চুলের সিরাম ব্যবহারের নিয়ম

চুলের সিরাম ব্যবহারের নিয়ম

আজকের আলোচ্য বিষয়বস্তুঃ

 চুলে নিয়ম করে যেমন শ্যাম্পু করনে, তারপরে কন্ডিশনার। ঠিক একই ভাবে সিরাম ব্যাহার করতে হয়। ‍হেয়ার সিরাম হলো এক ধরনের তরল পদার্থ। যা চুলের উপরে প্রতিরক্ষা মূলক আস্তরণ  তৈরি করে। 

এই আস্তরণ চুলকে সূর্যের ক্ষতিকারক রাশ্মি ও তাপ, ময়লা ও দূষণ থেকে চুল রক্ষা করে। চুলের সিরাম ব্যবহারের নিয়ম। চুলে সিরাম লাগানো একদম সহজ। তবে চুলে সিরাম লাগানো কিছু কৌশল রয়েছে।

চুলে সিরাম লাগাতে হয় শ্যাম্পু দিয়ে চুল পারস্কার করার পর। নিম্নে চুলে সিরাম ব্যাবহারে নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ

হেয়ার সিরাম কি?

হেয়ার সিরাম হল সিলিকন ভিত্তিক তরল। যা চুলের উপর প্রতিরক্ষা আস্তরণ তৈরি করে। যা সহ্যের ক্ষতিকর রশ্মি ও তাপ এবং বিভিন্ন ধরনের ময়লা ও দূষণ থেকে চুলকে রক্ষা করে। এবং নিষ্প্রাণ চুলে প্রাণশক্তি জোগাতে সাহায্য করে।

চুলের সিরাম এর কাজ কি?

চুলের সিরাম ব্যবহার করতে হয়। এতে করে চুলকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে। এছাড়াও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। নিম্নে চুলের সিরাম এর কাজ কি? তুলে ধরা হলো:

  1. চুলের সিরাম তৈলাক্ত মাথা শুষ্ক রাখে।
  2. চুলকে খুশকি এবং ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করে।
  3. হেয়ার সিরাম নিস্তেজ চুলকে স্বাস্থ্যকর করে তুলে ।
  4. চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  5. চুলের জট লাগা সমস্যা দূর করে।

হেয়ার সিরামের উৎপত্তি । চুলের সিরাম ব্যবহারের নিয়ম

হেয়ার সিরাম উৎপন্ন হয় সিলিকন তেল থেকে। এতে কোন ক্ষতি কর রাসায়নিক উপাদান থাকে না। প্রত্যেকবার চুল। পরিষ্কার করার পর হেয়ার সিরাম প্রয়োগ করলে চুল চকচকে হয়। হেয়ার সিরাম তৈলাক্ত পদার্থ। 

ঘরে বসে হেয়ার সিরাম াম তৈরি করা যায়। অনেকেই কফি এবং মধু মিশ্রণ করে হেয়ার সিরাম তৈরি করে।

চুলের সিরাম এর উপকারিতা

চুলে সিরাম ব্যবহার এর অনেক উপকারিতা রয়েছে। নিম্নে উপকারিতা গুলো তুলে ধরা হলো:

  1. চুলের সিরাম ব্যবহার করলে মাথার তৈলাক্ত স্ক্যল্পকে শুষ্ক রাখে।
  2. চুলের খুশকি এবং ছত্রাকের হাত থেকে রক্ষা করে।
  3. চুলের ঘনঘন জট লাগা থেকে রক্ষা করে।
  4. চুল শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।
  5. চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর করে তোলে।
  6. চুলকে সূর্যের রশি এবং তার থেকে রক্ষা করে।

চুলের সিরাম ব্যবহারের নিয়ম:

চুলে সিরাম ব্যবহার করলে অনেক উপকারিতা পাওয়া যায়। তবে ছিলাম ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। প্রথমে ভালোভাবে চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর হাতের তালুতে অল্প পরিমাণ সিরাম নিতে হবে।। আস্তে আস্তে ভেজা চুলে সিরাম লাগাতে হবে। 

