করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকামের বিশাল সুযোগ পার্ট-২
করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকামের বিশাল সুযোগ :
পার্ট-২:
পার্ট-২ এর মাধ্যমে আজ আমরা জানব যে, আউটসোর্সিং বা ফ্যীল্যান্সিং কি এবং কেন? আউটসোর্সিং শব্দের অর্থ হল মুক্ত পেশা তথা এক দেশ থেকে অন্য দেশে বসে টাকা আয় করাকে বুঝায়। অর্থাত স্বাধীনভাবে আয় করার পেশা। এই কাজগুলি ইন্টারনেট এর মাধ্যমে সম্পূর্ন করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব। বর্তমান যুগ হল ইন্টারনেটের যুগ। তাই আউটেোর্সিং এর ব্যপক চাহিদা রয়েছে। আউটসোর্সিং এর প্রধান কাজ হল নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ অন্য কাউকে দিয়ে করে নেওয়া। এটি ১৯৯০ সাল থেকে চলে আসছে।আর ২০০০ সাল থেকে এটি ব্যাপকভাবে চলে আসছে। বর্হিবিশ্বের সাথে সাথে এটি বাংলাদেশেও অনেক জনপ্রিয় একটি পেশা হয়ে দাড়িয়েছে। হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান এখন আউটসোর্সিং হয়ে দাড়িয়েছে। শিক্ষিত বেকারদের অর্থ উপার্জনের প্রধান উৎস এখন আউটসোর্সিং।
যারা আউটসোর্সিং এর মাধ্যমে অন্য প্রতিষ্ঠানের কাজ করে দেয় তাদেরকে বলে ফ্রীল্যান্সার।
ইংরেজী আউটসোর্সিং শব্দটি আনা হয়েছিল, “Outside Resourcing” থেকে।
(Out+Sourcing)=Outsourcing
(বাহিরের+উৎস)=বাহিরের উৎস।
আউটসোর্সিং প্রধানত চার প্রকার।
পার্ট-৩
এর মধ্যে আমরা জানব আউটসোর্সিং কত প্রকার কি কি এবং প্রত্যেক প্রকারের উদাহরন সহ বর্ণনা।