আমের মোরব্বা তৈরি

আমের মোরব্বা তৈরি

আমের মোরব্বা তৈরি

আমের মোরব্বা তৈরি করতে হলে অনেকগুলো উপকরণ দরকার। নিম্নে উপকরণ নিয়ে আলোচনা করা হল:

উপকরণ:

আমের মােরব্বা কাঁচা আম            ১০টি

চুন, ভিজানাে                            ১ চা চা.

ফিটকিরি, গুড়া                          ১ চা চা.

চিনি                                        ১ কেজি

"<yoastmark

আমের মোরব্বা তৈরির পদ্ধতিগুলো আলোচনা করা হল:

আমের মোরব্বা তৈরি:

১. আমের আঁটি শক্ত হয়নি এমন কাঁচা আম নেবে। খুব কচি আমের মােরব্বা ভাল হয় না। স্টেনলেস স্টীলের ছুরি দিয়ে আমের মুখ কেটে পানিতে ভিজাও। আমের খােসা ছাড়িয়ে দু’টুকরা কর। আঁটি ফেলে আম পানিতে রাখ। ছুরি দিয়ে আমের উপরের কাল কষের দাগ পরিষ্কার করে তােল। বোঁটার দিকের শক্ত অংশ এবং আঁটির চারপাশে শক্ত অংশ ছুরি দিয়ে কাট। আম পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখ।

২. এনামেলের বা মাটির গামলায় পানি নাও। আম খেজুর কাঁটা দিয়ে খুব ভাল করে কেঁচে গামলার পানিতে রাখ। এক ঘন্টা পর পর দু’বার পানি বদলাও। প্রত্যেকবার আমের পানি নিংড়ে ফেলে নতুন পানিতে রাখবে।

৩. গামলার পরিষ্কার পানিতে ফিটকিরি ও চুন গুলে নাও। ফিটকিরির পানিতে আম ৩ ঘন্টা ডুবিয়ে রাখ।

৪. ফিটকিরির পানি থেকে আম তুলে পানি নিংড়ে নাও। ফুটানাে পানি চুলা থেকে নামিয়ে আম দিয়ে ৫-৭ মিনিট ফুটাও। পানি থেকে আম তুলে পানি নিংড়ে রাখ। ২ কাপ পানি দিয়ে চিনির সিরা কর। ২ টে. চামচ দুধ সিরায় দিয়ে ময়লা কাট। সিরা হেঁকে নাও। সিরায় আম দিয়ে মৃদু আঁচে ১ ঘন্টা জ্বাল দাও! পরের দিন জ্বাল দিয়ে সিরা ঘন হলে নামিয়ে মােরব্বা বৈয়ামে ভর।

শেয়ার করুন

Similar Posts