ হচ্ছে- “জান্নাতে স্বচ্ছ মধুর নহর প্রবাহিত হবে।”

খাদ্য ও ঋতুর বিভিন্নতার কারণে মধুর রঙ বিভিন্ন হয়ে থাকে। এ কারণেই কোন বিশেষ অঞ্চলে কোন বিশেষ ফল-ফুলের প্রাচুর্য থাকলে সেই এলাকার মধুতে তার প্রভাব ও স্বাদ অবশ্যই পরিলক্ষিত হয়।

মধুর উপকারীতা:

১. শক্তি প্রদায়ী:

মধু খুব দ্রুত শরীরের মধ্যে তাপ ও শক্তি উৎপন্ন করতে সহায়তা করে। মধুর চেয়ে দ্রুত তাপ-শক্তি উৎপন্ন করতে পারে এমন কোন তরল খাবার নেই বললেই চলে। মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

২. হজমে সহায়তা:

 মধুতে প্রচুর পরিমানে শর্করা থাকায় তা হজমে সাহায্য করে থাকে। এতে যে শর্করা থাকে, তা সহজেই হজমে অংশগ্রহন করে। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া শুরু করে। পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

৩. কোষ্ঠকাঠিন্য দূর করে:

মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়। কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে মধু বিশেষ উপকারী।

৪. রক্তশূন্যতায়:

মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। রক্তশূন্যতায় মধু খুবই উপকারী একটি উপাদান।

৫. ফুসফুসের যাবতীয় রোগ:

ফুসফুসের যাবতীয় রোগে মধু ব্যবহৃত হয়। বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে।

৬. শ্বাসকষ্ট নিরাময়ে:

অনেকে মনে করে, এক বছরের পুরোনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো। শ্বাস কষ্টের যাবতীয় রোগের চিকিৎসায় মধু বেশ উপকারী। যত পুরানো শ্বাষকষ্ট হোক মধু খেলে নিরাময় হয়।

৭. যৌন দুর্বলতায়:

পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন। যৌন দূর্বলতায় মধু সবচেয়ে বেশি উপকারী। আজকাল যৌন দূর্বলতায় মধু সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। কারন মধু এমন একটি উপাদান যা গ্রহণ করলে একজন পুরুষ তাৎক্ষনিক শক্তি ফেরত পায়।

আরও দেখুনঃ আসুন জেনে নেই, কিসমিসের রহস্যজনক উপকারীতা

পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে ‘মধু’র নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত।

শেয়ার করুন

Similar Posts

  • ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়?

    ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়=>এই বিষয় নিয়ে আজকের কন্টেন। ডায়াবেটিকস বর্তমান সময়ে অনেক মানুষের মধ্যে দেখা যায়। ডায়াবেটিকস সাধারণত হয়ে থাকে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে। বর্তমানে ডায়াবেটিস কে বহুমূত্র হিসেবে পরিচিত। প্রত্যেক পরিবার ডায়াবেটিস রোগী রয়েছে। দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। বর্তমান সময়ে মানুষ শারীরিক পরিশ্রম…

    শেয়ার করুন
  • মসুর ডালের উপকারিতা ও অপকারিতা

    মসুর ডালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের সকলের জানা দরকার। কেননা আমাদের সারাদিনের খাবার তালিকায় মসুর ডাল থাকেই। এই কারণে আমাদের জানা দরকার ডালের উপকারিতা ও অপকারিতা। মসুর ডাল একটি পুষ্টিকর খাবার। মসুর ডালে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা মাংসের চাহিদা পূরণ করে। মসুর ডালের অনেক ধরনের খাদ্যের উপাদান থাকে। মসুর ডাল শরীরের কলেজ কলেস্টেরলের…

    শেয়ার করুন
  • প্রয়োজনীয় কিছু ঔষধের নাম বা ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন

    প্রয়োজনীয় কিছু ঔষধের নাম বা ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন=> আজকে আমরা কিছু প্রয়োজনীয় ঔষধ সম্পর্কে জেনে নিবো যেগুলো প্রাথমিক চিকিৎসার জন্য অনেক কার্যকরী। হাতের কাছে এই সমস্ত ঔষধ রাখলে অনেক সময় ছোট খাটো সমস্যার সমাধান করে ফেলা যায়। তাই আপনার চাইলে এই ১০টি ঔষধ সবাই নিজেদের বাসায় রাখতে পারেন।  চলুন তাহলে জেনে নেওয়া…

    শেয়ার করুন
  • খেজুর খাওয়ার নিয়ম? খেজুরের উপকারিতা ও অপকারিতা

    খেজুর ফলটি আমরা কম বেশি সকলেই খেতে ভালবাসি। খেজুর গাছ বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে হয়ে থাকে। বিশেষ করে মরুভূমি অঞ্চলে হয়ে থাকে। খেজুর পাকা এবং শুকনো অবস্থায় পাওয়া যায়। তবে খেজুর ফল খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। একই সাথে খেজুরের পুষ্টিগুণ অনেক। খেজুর খাওয়ার নিয়ম? খেজুরের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা আমাদের প্রয়োজন। কারণ কোন ফল খাওয়ার আগে তার…

    শেয়ার করুন
  • পেটে ইনফেকশন হলে করণীয়

    সাধারণত খাবার আর পানি থেকে পেটের ইনজেকশন হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসও বলা হয়। পেটের ইনফেকশন প্রায় সকলেরই হয়ে থাকে। বিশেষ করে এই সমস্যাটি হয় গরমের সময়। পেটে ইনফেকশন হলে পেট ব্যথা, পেটে জ্বালা এছাড়াও একাধিক উপসর্গ দেখা দেয়। এর সাথে খাবারের প্রতি অনিহা আসে। বমি বমি ভাব হয় খাবার হজম হয় না। সব সময়…

    শেয়ার করুন
  • হোমিওপ্যাথি ওষুধের নাম ও কাজ

    হোমিওপ্যাথি ওষুধের নাম ও কাজ: হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আমরা সকলেই জানি। ছদ্মবৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা হলো রোমিওপ্যাথি। চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার হয় ১৭৯৬ সালে জার্মানিতে। হোমিওপ্যাথি ওষুধের নাম ও কাজ সম্পর্কে অনেকেই জানে না। কারণ, বর্তমান সময়ে হোমিওপ্যাথির পরিবর্তে এলোপ্যাথিক চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে দীর্ঘস্থায়ী। কারণ, এই চিকিৎসা ব্যবস্থা কোন ধরনের অপারেশন করা হয় না। সম্পূর্ণ চিকিৎসা ওষুধের মাধ্যমে…

    শেয়ার করুন