ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো
ব্রণ শব্দের সাথে সাথে আমরা সকলেই পরিচিত। কারণ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ব্রণ বের হওয়া একটি স্বাভাবিক বিষয়। ত্বক থেকে এক ধরনের তরল পদার্থ বের হয়। এই তরল পদার্থে ময়লা পড়ে গ্রন্থি নালির মুখ বন্ধ হয়ে যায়। যার ফলে তরল পদার্থটি জমে ফুলে ওঠে যা ব্রণ নামে পরিচিত।
ব্রণ ভালো করার জন্য বাজারে অনেক ধরনের ফেসওয়াশ পাওয়া যায়। তবে, ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো সেটা জানা অত্যন্ত জরুরী। কারণ বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের ভেজাল ফেসওয়াস পাওয়া যাচ্ছে। নিম্নে, ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ব্রণ কি?
ব্রণ ত্বকের এক ধরনের রোগ। ব্রণ ত্বকের উপর লাল লাল হয়ে থাকে। ব্রণ এর ইংরেজি Acne vulgaris বা Acne (অ্যাকনি ভালগারিস)। ব্রণ দীর্ঘমেয়াদী একটি সমস্যা। ব্রণ বের হলে অনেক ব্যাথা হয়। এবং ভিতরে সাদা বিচি তৈরি হয়। শরীরের রক্তের সমস্যা থাকলে ব্রণ বের হয়।
ব্রণ কেন হয়?
আমাদের ত্বকে সেবাসিয়াস নামক গ্রন্থি থাকে সেখান থেকে সেবাম নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয়। ধুলাবালি পড়ার কারণে সেবাসিয়াস গ্রন্থটি মুখ বন্ধ হয়ে যায়। যার কারণে সেবাম পদার্থ বের হতে পারে না। যা পরবর্তীতে ব্রণ হয়ে বের হয়।
আরও পড়ুনঃ ফর্সা হওয়ার সাবানের নাম
এছাড়াও রক্তে দূষিত পদার্থ থাকলে ব্রণ বের হয়। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি বের হয়। এর কারণ হচ্ছে তৈলাক্ত ত্বকে অতিরিক্ত ময়লা থাকে। এবং ঠিকমতো দূষিত পদার্থ ত্বক থেকে বের হতে পারে না।
কত বছর বয়সে ব্রণ হয়?
কত বছর বয়সে ব্রণ হয় অনেকেই জানতে চায়। ব্রণ বয়সন্ধিকাল থেকে বের হওয়া শুরু হয়। কারো কারো ১৪ থেকে ১৫ বছর বয়স থেকে ব্রণ বের হয়। আবার কারো ১৬ বছর বয়স থেকে বের হয়।
আবার অনেকের ২০ বছর বয়স হলেও ব্রণ বের হয়। ব্রণ বের হওয়ার কোন নির্দিষ্ট সময় নেই। বয়সন্ধিকাল থেকে শুরু করে ৩০ বছর বয়স পর্যন্ত ব্রণ বের হয়।
মুখে ব্রণ হওয়ার কারণ কি?
মুখে ব্রণ হওয়ার অনেক কারণ রয়েছে। বয়সন্ধিকালে মুখে ব্রণ বের হয়। নিম্নে মুখে ব্রণ হওয়ার কারণ তুলে ধরা হলো।
- মুখে ত্বক তৈলাক্ত হলে ব্রণ বের হয়।
- বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করলে ব্রণ বের হয়।
- বংশগত কারণে মুখে ব্রণ বের হয়।
- রাত জাগলে ব্রণ বের হয়।
- কিছু ওষুধের পার্শ্ব প্রতিকের কারণে ব্রণ বের হয়।
মুখের ব্রণ দূর করার উপায়:
ব্রণ হলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যার কারণে সবাই দুশ্চিন্তাই থাকে। তবে মুখের ব্রণ দূর করার উপায় রয়েছে। তোর জন্য সঠিকভাবে চলাফেরা করতে হয়। মুখে ব্রণ দূর করার উপায় গুলো তুলে ধরা হলো:
- ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে।
- মাঝে মাঝে লেবুর রস ব্যবহার করতে হবে মুখে। এতে করে মুখের তৈলাক্ত ভাব দূর হয়।
- ব্রণ বের হলে টুথপেস্ট ব্যবহার করতে পারেন।
- ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
- মধু ও দারুচিনির পেষ্ট ব্যবহার করতে পারেন।
ফেসওয়াশ এর কাজ কি?
