186852561 467382257856990 4223373882869557449 n
|

করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকামের বিশাল সুযোগ পার্ট-২

করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকামের বিশাল সুযোগ :186852561 467382257856990 4223373882869557449 n

পার্ট-২:

পার্ট-২ এর মাধ্যমে আজ আমরা জানব যে, আউটসোর্সিং বা ফ্যীল্যান্সিং কি এবং কেন? আউটসোর্সিং শব্দের অর্থ হল মুক্ত পেশা তথা এক দেশ থেকে অন্য দেশে বসে টাকা আয় করাকে বুঝায়। অর্থাত স্বাধীনভাবে আয় করার পেশা। এই কাজগুলি ইন্টারনেট এর মাধ্যমে সম্পূর্ন করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব। বর্তমান যুগ হল ইন্টারনেটের যুগ। তাই আউটেোর্সিং এর ব্যপক চাহিদা রয়েছে। আউটসোর্সিং এর প্রধান কাজ হল নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ অন্য কাউকে দিয়ে করে নেওয়া। এটি ১৯৯০ সাল থেকে চলে আসছে।আর ২০০০ সাল থেকে এটি ব্যাপকভাবে চলে আসছে। বর্হিবিশ্বের সাথে সাথে এটি বাংলাদেশেও অনেক জনপ্রিয় একটি পেশা হয়ে দাড়িয়েছে। হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান এখন আউটসোর্সিং হয়ে দাড়িয়েছে। শিক্ষিত বেকারদের অর্থ উপার্জনের প্রধান উৎস এখন আউটসোর্সিং।

যারা আউটসোর্সিং এর মাধ্যমে অন্য প্রতিষ্ঠানের কাজ করে দেয় তাদেরকে বলে ফ্রীল্যান্সার।

ইংরেজী আউটসোর্সিং শব্দটি আনা হয়েছিল, “Outside Resourcing” থেকে।

(Out+Sourcing)=Outsourcing

(বাহিরের+উৎস)=বাহিরের উৎস।

আউটসোর্সিং প্রধানত চার প্রকার।

পার্ট-৩

এর মধ্যে আমরা জানব আউটসোর্সিং কত প্রকার কি কি এবং প্রত্যেক প্রকারের উদাহরন সহ বর্ণনা।

শেয়ার করুন

Similar Posts

  • ইন্সুরেন্স কি হালাল? ইন্সুরেন্স কোম্পানি কাজ কি?

    বর্তমানে প্রতিটি মানুষের ভেতরে সেভিংস বা ইন্সুরেন্স করার জন্য অনেক বেশি আগ্রহী হচ্ছে এবং ভবিষ্যৎতের কথা মাথায় রেখে ইন্সুরেন্স করতে যাচ্ছেন। আর তাই আজকে আমরা এই পোস্টের মাধ্যেমে আপনাদের একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো যে ইন্সুরেন্স কি হালাল বা ইন্সুরেন্স কোম্পানির কাজ কি কি এই সমস্ত বিষয় গুলো সম্পর্কে। আর তাই আপনারা যারা ইন্সুরেন্স…

    শেয়ার করুন
  • বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

    কোন দেশের মোট অর্থবছরের আয় দিয়ে ওই দেশের মোট জনসংখ্যা কে ভাগ দিয়ে জনপ্রতি যত টাকা পাওয়া যায় সেটাই মাথাপিছু আয়। প্রতিটা দেশেরই মাথাপিছু আয় এবং  মাথাপিছু ঋণ রয়েছে। মাথাপিছু আয় হিসাব করা হয় প্রতি বছরে। চলুন জেনে নেই, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?  বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশ। যা কিছুদিন আগেও নিম্ন আয়ের দেশ ছিল। দিন…

    শেয়ার করুন
  • আমাদের জিডিপি ছিল পুরো ইউরোপের চেয়েও বেশি

    আমাদের জিডিপি ছিল পুরো ইউরোপের চেয়েও বেশি ৷ আমরাই ছিলাম সেরা ধনে ধান্যে ভরা ছিল আমাদের গোলা, আসিলো মারাঠা দস্যু করিলো লুট্যরাজ ভাঙ্গিলাম চিরতরে, মোরা উঠিতে পারিলাম না আর হীন, তাচ্ছিল্যে মোরা ধারায় আজ এই ধারা আজ সাবৃদ্ধ সেই লুট্যরাজ সাদা চমড়িকার ‘ভদ্দরলোকে ‘ আর বখতিয়ার, খলজিরা লুট্যরাজ, দস্যু বল, সেই চমড়িকার লোকে। আমাদের জিডিপি…

    শেয়ার করুন
  • সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি / সৌদি আরব ভিসা দাম কত

    সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি => বাংলাদেশের জনসংখ্যা তুলনায় কর্মসংস্থান অনেক কম। সে কারণে বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় বেকারত্ব বেশি। কিন্তু বর্তমান সময়ে মানুষ বেকারত্ব দূর করতে বিদেশ পাড়ি জমাচ্ছে। সেখান কাজ করে নিজের কর্মসংস্থান তৈরি করছে। বর্তমান সময়ে বাংলাদেশের রাজস্ব খাদের সবচেয়ে বড় উৎস রেমিটেন্স। এই রেমিটেন্স পাঠায় প্রবাসী বাংলাদেশীরা। যারা বিশ্বের বিভিন্ন দেশে কাজ…

    শেয়ার করুন
  • ইউকে সিজনাল ভিসা

    ইউকে সিজনাল ভিসা সম্পর্কে অনেকে জানতে চাই। কারণ বর্তমানে অনেক মানুষ ইউকে যাওয়ার জন্য চেষ্টা করছে। বাংলাদেশ থেকে বর্তমানে অনেক মানুষ ইউকে রয়েছে। তবে ইচ্ছা করলেই যে কেউ ইউকে যেতে পারে না। তার জন্য পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন পড়ে। ইউকে সিজনাল ভিসা পেতে হলে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট এর প্রয়োজন পড়ে।…

    শেয়ার করুন
  • বিশ্ব অর্থনীতি কি? বর্তমান বিশ্ব অর্থনৈতিক অবস্থা

    বিশ্ব অর্থনীতি বা বৈশ্বিক অর্থনীতি হচ্ছে সমস্ত বিশ্বব্যাপী মানুষের অর্থনীতি। এর মধ্যে রয়েছে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকরাপ যা উভয় দেশের মধ্যে পরিচালিত হয়, ব্যয়, উৎপাদন, অর্থনৈতিক ব্যবস্থা, বিনিময়, কাজ সহ আর্থিক মূল্যবোধ ও পণ্য বাণিজ্য। একটি দেশের উন্নতির সূচক নির্ধারিত হয় ওই দেশ বিশ্ব অর্থনীতিতে কি পরিমান অবদান রাখছে তার ওপর। বর্তমান বিশ্ব অর্থনীতিক অবস্থা তেমন ভালো না। কারণ, বর্তমানে…

    শেয়ার করুন