সিরাম চুলের গোড়ায় লাগানোর দরকার নেই। সিরাম আলতো ভাবে লাগাতে হবে। যদি চুলের মাথা ফাটা থাকে তাহলে ঘষাঘষি করা যাবে না। এতে করে চুলের ক্ষতি হওয়া সম্ভাবনা থাকে

সিরাম ভালোভাবে লাগানোর পর অপেক্ষা করতে হবে। চুল শুকিয়ে গেলে আর ধোয়ার প্রয়োজন নেই। এইভাবে চুলের সিরাম ব্যবহার করতে হবে।

শ্যাম্পুর পর হেয়ার সিরাম ব্যবহার করা যাবে কি?

চুলকে ক্ষতিকর পদার্থের হাত থেকে রক্ষার জন্য সিরাম ব্যবহার করা হয়। সেরা ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এবং চুল অনেক মজবুত হয়। সিরাম ব্যবহার করার কিছু নিয়োম রয়েছে। অনেকে জানতে চাই শ্যাম্পুর পর হেয়ার সিরাম ব্যবহার করা যাবে কি? 

শ্যাম্পু করার পরেই সিরাম ব্যবহার করতে হয়। কারণ চুলে ময়লা থাকলে সিমার ভালোভাবে চুলে লাগে না। এবং চুলে ময়লা থাকলে সিরাম এর কাজ ভালো হয়না। এই করাণে শ্যাম্পু করার পরেই সিরাম ব্যবহার করতে হয়। এতে করে ভালো ফল পাওয়া যায়।

চুলে সিরাম লাগানো কি ভালো? । চুলের সিরাম ব্যবহারের নিয়ম

আমরা সাধারণতো চুলে শ্যাম্পু ব্যবহার করে থাকি। শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করি। আমার অনেই জানিনা সিরাম কি? সিরাম কেন ব্যবহার করা। সিরাম অনেক ভালো জিনসি। চুলে সিরাম লাগানো অনেক ভালো। 

আগেই সিরাম সর্ম্পকে আলোচনা করা হয়েছে। সিরাম ব্যবহার করলে চুল অনেক শক্তিশালী হয়।নিয়মিত সিরাম ব্যবহার করলে চুলের উজ্জলতা বৃদ্ধি পায়। এবং চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। চুল মসৃণ করে। এই থেকে বুঝা যায় চুলে সিরাম ব্যবহার করা ভালো।

হেয়ার সিরাম কি প্রতিদিন ব্যবহার করা যায়?

সকল কিছু ব্যবহারে নির্দিষ্ট পরিমান রয়েছে। মাত্র অতিরুক্ত কোন কিছু ব্যবহার করা যাবে না। চুলে সিরাম ব্যবহার করা অনেক ভালো। তবে হেয়ার সিরাম প্রতিদিন ব্যবহার করা যাবেনা। কারণ প্রতিদিন চুলে সিরাম ব্যবহার করলে চুল ড্যামেজ হতে পারে। 

কারণ সিরাম ব্যবহার করলে চুল অনেক মসৃণ হয়। প্রতিদিন সিরাম ব্যবহার করলে চুল পড়ে যায়ার সম্ভবনা থাকে। কারণ আমরা অতিরুক্ত খাবার খেলে পেটের সমস্যা হয় ঠিক একই ভাবে চুলে সিরাম প্রতিদিন ব্যবহার করলে সমস্যা হবে। তাই সিরাম ব্যবহার করতে হবে সপ্তাহে এক থেকে দুই বার।

সিরাম ব্যবহারের অপকারিতা । চুলের সিরাম ব্যবহারের নিয়ম

সিরাম ব্যবহার করা হয় চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য। সিরাম চলে এবং ত্বকে ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর সাধারণত কোন অপকারিতা থাকে না। তবে সঠিকভাবে ব্যবহার না করলে অপকারিতা হয়ে থাকে। 

