আমার গুগল একাউন্টের নাম কি বা অ্যাকাউন্ট তৈরি করুন
আমরা সকলেই জানি যে গুগল হচ্ছে পৃথিবীর অন্যতম সার্চ ইঞ্জিন যেখানে দিনে কোটি কোটি মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন তথ্য জানার জন্য সার্চ করে থাকেন। আর তাই আমরা সকলেই গুগল একাউন্টের নাম কি সেটা সম্পর্কে জানি।
এছাড়াও আপনারা যারা গুগল একাউন্ট সম্পর্কে জানেন না বা অনেকেই জানেন কিন্তু বুঝতে পারছেন না। অথবা বিভিন্ন ভাবে সার্চ করছেন যে আমার গুগল একাউন্টের নাম কি? কিভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করুন বা করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই পোস্টের মাধ্যমে।
আরও পড়ুনঃ হারানো সিম বন্ধ করার উপায় বা সিম বন্ধ করার কোড
তাই চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক যে আমার গুগল একাউন্টের নাম কি বা গুগল একাউন্ট তৈরী করুন সেই সম্পর্কে।
আমার গুগল একাউন্টের নাম কি?
আমরা যখন একটি জিমেইল একাউন্ট তৈরী করি আমাদের প্রফেশনাল কাজের জন্য বা বিভিন্ন মেইল আদান প্রদানের কাজের জন্য তখন সেটাকেই গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট বলা হয়ে থাকে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমার সেই গুগল একাউন্টের নাম কি? ঠিক তাইতো?
আসুন এবার জেনে নেওয়া যাক আপনার গুগল একাউন্টের নাম কি সেই সম্পর্কে। আপনি যখন একটি জিমেইল একাউন্ট তৈরী করেন তখন আপনাকে প্রথম নাম এবং শেষ নামের অংশ দিতে হয়। এরপরে আপনার জিমেইল একাউন্টের এডড্রেস লিখতে হয়।
আপনি জিমেইল একাউন্টের জন্য যেই ইউনিক নামটি লিখেন সেটাকে বলা হচ্ছে জিমেইল এডড্রেস আর জিমেইল একাউন্ট খোলার সময় যেই ফার্ট নেইম এবং লাস্ট নেইম দিয়েছেন সেটাকে আপনার জিমেইল নেইম বা গুগল একাউন্টের নাম বলা হয়।
আপনাদের সুবিধার জন্য আমি আমাদের ওয়েবসাইটের জিমেইল একাউন্টের স্কিনশট নিচে শেয়ার করলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই নিচের দেওয়া স্কিনশটটি দেখে নিন আপনার গুগল একাউন্টের নাম কি সেটা জানার জন্য।
প্রথমে জিমেইলে লগইন করুন এবং স্কিনশটে দেখানো ডট চিহ্নিত জায়গাতে ক্লিক করুন। তারপরে একাউন্ট নামের অপশনে ক্লিক করুন।
এবার দুই নাম্বার স্কিনশটে দেখানো উপায়ে পারসোনাল ইনফরমেশনে ক্লিক করুন তাহলেই আপনি আমার গুগল একাউন্টের নাম কি? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বা আপনার গুগল একাউন্টের নাম দেখে নিতে পারবেন।
আপনি যদি উপরের দেওয়া প্রসেস গুলো ঠিকমতো ফলো করেন তাহলে খুব সহজেই মাত্র কয়েক মিনিটেই আমার গুগল একাউন্টের নাম কি সেই প্রশ্নে উত্তর পেয়ে যাবেন। তাই আপনাকে এই পোস্টটি মনযোগ সহকারে পড়তে হবে।
আসুন এখন গুগল একাউন্ট নিয়ে আরো কিছু প্রশ্ন উত্তর গুলো জেনে নেই এই পর্যায়ে। এতে করে আপনার ভেতরে থাকা কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানেই।
আরও পড়ুনঃ কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
গুগল একাউন্ট নিয়ে প্রশ্ন উত্তর
আমরা এখানে চেষ্টা করবো যে গুগল একাউন্ট নিয়ে খুব কমনলি কিছু প্রশ্নের উত্তর গুলো তুলে ধরার জন্য। যেখানে আমরা নিজেরাই গুগল একাউন্ট নিয়ে প্রশ্ন করবো এবং সেটার উত্তর সংযুক্ত করে দিবো। এতে করে আপনারা খুব সহজেই গুগল একাউন্ট সম্পর্কে জানতে পারবেন।
প্রশ্নঃ গুগল একাউন্ট কি
উত্তরঃ একটি Google-ব্যাপী ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড যা Google বিজ্ঞাপন সহ বিভিন্ন পণ্য অ্যাক্সেস করতে ব্যবহার করা যেতে পারে । আপনার Google অ্যাকাউন্টে এমন তথ্যও রয়েছে যা পণ্য জুড়ে প্রযোজ্য, যেমন আপনার পছন্দের ভাষা এবং কিছু গোপনীয়তা সেটিংস।
প্রশ্নঃ আমার গুগল একাউন্টের নাম কি?