ফেসওয়াশ শব্দ শুনে আমরা বুঝতে পেরেছি এর কাজ কি। ফেসওয়াশ এর কাজ হল ত্বক পরিষ্কার রাখা। ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের উপর জমে থাকা ধুলাবালু পরিষ্কার করে। এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। এটাই ফেসওয়াশ এর কাজ।
ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো:
বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের ফেসওয়াশ পাওয়া যায়। তবে ব্রণ ভালো করার জন্য কিছু ফেসওয়াশ রয়েছে। যেগুলো ব্যবহার করলে ব্রণ দূর হয়ে যায়। নিম্নে, ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো তুলে ধরা হলো:
- পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ ইন অয়েল ক্লিয়ার গ্লো
- ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ
- সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ
- পন্ড’স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ
- ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ
কত বছর বয়স হলে ফেসওয়াশ ব্যবহার করা উচিত?
ফেসওয়াশ ত্বকের ময়লা পরিষ্কার করে। এবং তৈলাক্ত ভাব দূর করে। তবে ফেসওয়াশ ব্যবহার করার নির্দিষ্ট বয়স রয়েছে। অল্প বয়সে ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়। কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ফেসওয়াশ তৈরি করা হয়।
আরও পড়ুনঃ বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো
১৫ থেকে ১৬ বছর বয়স হলে ফেসওয়াশ ব্যবহার করা যাবে। এই সময় ফেসওয়াশ ব্যবহার করলে ব্রণের হাত থেকে ত্বককে সুরক্ষা রাখা যায়। তবে ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন ভাল হয়। তা না হলে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ভিটামিন সি ফেসওয়াশ কি ব্রণের জন্য ভালো:
ভিটামিন সি ত্বকের জন্য অনেক ভালো। ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ভিটামিন সি ত্বকের কালো দাগ দূর করে। ভিটামিন সি ফেসওয়াশ ব্রণ ভালো করতে সাহায্য করে। এছাড়াও ব্রণের কালো দাগ খুব সহজে দূর হয়ে যায় ভিটামিন সি ফেসওয়াশ ব্যবহার করলে।
তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো হবে?
যাদের তৈলাক্ত ত্বক তারা খুব সমস্যায় থাকে। কারণ ত্বক সবসময় তেলতেলে হয়ে থাকে। এবং ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে ব্রণ বের হয়। নিম্নে, তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো হবে? তার নাম তুলে ধরা হলো:
- দ্য বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ।
- নিউট্রোজিনা ক্লিয়ার এন্ড সুদ মূজ ক্লিনজার।
- কজারেক্স স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেনট্যাল ক্লিনজার।
- নিউট্রোজিনা অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ।
প্রতিদিন প্রাকৃতিক উপায়ে মুখ পরিষ্কার করার উপায়:
মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে মুখ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তা না হলে মুখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন প্রাকৃতিক উপায়ে মুখ পরিষ্কার করার উপায় রয়েছে। উপায় হল: বেসন পেস্ট করে এক চামচ মধুর সাথে মিশ্রিত করতে হবে। তারপরে মিশ্রণটি মুখে লাগাতে হবে।
মুখ শুকিয়ে গেলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে মুখের ময়লা দূর হয়ে যাবে। এছাড়াও লেবুর রস মুখে ব্যবহার করতে পারেন। লেবুর রহস খুব সহজে ময়লা পরিষ্কার করে। এবং মুখে থাকা জীবাণু দূর করে। তাই মুখ পরিষ্কারের সবচেয়ে ভালো উপায় হচ্ছে লেবুর রস।
ছেলেদের ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো:
ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় শক্ত হয়ে থাকে। যার জন্য ছেলেদের ফেসওয়াশ আলাদাভাবে তৈরি করা হয়। ফেসওয়াশ ব্যবহার না করলে ত্বকে ময়লা জমে থাকে। এতে করে ত্বকের অনেক সমস্যা দেখা দেয়। ছেলেদের ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো সেগুলোর নাম তুলে ধরা হলো:
- Garnier Men Acno Fight 6 in 1 Pimple Clearing Face Wash
- Pond’s Oil Control Face wash for Men
- Garnier Men Power Light Intensive Fairness Face Wash
- Himalaya Men Intense Oil Clear Lemon Face wash
- VLCC Men Active Light Face Wash
- Nivea Men Oil Control 10X Face Wash
এক নম্বর ফেসওয়াশ কোনটি?
বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের ফেসওয়াশ পাওয়া যায়। তবে সকল ফেসওয়াশ ভালো না। কিছু কিছু ফেসওয়াশ রয়েছে যেগুলো ত্বকের জন্য অনেক ভালো। এছাড়াও বিভিন্ন সমস্যা কারণে বিভিন্ন ধরনের ফেসওয়াশ ব্যবহার করা হয়।
উপরে যে সব ফেসওয়াশের নাম তুলে ধরা হয়েছে সেগুলো ভালো। এক নম্বর ফেসওয়াশ কোনটি? নির্দিষ্ট করে বলা যায় না। কারণ, কোম্পানি অনুযায়ী ফেসওয়াশের নাম ভিন্ন হয়ে থাকে।
আরও পড়ুনঃ মেয়েদের রূপচর্চা করার সঠিক নিয়ম
তবে কার্যক্ষমতা প্রায় সকলের সমান। উপরে যে সব ফেসওয়াশের নাম তুলে ধরা হয়েছে সেগুলো কোন সন্দেহ ছাড়া ব্যবহার করতে পারেন।
গরমে কোন ফেসওয়াস ভালো:
গরমের সময় ত্বকের উপর ময়লা বেশি জমে। কারন এই সময় ত্বক ঘেমে থাকে। যার কারণে বাইরে চলাফেরা করলে ধুলাবালি ত্বকের উপর পড়ে। যার ফলে মুখে ব্রণ বের হয়। তবে ফেসওয়াশ ব্যবহার করলে খুব সহজেই মুখের ময়লা দূর করা যায়।
গরমের সময় ব্যবহারের জন্য ভালো কয়েকটি ফেসওয়াশের নাম নিম্ন তুলে ধরা হলো:
- ডার্মালজিকা ডেইলি মাইক্রোফোলিয়েন্ট
- পন্ড’স পিওর হোয়াইট মিনারেল ক্লে অ্যান্টি পলিউশন পিওরিটি ফেসিয়াল ফোম
- সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ
- ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো লেমন ফ্রেশ ফেসওয়াশ
- লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ
ব্রণের জন্য কোন ক্রিম ভালো:
ব্রণ হলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সব সময় লাল লাল হয়ে থাকে দেখতে খুব খারাপ লাগে। এছাড়াও ব্রণ বের হলে ব্যথা হয়। এই সমস্যা সমাধানের জন্য ক্রিম ব্যবহার করতে পারেন। এতে করে খুব সহজে ব্রণ ভালো হয়ে যায়। ব্রণের জন্য ভালো ক্রিমের নাম নিম্ন তুলে ধরা হলো:
- রি’ইকুইল স্কীন রেডিয়েন্স ক্রীম
- গ্লোপিংক ডার্ক স্পট কারেকটর ক্রীম
- ব্লু নেক্টার ন্যাচারাল ভিটামিন সি ফেস ক্রিম
- ইজা এন্টি ব্লেমিশ ফেস ক্রিম
- বায়োটিক বায়ো উইন্টার গ্রিন স্পট ক্রীম
- বায়োএকুয়া একনি রিমুভাল ক্রীম
মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস:
মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম অনেকেই জানতে চাই। কারণ সকল মেয়েদের ফর্সা হওয়ার ইচ্ছা রয়েছে। নিম্নে, মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম তুলে ধরা হলো:
- Himalaya neem face wash
- Clean and clear foaming face wash
- Himalaya neem face wash
- Dove beauty moisture face wash
- mamaearth vitamin c face wash
- Pond’s face wash
তৈলাক্ত ত্বকের জন্য কোন ক্রিম ভালো:
মানুষের ত্বকের বিভিন্ন ধরন রয়েছে। অনেকে ত্বক তৈলাক্ত হয়ে থাকে। তৈলাক্ত ত্বকের অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে তৈলাক্ত থাকে ময়লা বেশি জমে এবং ব্রণ বের হয়। নিম্নে, তৈলাক্ত ত্বকের জন্য কোন ক্রিম ভালো এর নাম তুলে ধরা হলো:
- হিমালয়ের ডে ক্রিম
- গ্লো অ্যান্ড লাভলি মাল্টি ভিটামিন ক্রিম
- দি বডি শপ সি উইড ম্যাটিফাইং ডে ক্রিম
- লোটাস হারবাল হোয়াইট গ্লো মাইক্রো ইমালশন SPF 25
- ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কিন ব্যালেন্সিং অয়েল ফ্রি ময়েশ্চারাইজার
শেষ কথা:ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো
ব্রণ দেখতে অনেক ছোট হলো আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে। কারণ ব্রণ বের হওয়ার কারণে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কারণ ত্বকের উপর লাল লাল হয়ে থাকে এবং ত্বক ব্যথা করে। তবে সঠিকভাবে ত্বকের যত্ন নিলে ব্রণ ভালো হয়ে যায়।
ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো উপরে আলোচনা করা হয়েছে। সেসব ফেসওয়াশ ব্যবহার করলে খুব সহজে ব্রণ দূর হয়ে যাবে। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।