মাংস শুকিয়ে সংরক্ষণ করার উপায়সমূহ

মাংস শুকিয়ে সংরক্ষণ করার উপায়সমূহ

মাংস শুকিয়ে সংরক্ষণ করার উপায়সমূহ

মাংস শুকিয়ে সংরক্ষণ করার উপায়সমূহ
মাংস শুকিয়ে সংরক্ষণ করার উপায়সমূহ

মাংস শুকিয়ে সংরক্ষণ করার জন্য কিছু উপকরণের দরকার আছে। নিম্নে মাংস শুকিয়ে সংরক্ষণ করতে যা যা উপকরণ লাগে তা দেওয়া হল:

উপকরণ:

মাংস                        লবণ

হলুদ, বাটা                 তার, মাংস গাঁথার জন্য।

১. সদ্য জবাই করা গরুর মাংস ধুয়ে চাক চাক টুকরা করে হলুদ ও লবণ মাখাও। প্রতি কিলােগ্রাম মাংসে ২ চা চামচ হলুদ ও ১ টে. চামচ লবণ মাখাও।

২. ডুবাে পানিতে মাংস সিদ্ধ কর। মাংস ঠিকমতাে সিদ্ধ হওয়া দরকার। কম সিদ্ধ হলে সংরক্ষণ করা যাবে না, আবার বেশি সিদ্ধ হলে আঁশ খুলে যাবে।

৩. মাংস সিদ্ধ হলে চালনিতে ছড়িয়ে দিয়ে পানি ঝরাও।

8. যে তারে মাংস গাঁথবে তা আগেই ফুটানাে পানিতে দু’তিন মিনিট ডুবিয়ে জীবাণুমুক্ত করবে। শুকনা তারে মাংস গাঁথ। মাংস ৭-৮ দিন চড়া রােদে শুকাও। বরষার সময় চুলার ধারে তার ঝুলিয়ে রেখেও চুলার আগুনের তাপে মাংস শুকানাে যায়।

৫. মুখবন্ধ পরিস্কার শুকনা পাত্রে সংরক্ষণ কর। তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। রান্নার আগে মাংস ৫-৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

শেয়ার করুন

Similar Posts

  • দীর্ঘদিন নিম পাতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা

    দীর্ঘদিন নিম পাতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কের আলোচনা করা হলো। নিম গাছের উপকারিতা বলে শেষ করা সম্ভব না। নিম গাছের মূল থেকে পাতা সবগুলোই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। নিম গাছ একটি চিরহরিৎ উদ্ভিদ। যার ফলে নিম গাছের পাতা সব সময় থাকে। নিম গাছ দেখলে মনে হয় এটা মানুষের উপকারের জন্যে পৃথিবীতে এসেছে। এশিয়া মহাদেশে সব…

    শেয়ার করুন
  • বারি সীম ৮ চাষাবাদ কৌশল

    আমরা অনেকেই আছি যারা কিনা কৃষি কাজ গুলোকে অনেক বেশি পছন্দ করি এবং কৃষিকাজের উপর কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করে যাচ্ছি। তাই কৃষি কাজে আগ্রহী ভাই বোনদের জন্য আজকে আমরা বারি সীম চাষাবাদের কৌশল নিয়ে আলোচনা করবো এই পোস্টের মাধ্যমে। যেকোন বিষয়ে আপনাকে কাজ করতে হলে সেই বিষয় সম্পর্কে প্রথমে আপনাকে জানতে হবে। তেমনি বারি…

    শেয়ার করুন
  • ফালুদা প্রস্তুত প্রণালী

    ফালুদা প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে ১ লিটার দুধ জ্বাল দিয়ে দিয়ে কমিয়ে ৩ পোয়া মতা করে নিন যাতে করে দুধ ঘন হয়। এর পর আলাদা একটি পাত্রে নুডুলস ও সাবুদানা আলাদা করে সিদ্ধ করে নিন। এরপর কমিয়ে নেওয়া ঘন দুধে সাদা এলাচ, চিনি, সাবুদানা ও নুডুলস দিয়ে অবিরত নাড়তে থাকুন। তৈরি হয়ে গেল খুব পপুলার…

    শেয়ার করুন
  • সবজি শুকিয়ে সংরক্ষনের উত্তম উপায়সমূহ

    সবজি শুকিয়ে সংরক্ষনের উত্তম উপায়সমূহ ১. পেয়াজ ও রসুন শুকানাে: পেঁয়াজের দুদিক সামান্য কেটে ফেলে খােসা ছাড়াও। ৫ মি. মি. পুরু স্লাইস করে কাটতে হবে। চড়া রােদে পরিষ্কার কাপড়ের উপর ছড়িয়ে দাও। মচমচে করে শুকাও। রসুনের কোষ দু’টুকরা করে পেয়াজের মত শুকাও। এপ্রিল মাসের ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার আগে সংরক্ষণ করতে হবে। ২. গাজর শুকানাে:…

    শেয়ার করুন
  • বিভিন্ন প্রকার ভর্তা তৈরি শিখুন

    ১. পটলের খােসার ভর্তা: উপকরণ: পটলের খােসা                                      ১ কাপ চিংড়ি মাছ                                          ৪ টি পেঁয়াজ       …

    শেয়ার করুন
  • পুদিনা পাতার উপকারিতা এবং অপকারিতা

    পুদিনা পাতার উপকারিতা এবং অপকারিতা: পুদিনা পাতা সম্পর্কে আমাদের সকলের কম বেশি ধারণা রয়েছে। প্রায় সকল ধরনের রান্নায় পুদিনা পাতা ব্যবহার করা হয়। পুদিনা পাতা খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বর্তমানে পুদিনা পাতা ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পুদিনা পাতার উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে। তবে পুদিনা পাতার মধ্যে কোন ক্ষতিকর পদার্থ নেই।…

    শেয়ার করুন