আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সকল ধরনের ভিটামিন প্রয়োজন। বিভিন্ন ফলে বিভিন্ন প্রকার ভিটামিন বিদ্যমান। সুতরাং দেশী-বিদেশী সকল প্রকার ফল খাওয়া মানুষের শরীরের জন্য অনেক উপকারী।
সকল ধরনের ফলমূল মানুষের শরীরের জন্য সুফল বয়ে আনে। ফলমূলের ভিটামিন মানুষের শরীরকে সুঠাম করতে সহায়তা করে। ফলমূল সাধারনত টাটকা খাওয়া ভাল। টাটকা ফলমূল মানুষের শরীরের জন্য আরও বেশি উপকারী।
নিম্নে চিত্রের মাধ্যমে বিভিন্ন প্রকার ফলমূলের উপকারীতা সম্পর্কে আলোচনা করা হল:
কাঁঠাল: কাঁঠাল হল আমাদের জাতীয় ফল। কাঁঠাল জাতীয় ফল হওয়ার পিছনে অনেক কারন রয়েছে। কাঁঠাল জাতীয় ফল হওয়ার প্রথম এবং প্রধান কারন হল, কাঁঠালের মধ্যে ফলের সকল প্রকার পুষ্টিগুন বিদ্যমান। কাঁঠাল হল রসালো ফল।
কাঠালে ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন সোডিয়াম ও জিঙ্কসহ বিভিন্ন ভিটামিন বিদ্যমান। কাঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। চিত্রে কাঁঠালের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: কাঁঠাল।
তরমুজ: তরমুজ হল একটি পানিবহুল ফল। তরমুজ মানব দেহের অনেক উপকার সাধন করে থাকে। তরমুজে রয়েছে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন ও ম্যাংগানিজ যা মানুষের শরীরের ত্বককে মসৃন করে। তরমুজ ব্রনের সমস্যা দূর করতেও সহায়তা করে। এছাড়াও তরমুজে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, যা মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
তরমুজ হল গ্রীষ্মকালীন ফল। চৈত্রের প্রখর তাপে তৃষ্ঞা মেটাতে তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরমুজে রয়েছে প্রচুর পরিমানে অ্যামাইনো এসিড ও অ্যান্টিঅক্সিজেন যা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। চিত্রে তরমুজের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: তরমুজের উপকারীতা।
পেয়ারা: পেয়ারা মানুষের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, যা শরীরের ব্যাক্টেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরকে নিরাপদ রাখে। পেয়রাতে আরও রয়েছে ভিটামিন-এ, যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিসহ চোখকে রাতকানা রোগ থেকে বাঁচায়।
এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও লাইকোপেন যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারী। পেয়ারা ফ্রীজের ঠান্ড স্থানে রেখে সংরক্ষন করা যায়। চিত্রে পেয়ারার আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: পেয়ারার উপকারীতা
পেঁপে: পেঁপে হল একটি সু-পরিচিত ফল। যা আমরা সবজি এবং ফল দুই হিসেবে ব্যবহার করে থাকি। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট,যা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। পেঁপে সাধারনত কাঁচা-পাঁকা দু অবস্থাতেই খাওয়া হয়। পেঁপে বেশিদিন সংরক্ষন করা সম্ভব হয় না। চিত্রে পেঁপের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: পেঁপের উপকারীতা
নারিকেল: নারিকেল হল একটি সু-পরিচিত ফল। নারিকেল শরীরের ওজন কমাতে সাহায্য করে। নারিকেল খুব অল্প সময়ের মধ্যে শরীরে শক্তি যোগাতে সহায়তা করে। নারিকেল খেলে সাধারনত ক্ষুধা কম লাগে ফলে শরীরের ওজন কমে। দাঁত ও হাড়ের গঠনে নারিকেল বিরাট ভূমিকা পালন করে থাকে। ঠান্ডা ও শুষ্ক স্থানে নারিকেল দীর্ঘদিন যাবত সংরক্ষন করা যায়। চিত্রে নারিকেলের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: নারিকেল।
কলা: কলা হল আমাদের সবার সু-পরিচিত একটি ফল। কলা খেলে শরীরের শক্তি বাড়ে। অন্যান্য ফলের চেয়ে কলায় শর্করার পরিমান অনেক বেশি। কলায় শর্করা ছাড়াও আরও অনেক ভিটামিন রয়েছে। কলায় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,ভিটামিন বি ও সি। যা শরীরের জন্য খুবই দরকারী।কলায় পর্যাপ্ত পরিমানে ফাইবার থাকায় এটি হজমে সাহায্য করে। চিত্রে কলার আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: কলার উপকারীতা।