অতিরিক্ত ব্যবহার করার ফলে সিরাম এর অপকারিতা হয়। প্রতিদিন ব্যবহার করার ফলে চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ব্যবহার করলে মাথায় চর্মরোগ দেখা দিতে পারে। 

অনেকে ফেস সিরাম ব্যবহার করে। অতিরিক্ত ব্যবহার করার ফলে ত্বক ঝলসে যেতে পারে। এ কারণে কোন কিছুই অতিরিক্ত করা ভালো না। নির্দিষ্ট পরিমাণ মতো নির্দিষ্ট সময়ে সিরাম ব্যবহার করতে হবে।

সিরাম কখন ব্যবহার করতে হয়:

আমরা সাধারণত দুই ধরনের সিরাম ব্যবহার করে থাকে। একটি হল ফেস সিরাম এর একটি হল হেয়ার সিরাম। ফেস সিরাম দিনে অথবা রাতে যেকোন সময় ব্যবহার করা যায়। তবে ব্যবহারের আগে ভালো ভাবে ত্বক পরিষ্কার করে নিতে হবে। 

আর চুলে সিরাম ব্যবহার করতে হয় দিনের সময়। কারণ চুল পরিষ্কার করে ভিজা চুলে সিরাম ব্যবহার করতে হয়। এই জন্য দিনে ব্যবহার করতে হয়।

লিভন হেয়ার সিরাম ব্যবহারের নিয়ম:

লিভন হেয়ার সিরাম চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নিয়মিত লিভন হেয়ার সিরাম ব্যবহার করলে ভুল মসৃণ এবং বিভিন্ন ধরনের ঝুঁকি থেকে চুলকে রক্ষা করে। প্রতিটি সিরাম এর মতই লিভন হেয়ার সিরাম ব্যবহার করতে হয়। 

প্রথমে চুল শ্যাম্পু করে নিতে হবে। তারপর আলতো করে চুলে লাগাতে হবে। এছাড়াও শুকনো চুলে লিভন হেয়ার সিরাম ব্যবহার করা যায়। তবে কয়েক ফোটার বেশি ব্যবহার করা যাবে না। 

কয়েক ফোঁটা লিভন হেয়ার সিরাম তুলে দেওয়ার পর ভালোভাবে চুল আঁচড়াতে হবে। এইভাবে ব্যবহার করলে চুল ভাঙ্গা থেকে রক্ষা পাওয়া যায়।

চুল সোজা করার সিরাম:

সকল ধরনের সিরাম ব্যবহার করলেই চুল সোজা হয়। কারণ সিরাম ব্যবহার করলে চুল মসৃণ হয়। যার কারণে চুল যদি কোঁকড়ানো থাকে তাহলে সোজা হয়ে যায়। এছাড়াও সঠিকভাবে ব্যবহার করলে চুল সোজা হয়। 

চোল সোজা করার জন্য সিরাম ব্যবহার করতে হবে চুল পরিষ্কার করে ভিজা অবস্থায়। তাহলে চুল সোজা হয়ে থাকে। এভাবে ব্যবহার যে কোন সিরাম দিয়েই চলছে করা সম্ভব।

বেস্ট হেয়ার সিরাম এর নাম । চুলের সিরাম ব্যবহারের নিয়ম

বর্তমান সময়ে অনেক ধরনের হেয়ার সিরাম পাওয়া যায়। তবে সবগুলো ভালো মানেন না। নিম্নে বেস্ট হেয়ার সিরাম এর নাম উল্লেখ করা হলো:

  1. লিভন হেয়ার সিরাম
  2. হেয়ার ম্যানেজিং সিরাম
  3. নারিশিং হেয়ার সিরাম
  4. হিট প্রটেক্টটিং সিরাম
  5. হেয়ার রিপেয়ারিং সিরাম 
  6. Livon Serum
  7. Streax Hair Serum
  8. StBotanica Moroccan Argan Hair Serum
  9.  WOW 10-in-1 Miracle Hair Revitalizer Mist Spray
  10. Matrix Biolage 6 In 1 Smooth Proof Deep Smoothing Serum
  11. Pantene Oil Replacement