উত্তরঃ Gmail ব্যবহারকারীর নাম পুনরুদ্ধার পৃষ্ঠায় যান। ‘ইমেল’ ক্ষেত্রে আপনার পুনরুদ্ধারের ইমেল ঠিকানা লিখুন এবং জমা দিন ক্লিক করুন। উপযুক্ত ক্ষেত্রে বিকৃত ছবিতে অক্ষর টাইপ করুন, এবং জমা দিন ক্লিক করুন। সেই পুনরুদ্ধার ইমেল ঠিকানার সাথে যুক্ত যেকোনো ব্যবহারকারীর নামের একটি তালিকা আপনার দেওয়া ঠিকানায় পাঠানো হবে ।
প্রশ্নঃ গুগল একাউন্ট কিভাবে খুজে পাবো?
উত্তরঃশুধু আপনার প্রোফাইল ছবিতে আলতো চাপুন এবং “আপনার Google অ্যাকাউন্ট পরিচালনা করুন” লিঙ্কটি অনুসরণ করুন ৷ আপনার প্রোফাইল ছবি থেকে, আপনি সহজেই সাইন ইন, সাইন আউট বা ছদ্মবেশী মোড চালু করতে পারেন। গুগল একাউন্ট
প্রশ্নঃ আপনার জিমেইল ব্যবহারকারীর নাম এবং ইমেল ঠিকানা একই?
উত্তরঃ জিমেইল ব্যবহারকারীর নাম হল Gmail ঠিকানার প্রথম অংশ, @ চিহ্নের আগে । একাধিক অ্যাকাউন্ট প্রদর্শিত হতে পারে।
প্রশ্নঃ জিমেইল প্রোফাইল পিকচার কিভাবে দেখবো?
উত্তরঃ আপনার মোবাইল ডিভাইসে, Gmail অ্যাপ খুলুন। ব্যাক্তিগত তথ্য. “প্রাথমিক তথ্য” এর অধীনে “ফটো” এর পাশে আপনার প্রোফাইল ছবি নির্বাচন করুন। আপনার প্রোফাইল ছবি প্রদর্শিত হয়।
প্রশ্নঃ গুগল একাউন্ট কত প্রকার
উত্তরঃ Google দুই ধরনের ব্যবহারকারী অ্যাকাউন্ট, পরিচালিত ব্যবহারকারী অ্যাকাউন্ট এবং ভোক্তা ব্যবহারকারী অ্যাকাউন্ট সমর্থন করে। ম্যানেজ করা ব্যবহারকারীর অ্যাকাউন্ট ক্লাউড আইডেন্টিটি বা Google Workspace অ্যাডমিনিস্ট্রেটরের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। বিপরীতে, ভোক্তা অ্যাকাউন্টগুলি সম্পূর্ণরূপে মালিকানাধীন এবং তাদের তৈরি করা ব্যক্তিদের দ্বারা পরিচালিত।
শেষকথাঃ আমার গুগল একাউন্টের নাম কি বা অ্যাকাউন্ট তৈরি করুন
আপনারা যদি আমাদের এই পোস্টটি মনযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করছি আমার গুগল একাউন্টের নাম কি এবং কিভাবে গুগল একাউন্ট তৈরী করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই ভাল করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
এছাড়াও আপনি চাইলে আমাদের এই পোস্ট গুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সহযোগীতা করতে পারেন। এতে করে আপনার মাধ্যমে তারাও উপকৃত হবে। আমাদের ওয়েবসাইটের সকল পোস্টের আপডেট পেতে অফিসিয়াল ফেসবুক, টুইটার, লিংকডিন প্রোফাইলে লাইক দিয়ে সাথেই থাকুন।