লেবু: লেবু হল আমাদের একটি সু-পরিচিত ফল। লেবুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-সি। লেবু খেলে মানুষের মুখের রুচি বাড়ে। লেবু এবং মধু একসঙ্গে হালকা গরম করে পানি দিয়ে খেলে মেটাবলিজম সক্রিয় হয়। ফলে মানুষের শরীরের ওজন কমে। লেবু ফলটি আকারে ছোট হলেও এর উপকারীতা প্রচুর। এটি পুষ্টিগুনে ভরপুর একটি ফল।
লেবুর অনেক উপকারীতা রয়েছে যা বলে শেষ করা অসম্ভব। খবারের সাথে লেবু খেলে মানুষের বিপাক সুন্দর ভাবে সম্পন্ন হয়। লেবুতে রয়েছে ভিটামিন -সি, যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। সাধারন ঠান্ডা-কাশি জ্বর লেবু খেলে উপষম হয়।
চিত্র: লেবুর উপকারীতা।
জাম: জাম আমাদের সবার পরিচিত একটি ফল। জাম সবার জনপ্রিয় একটি ফল। জামে রয়েছে প্রচুর পরিমানে পটাসিয়াম, ক্যালসিয়াম, লৌহ এবং ভিটামিন -সি। হাড় ক্ষয় হয়ে যাওয়া এবং বয়ষ্ক মানুষের জন্য জাম খুবই উপকারী। জামে রয়েছে ভিটামিন -সি এবং আরও অনেক পুষ্টিগুন। জামের উপকারীতা বলে শেষ করা অসম্ভব। জামের বহুবিধ উপকারীতা রয়েছে। চিত্রে জামের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্রে: জামের উপকারীতা।
কামরাঙ্গা: কামরাঙ্গা হল ভিটামিন-সি এর খনি। কামরাঙ্গার পাতা ও কচি ফলে আছে ট্যানিন, যা রক্ত জমাট বাধাতে সহায়তা করে। কামরাঙ্গার ভর্তা খেলে ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি মেলে। দীর্ঘদিনের জমাট সর্দি বের করে দিয়ে কাশি উপশম করে।
চিত্র: কামরাঙ্গার উপকারীতা
ডালিম:ডালিম হল অনেক উপকারী একটি ফল। ডালিম পুষ্টিতে ভরপুর একটি ফল। যা শরীরের অনেক উপকার করে থাকে। ডালিম খেলে শক্তি বাড়ে। ডালিম স্বাস্থ্য সুরক্ষায় বিশাল ভুমিকা পালন করে থাকে। চিত্রে ডালিমের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: ডালিমের উপকারীতা।
আপেল: আপেলের আমাদের সবার পরিচিত একটি ফল। আপেলের উপকারীতা সম্পর্কে আমরা সবাই জানি। আপেল রোগী থেকে শুরু করে সুস্থ মানুষ সবার একটি প্রিয় ফল। আপেল পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আপেল দীর্ঘদিন যাবত সংরক্ষন করা যায়। চিত্রে আপেলের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: আপেলের উপকারীতা।
আঙ্গুর: আঙ্গুর ফলের চমৎকার উপকারীতা আছে। আঙ্গুর ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আঙ্গুরে ভিটামিন-সি ও পর্যাপ্ত পরিমানে রয়েছে। আঙ্গুর ঠান্ড এবং শুষ্ক স্থানে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষন করা যায়। চিত্রে আঙ্গুর ফলের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: আঙ্গুর ফলের উপকারীতা।
আনারস: আনারস হল একটি সু-পরিচিত ফল। আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে আনারসের জুড়ি নেই। সাধারনত জ্বরে আনারস অনেক উপকারী। আনারসে ভিটামিন-এ, ভিটামিন-সি, ক্যালসিয়াম ও ফসফরাস বিদ্যমান। আনারস কৃত্রিম উপায়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষন করা যায়। চিত্রে আনারসের আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: আনারসের উপকারীতা।
আমড়া: আমড়া অনেক মুখরোচক একটি ফল। আমড়া খেলে মুখের রুচি বাড়ে। আমড়াতে বিদ্যমান পেকটিন জাতীয় ফাইবার বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায়। ভিটামিন সি ও ক্যালসিয়াম দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং শরীরের পেশী গঠনে সহায়তা করে।
চিত্র: আমড়ার উপকারীতা।
আমলকি: আমলকী চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকী গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারেন। এ্যাসিডেটের সমস্যা কম রাখতে সাহায্য করবে। ব্রঙ্কাইটিস ও এ্যাজমার জন্য আমলকীর জুস উপকারী। চিত্রে আমলকির আংশিক উপকারীতা দেওয়া হল।
