মেয়েদের রূপচর্চা

মেয়েদের রূপচর্চা করার সঠিক নিয়ম

মেয়েদের রূপচর্চা করার সঠিক নিয়ম

মেয়েদের রূপচর্চা
চিত্র: মেয়েদের রূপচর্চা।

মেয়েদের শরীরের যত্ন নেওয়ার প্রথম এবং প্রধান উপায় হল রূপচর্চা। রূপচর্চা ছাড়া মেয়েরা কখনও সুন্দর ও সাবলীল হইতে পারে না। মেয়েদের ত্বক অনেক নরম, তাই তাদের ত্বকের জন্য রূপচর্চার বিকল্প নাই। রূপচর্চা অনেকভাবেই করা সম্ভব, তবে মেয়েদের রূপচর্চার সবচেয়ে সহজ এবং উত্তম উপায় হল ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা। নিম্নে মেয়েদের ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চার কয়েকটি উপায় আলোচনা করা হল।

মেয়েদের রূপচর্চার ঘরোয়া পদ্ধতি:
  • গরম পানি
অনেকেই মনে করেন ত্বক পরিষ্কার করতে গরম পানি উত্তম। কিন্তু এখানেই সব থেকে বড় ভুলটি করেন সবাই। গরম পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করলে মুখের সব আর্দ্রতা উবে গিয়ে ত্বক প্রচণ্ড রুক্ষ হয়ে যাবে। তাই স্টিম ফেসিয়াল করতেই পারেন। কিন্তু কখনোই সরাসরি মুখে গরম পানি ব্যবহার করবেন না। সবসময় মুখ ধোয়ার পানিতে ঠাণ্ডা পানি মিশিয়ে ব্যবহার করবেন।
  • সানস্ক্রিনের ব্যবহার
    সাধারণত গ্রীষ্মকালে প্রখর রোদ থেকে বাঁচতে সবাই সানস্ক্রিন ব্যবহার করে। অনেকেই মনে করেন যে, শীতের সময় সানস্ক্রিনের দরকার পড়ে না, এই মৌসুমে সূর্যের রশ্মি ত্বকের ক্ষতি করে না। কিন্তু এটা একদমই ঠিক নয়। ত্বকের যত্নের জন্য সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই উচিত! কারণ শীতের সকালে বা দুপুরে অনেকেই রোদে বসতে পছন্দ করে, তাই ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
  • লেবুর রস
রূপচর্চার বিভিন্ন উপাদানের সঙ্গেই এই লেবুর রস মিশিয়ে ব্যবহার করা হয়। তাই বলে কখনোই মুখে সরাসরি লেবুর রস ব্যবহার করতে যাবেন না । লেবুর রস প্রচণ্ড অ্যাসিডধর্মী এবং এটি আপনার ত্বককে পুড়িয়ে দিতে পারে। লেবুর রস লাগানোর পরে মুখ জ্বালা করা বা ফোসকা পরার উদাহরণ রয়েছে অনেক।
  • ওয়্যাক্স
আমরা সবাই জানি যে, শরীরের অন্য যে কোনো অংশের তুলনায় আমাদের মুখ অনেক বেশি কোমল আর স্পর্শকাতর। তাই হাত-পায়ের লোম তুলতে অনেকেই ওয়্যাক্স ব্যবহার করুন, কিন্তু তা কখনোই মুখে ছোঁয়াবেন না। মুখের লোম তুলতে ওয়্যাক্স ব্যবহার করলে আপনার ত্বক পুড়ে যেতে পারে এমনকি মুখ লালও হয়ে যেতে পারে। মুখের লোম তুলতে অনেক বেশি নিরাপদ হল থ্রেডিং। এটি ব্যবহারে বিপদের আশংকা তুলনামূলক অনেক কম।
  • এলোভেরা

 ত্বকের যত্নে এলোভেরা জেল বিশেষভাবে উপকারী। জেল রূপচর্চার প্রধান উপাদান হিসেবে এটি ব্যবহৃত হয়।  এলোভেরা গাছের পাতার জেল মুখের কালো দাগ দূর করতে সহায়তা করে। আবার ত্বককে পরিষ্কার করতেও সাহায্য করে থাকে। এলোভেরা দিয়ে ফেস প্যাক ও বানানো যায়। এটি মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।  ঘরোয়া উপায়ে এলোভেরা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া সম্ভব।

  • টমেটো

টমেটো হল একটি লাইকোপেন সমৃদ্ধ ফল। টমেটোর লাইকোপেন মুখের মৃত কোষগুলোকে সরিয়ে ফেলে এবং মুখের লোমকূপগুলো পরিষ্কার রাখে। লাইকোপেন ত্বকের দাগ দূর করে এবং ত্বককে উজ্জল ও ফর্সা করতে সহায়তা করে। টমেটো ও লেবুর রস একসাথে মিশিয়ে নিন এবং মিশ্রনটি ২০-২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। একটা কথা স্বরন রাখতে হবে, মিশ্রনের পরিমান যেন ২ চামুচের মধ্যে হয়। তারপর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন।

আরও দেখুনঃ ছেলেদের রূপচর্চা ও ত্বকের যত্ন

মেয়েদের রূপচর্চা একটি খুবই সাধারন বিষয়। রূপচর্চা শুধু সৌন্দর্যই প্রকাশ করে না, এটি আভিজাত্য প্রকাশের ও একটি মাধ্যম।রূপচর্চায় নিত্য নতুন প্রসাধনীর ব্যবহার বেড়েই চলেছে। নামী-দামী সব ব্র্যান্ডের প্রসাধনী সবাইকেই আকর্ষণ করে। যা অনেক ব্যয়বহুলও। তবে এসব প্রসাধনী ছাড়াও ঘরোয়া উপায়ে অনেকেই রূপচর্চা করেন।

শেয়ার করুন

Similar Posts

  • বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো

    বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো সেটা যদি জানা না থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য। বর্তমান সময়ে  বাচ্চার জন্মের পর থেকে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে। কিন্তু এইসব প্রসাধনী বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি করা  হয়। কিছু কিছু প্রসাধনী রয়েছে যেসব শুধু বাচ্চাদের জন্য তৈরি।  বাচ্চাদের ক্রিম বলতে সাধারণত লোশন  বোঝানো হয়। লোশন সাধারণত…

    শেয়ার করুন
  • বেবি লোশন কোনটা ভালো: একটি সম্পূর্ণ গাইড

    বেবি লোশন কোনটা ভালো: বাচ্চার ত্বক খুবই সংবেদনশীল এবং বিশেষ যত্নের প্রয়োজন। সঠিক বেবি লোশন বেছে নেওয়া নতুন মায়েদের জন্য কঠিন হতে পারে। শিশুর ত্বকের আর্দ্রতা ধরে রাখা, শুষ্কতা রোধ করা, এবং সংবেদনশীল ত্বককে সুরক্ষিত রাখতে সঠিক বেবি লোশন বেছে নেওয়া জরুরি। এই ব্লগে আমরা বিভিন্ন বেবি লোশনের বৈশিষ্ট্য, বেছে নেওয়ার সঠিক পদ্ধতি, এবং জনপ্রিয়…

    শেয়ার করুন
  • আতর কত প্রকার আতরের নামের তালিকা

    আতরের নামের তালিকা => মুসলমানদের জন্য হালাল সুগন্ধি হলো আতর। অত্যন্ত প্রয়োজনীয় প্রসাধনী এই আতর প্রায় প্রতিটি মুসলমানই ব্যবহার করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে এই প্রসাধানিটি চাহিদা অত্যন্ত বেশি। কিন্তু কথা হল আপনি কি জানেন আতর কত প্রকার? বাংলাদেশের সেরা আতর কোনটি? এ সকল বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আজকের লেখাটি আপনার…

    শেয়ার করুন
  • ছেলেদের রূপচর্চা ও ত্বকের যত্ন

    ছেলেদের রূপচর্চা ও ত্বকের যত্ন ছেলেদের রূপচর্চা ও ত্বকের যত্ন: অনেকে মনে করেন রূপচর্চা শুধু নারীদের। যা একদমই ভুল। নারী পুরুষ নির্বিশেষে ত্বকের যত্ন প্রয়োজন। মেয়েদের রূপচর্চার চেয়ে ছেলেদের রূপচর্চার গুরুত্ব কোন অংশে কম নয়। সুন্দর ও সাবলীল জিনিস কার না পছন্দ! সুন্দর সবার প্রিয়, সকলের শ্রদ্ধার পাত্র। মহান আল্লাহ পাক নিজে সুন্দর তাই তিনি…

    শেয়ার করুন
  • কিভাবে স্মার্ট হওয়া যায় বা হ্যান্ডসাম হওয়ার উপায়

    বর্তমান সময়ে সকলে চাই নিজেকে স্মার্ট বা হ্যান্ডসাম দেখাতে। আবার অনেকেই আছে নিজের স্মার্টনেস সম্পর্কে কোন ধারণাই নেই। তারা মনে করে আমি যেমন আছি তেমনি ভালোবাসি। কিন্তু এটা বর্তমান সময়ে বেমানান। আমাদের সকলকে সমাজে বসবাস করতে হয়। তাই সমাজের সকলের সাথে খাপ খাইয়ে নিজেকে চালাতে হবে। তাই সকলেরই কিভাবে স্মার্ট হওয়া যায় বা হ্যান্ডসাম হওয়ার উপায় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। বর্তমান…

    শেয়ার করুন
  • ব্রণ কেন হয়, চিরতরে ব্রণ থেকে মুক্তির উপায়

    ব্রণ শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। কোন সাধারণত মুখমন্ডলে হয়ে থাকে। অনেকের গলায় ও পিঠে হয়ে থাকে। ব্রণ কেন হয়, চিরতরে ব্রণ থেকে মুক্তির উপায়। ব্রণ হওয়া একটি সাধারন বিষয়। নানা কারণে ব্রণ হয়ে থাকে। বিশেষ করে গরম লাগলে, রাত জাগলে এবং রোদে ঘুরাঘুরি করলে ব্রণ হয়ে থাকে। অনেক সময় বয়সের কারণে ও ব্রণ হয়ে থাকে। বেশিরভাগ ব্রণ…

    শেয়ার করুন