লিভন হেয়ার সিরাম এর দাম:

তোমার সময় চুলের অনেক। অনেক ভালো সিরাম রয়েছে। তবে এদের মধ্যে অন্যতম লিভন হেয়ার সিরাম। অনেকেই দাম জানতে চাই। লিভন হেয়ার সিরাম এর দাম  পরিমাণের ওপর নির্ধারণ হয়। ১০০ গ্রাম লিভন হেয়ার সিরাম এর দাম ৪০০ টাকা। তবে এর দাম সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে।

হেয়ার সিরাম দাম:

হেয়ার সিরাম দাম সঠিকভাবে বলা যায় না। কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে হেয়ার সিরাম বিক্রয় করে থাকে। তবে ভালো মানের হেয়ার সিরাম এর দাম ৫০০ টাকা থেকে ১০০০ হাজার টাকার মত। 

কিছু কিছু রয়েছে ১ হাজার টাকা থেকে ১৫০০ টাকার মত। তবে দাম বেশি হলে যে প্রোডাক্ট ভালো হবে সেটা ঠিক না। কিছু কিছু প্রোডাক্ট রয়েছে দাম কম কিন্তু কার্যক্ষমতা অনেক ভালো।

ঘরোয়া হেয়ার সিরাম:

চুলের জন্য অনেক উপকারী সিরাম। তবে এই সিরাম ঘরে বসে তৈরি করা সম্ভব। বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে ঘরোয়া ভাবে হিয়ার সিরাম তৈরি করা যায়। ঘরোয়া হেয়ার সিরাম তৈরি করতে কি কি লাগে? নিম্নে তুলে ধরা হলো:

  1. এলোভেরা জেল
  2. নারিকেল তেল
  3. অলিভ অয়েল
  4. পিয়াস
  5. ভিটামিন ই ক্যাপসুল

সাধারণত এসব ব্যবহার করে বাড়িতে ঘরোয়া ভাবে হেয়ার সিরাম তৈরি করতে পারবেন। তবে সঠিক

পরিমাণ সবকিছু দিতে হবে। তা না হলে ভালো মানের সিরাম হবে না

এলোভেরার হেয়ার সিরাম । চুলের সিরাম ব্যবহারের নিয়ম

এলোভেরার অনেক গুন রয়েছে। এলোভেরা দিয়ে ঘরে বসে এলোভেরার হেয়ার সিরাম তৈরি করা যায়। পথমে একটি এলোভেরা নিতে হবে। তার পরে এলোভেরার পাতা থেকে এলোভেরা বের করাতে হবে। এর পরে একটি পেঁয়াজ নিতে হবে। 

তার পরে এলোভেরা এবং পিঁয়াজ মিক্সিতে ভালো ভাবে পেস্ট করে নিতে হবে। এর পরে এর সাথে এক চামচ কাস্টর অয়েল ব্যবহার করতে হবে। অপনে চাইলে ২ টি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। 

এর পরে সব গুলো ভালো ভাবে মিশাতে হবে। এই ভবেই এলোভেরার হেয়ার সিরাম তৈরি করতে হয়।

শেষ কথা: চুলের সিরাম ব্যবহারের নিয়ম

চুলের জন্য সিরাম অনেক উপকারে। সিরাম ব্যবহার করার ফলে চুল সকল ধরনের সমস্যা থেকে রক্ষা পায়। এবং চুল মসৃণ এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। এই কারণে সকলের উচিত নিয়মিতভাবে চুলে সিরাম ব্যবহার করা। 

তবে অতিরিক্ত সিরাম ব্যবহার করা যাবে না। এতে করে ক্ষতির সম্ভাবনা থাকে। সঠিক পরিমাণ সঠিকভাবে সিরাম ব্যবহার করলে চুল অনেক সুন্দর এবং মজবুত হয়। তবে চুলে সিরাম ব্যবহার নিয়ম জানতে হবে। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শেয়ার করুন

Similar Posts