চিত্র: আমলকির উপকারীতা।
আম:আমের উপকারিতা গুলোর মধ্যে একটি হচ্ছে আমের পুষ্টি উপাদান। আমে আছে প্রচুর পরিমাণে এনজাইম এটা আমাদের শরীরের প্রোটিন অণুগুলো ভেঙ্গে ফেলতে সাহায্য করে যা হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ওজন কমাতে চাইলে কাঁচা আম খেতে পারেন।
হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।শরীর ফিট রাখে, দেহের শক্তি বাড়ায় এবং শরীরের ক্ষয়রোধ করে।উচ্চ পরিমাণ প্রোটিন এর উপস্থিতি যা জীবাণু থেকে দেহকে সুরক্ষা দেয়।পুরুষের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে।আম পুরুষের শুক্রাণুর গুণগত মানকে ভালো রাখে।
লিভারের সমস্যায় কাঁচা আম বেশ উপকারী।সন্তান সম্ভবা নারীর আয়রনের ঘাটতি পূরণে আম বেশি উপকারী।কাঁচা আম কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খেতে পারেন।
চিত্র: আমের উপকারীতা।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, ফলমূল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। নিয়মিত ফলমূল খেলে শরীর অনেক ভাল থাকে। সু-স্বাস্থ্য গঠনে ফলমূল গ্রহনের বিকল্প নাই। ফলমূল আমাদের শরীরকে সুঠাম করতে সাহায্য করে থাকে।
আরো জানুন,
বিভিন্ন প্রকার শাক-সবজির উপকারীতা ও সংরক্ষনের উপায়।
কৃমি মানব দেহের জন্য অনেক ক্ষতি করে। তাই কৃমির আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের নিয়মিত কিছু পদ্ধতি অবলম্বন করে চলতে হবে। কৃমির ঔষধ কোনটা ভালো আজকে আমরা সেই বিষয়ে সম্পর্কে জেনে নেব এই পোষ্টের মাধ্যমে। আপনারা যারা কৃমির মাধ্যমে আক্রান্ত রয়েছেন তারা কিভাবে কোন ঔষধটি খাবেন কৃমি থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের…
একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক খাদ্যের পরিমাণ বয়সের তারতম্যের উপর ভিত্তি করে মানুষের খাবারের ধরণও পরিবর্তিত হয়। কারণ শৈশব এবং কৈশোরে যে পরিমাণ খাদ্যে শরীর সুন্দরভাবে চলে, সেই পরিমাণ খাদ্যে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের গঠন সুঠাম থাকবে না। একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের যে পরিমাণ খাদ্য প্রয়োজন তা নিম্নে বর্ণিত হল: একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক খাদ্যের…
একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক খাদ্যের পরিমাণ একজন পুর্ণ বয়স্ক ব্যক্তির কতটুকু ক্যালরি গ্রহণ করা উচিত তা তার শারীরিক পরিশ্রমের উপর নির্ভর করে। আর প্রোটিনের চাহিদা নির্ভর করে ব্যক্তির ওজনের উপর। একজন প্রাপ্ত বয়স্ক মহিলার যে পরিমাণ খাদ্য প্রয়োজন তা নিম্নে বর্ণিত হল: একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক খাদ্যের পরিমাণ: হালকা শ্রমে: …
ভাল স্বাস্থ্যের লক্ষণ নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম, নিয়মিত বিশ্রাম ও ঘুমে স্বাস্থ্য ভাল থাকে। খাদ্য ভালভাবে হজম হলে, শারীরিক ও মানসিক অবস্থা ভাল থাকলে এবং দেহে রােগ প্রতিরােধ করার ক্ষমতা থাকলেও স্বাস্থ্য ভাল বলা হয়। কয়েকটি বাহ্যিক লক্ষণ দেখে স্বাস্থ্য ভাল কিনা তা বলা যায়। নিম্নে ভাল স্বাস্থ্যের লক্ষণগুলো দেওয়া হল: ভাল স্বাস্থ্যের…
মসুর ডালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের সকলের জানা দরকার। কেননা আমাদের সারাদিনের খাবার তালিকায় মসুর ডাল থাকেই। এই কারণে আমাদের জানা দরকার ডালের উপকারিতা ও অপকারিতা। মসুর ডাল একটি পুষ্টিকর খাবার। মসুর ডালে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা মাংসের চাহিদা পূরণ করে। মসুর ডালের অনেক ধরনের খাদ্যের উপাদান থাকে। মসুর ডাল শরীরের কলেজ কলেস্টেরলের…
thanks
welcome.