বাচ্চাদের স্কুল পলায়নের কতগুলো বিশেষ কারণ-জেনে নিন
স্কুল পলায়ন কি?
স্কুল পলায়ন একটি সাধারণ সমস্যামূলক আচরণ। শিশুর মৌলিক চাহিদার অতৃপ্তি থেকে এই সমস্যামূলক আচরণের উদ্ভব হয়।
প্রায়ই দেখা যায় যে বিভিন্ন শিশু বাড়ি থেকে বইখাতা নিয়ে বের হয়।কিন্তু বিদ্যালয়ে না গিয়ে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেয়, সিনেমা দেখে বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে।
আবার এমনও দেখা যায় যে, শিশু বিদ্যালয়ে গিয়ে ২/১ ঘন্টা ক্লাস করে কিছু বন্ধুদের উসকে দেয়।
এমনকি তাদের নিয়ে বেরিয়ে যায় এবং বিভিন্ন ধরনের দুঃসাহসিক অভিযান, অসামাজিক কার্যকলাপ ইত্যাদির সাথে নিজেদের সম্পৃক্ত করে।
এ ধরনের ছেলেমেয়েরা স্কুল ছুটির পর আবার নির্ধারিত সময়ে সুবােধ বালকের মতাে ঘরে ফেরে।
স্কুল পলায়নের কারণ (Causes of Truancy):
স্কুল পলায়নের কারণগুলােকে প্রধানত ৪টি ভাগে ভাগ করে আলােচনা করা যেতে পারে। যেমন:
১. বংশগত কারণ
২. পরিবেশগত কারণ
৩. সামাজিক কারণ ও
৪. মনােবৈজ্ঞানিক কারণ।
১. বংশগত কারণ:
বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে, শিশু অপরাধী হয়ে না জন্মালেও জনসময়ে তার মধ্যে এমন কিছু প্রবণতা ও বৈশিষ্ট্য থাকে যা তাকে অপরাধ সৃষ্টিতে ইন্ধন যােগায়।
আমরা আগেই উল্লেখ করেছি স্কুল পলায়ন একটি সাধারণ সমস্যামূলক অপরাধ যা পরবর্তীতে অপরাধমূলক আচরণের ভিত্তি হিসেবে কাজ করে। নিম্নলিখিত বংশগত কারণগুলি স্কুলে পলায়নের পেছনে ভূমিকা রাখতে পারে।
ক. জন্মসূত্রে প্রাপ্ত রােগ-ব্যাধি:
খ. দৈহিক কাঠামাে বা গঠন:
গ. ক্ষীণবুদ্ধিমত্তা:
২. পরিবেশগত কারণ:
- গৃহ অথবা পারিবারিক পরিবেশ জনিত কারণ ও
- বিদ্যালয় পরিবেশ জনিত কারণ।
-
গৃহ অথবা পারিবারিক পরিবেশ জনিত কারণ:
গৃহে যদি শিশু স্নেহ ভালবাসা না পায় তবে সে নিরাপত্তাহীনতায় ভােগে। এই নিরাপত্তাহীনতা তার মধ্যে হতাশা সৃষ্টি করে। পারিবারিক অভিযােজনের ব্যর্থতা থেকে তার মধ্যে বিভিন্ন সমস্যামূলক আচরণ দেখা যায় এবং এসব আচরণের মধ্যে স্কুল পলায়ন অন্যতম।
ক. পিতামাতার অবহেলা ও প্রত্যাখ্যান:
পিতামাতা শিশুর প্রতি যত্নশীল না হলে, শিশুর প্রতি খেয়াল না রাখলে, শিশুকে অবহেলা করলে শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে শিশু পিতামাতার প্রতি ক্ষুব্ধ ও রুষ্ট হয়।
শিশুর এই ক্ষোভ, অসন্তোষ ও দুঃখ বিশৃঙ্খল আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়।
খ. অতিরিক্ত আদর ও অতিরিক্ত শাসন:
অতিরিক্ত আদর ও শাসনের মধ্যে যেসব শিশু প্রতিপালিত হয় তারা একদিকে যেমন খেয়াল খুশি অনুযায়ী কাজ করতে চায়, তেমনি পরনির্ভরশীল হয়ে গড়ে ওঠে।
ফলে বাস্তব জীবনের সমস্যা মােকাবেলা করতে তারা ব্যর্থ হয়। এই অসমর্থতা, ব্যর্থতা স্কুল পলায়নের মতাে সমস্যামূলক আচরণ মধ্য দিয়ে অভিব্যক্ত হয়।
গ. বিপর্যস্ত পরিবার:
দায়িত্বহীন স্বার্থপ্রিয় মা কিংবা অসচ্চরিত্র মদ্যপ বাবা বা বিবাহ বিচ্ছেদের ফলে ভেঙ্গে যাওয়া সংসার বা সর্বদা মা-বাবার কলহে শান্তিহীন পরিবার প্রভৃতি কারণ শিশুর স্বাভাবিক স্বাস্থ্যময় গৃহ পরিবেশকে নষ্ট করে দিতে পারে ।
এ ধরনের বিপর্যস্ত গৃহে বড় হওয়া শিশুদের মধ্যে সহজেই স্কুল পলায়নতা সহ অন্যান্য বিভিন্ন ধরনের অপরাধমূলক আচরণের প্রবণতা দেখা যায়।
-
বিদ্যালয় পরিবেশজনিত কারণ: