ছাত্রের অনগ্রসর হওয়ার কারন

একজন ছাত্রের অনগ্রসর হওয়ার কারণ

একজন ছাত্রের অনগ্রসর হওয়ার কারণ

শিক্ষামূলক অনগ্রসরতা নানা কারণে দেখা দিতে পারে। আমরা জানি যে ক্ষীণবুদ্ধিমত্তার জন্যও অনগ্রসরতা দেখা দিতে পারে। সেজন্য যখনই কোন অনগ্রসরতার ক্ষেত্র পাওয়া যাবে, তখন দেখতে হবে তার মূলে ক্ষীণবুদ্ধিতা আছে কিনা।

ক্ষীণবুদ্ধিতা থাকলে ঐ শিক্ষার্থীর শিক্ষার জন্য স্বতন্ত্র বিশেষধর্মী পদ্ধতি অনুসরণ করতে হবে।কিন্তু ক্ষীণবুদ্ধিতা ছাড়া যদি অন্য কোন কারণে অনগ্রসরতা দেখা নেয তবে তা দুর করার জন্য যথােচিত ব্যবস্থা অবলম্বন করতে হবে।

আরও দেখুনঃ একজন ছাত্রের অনগ্রসরতা দূর করার উপায়সমূহ

অনগ্রসরতার কারণগুলােকে দুই ভাগে ভাগ করে আলােচনা করা যেতে পারে। যেমন:

ক. সর্বাত্মক অনগ্রসরতার কারণাবলি ও

খ. বিষয়গত অনগ্রসরতার কারণাবলি।

ক.সর্বাত্মক অনগ্রসরতার কারণাবলি:

যখন শিক্ষার্থী সব বিষয়েই পিছিয়ে যেতে থাকে, তখন তাকে বলে সর্বাত্মক অনাগ্রসরতা। এর পেছনে যে সব কারন কাজ করে, সেগুলো হল:

১.দুর্বল স্বাস্থ্য: দুর্বল স্বাস্থ্যের জন্য শিশু অনেক সময় লেখাপড়ায় অনগ্রসর হতে পারে, স্বাস্থ্য দূর্বল হলে শিশু প্রয়ােজন মতে পর্যাপ্ত পরিশ্রম করতে পারে না। এজন্য নিজের অনিচ্ছা সত্তেও লেখাপড়ায় পিছিয়ে পড়ে।

২.ইন্দ্রিয় জনিত অসুস্থতা: নেক সময় চোখের বা কানের অসুখের জন্য শিশু ক্লাসে অনগ্রসর হয়ে পড়ে। চোখের সমস্যার কারণে শিশু বোর্ডের লেখা ভালভাবে দেখতে পায় না বা কানে কম শুনলে শিক্ষকের পড়া ভাল করে শুনতে পায় না। ফলে শ্রেনীর অগ্রগতির সাথে সে তাল মেলাতে পারে না।

৩.প্রক্ষোতমূলক প্রতিরােধ: প্রক্ষোতমূলক প্রতিরােধ অনগ্রসরতার একটি বড় কারণ। কোন বিশেষ ঘটনা, আচরণ, ব্যক্তি বা পরিবেশের জন্য শিশুর মধ্যে প্রক্ষোভমুলক প্রতিরােধ দেখা দিতে পারে। এর ফলে তার পড়াশােনা স্বাভাবিক পথে এগোয় না এবং সহজ ও প্রত্যাশিত ফল পাওয়া যায় না।

৪.দীর্ঘস্থায়ী রোগ: অনেক সময় কোন দীর্ঘস্থায়ী রোগের জন্যও শিশুর মধ্যে অনগ্রসরতা দেখা দিতে পারে। বহদিন কোন রােগে ভুগলে লেখাপড়া ঠিকমতাে হয়ে ওঠে না এবং এর ফলে শিশু অন্য সকলের চেয়ে অনগ্রসর হয়ে পড়ে।

৫.দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিতি: কোন বিশেষ কারণে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শিশু, শ্রেনীর পড়ায় অন্য সকলের চেয়ে অনগ্রসর হয়ে পড়ে।

৬.অনুপযােগী পাঠ্যক্রম: পাঠ্যক্রম যদি শিশুর অনুপযােগী হয় এবং শিশুর চাহিদা মেটাতে না পারে, তবে সেটি শিক্ষার্থীর কাছে বিরক্তিকর ও কষ্টকর হয় এবং অনগ্রসরতা দেখা যায়।

৭.ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতি: শিক্ষকের ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতির কারণে শিক্ষার্থীরা অনেক সময় বিষয়বস্তু ঠিকমতো হৃদয়ঙ্গম করতে পারে না, ফলশ্রুতিতে তারা পিছিয়ে পড়ে।

৮.প্রতিকূল গৃহ পরিবেশ: প্রতিকূল গৃহ পরিবেশ অনগ্রসতার একটি বড় কারন। মা-বাবা, ভাইবোন, প্রতিবেশী এদর যদি শিক্ষার প্রতি অনুকূল মনোভাব না থাকে তাহলে শিশু লেখাপড়ায় পিছিয়ে যায়।

 খ.বিষয়মূলক অনগ্রসরতার কারণাবলি:

যখন কোন বিশেষ একটি পাঠ্যবিষয়ে শিশু পশ্চাদপদ হয়ে পড়ে, তখন সেটিকে বিষয়মূলক অনগ্রসরতা বলা হয়। বিষয়মূলক অনগ্রসরতা কতগুলো বিশেষধর্মী কারনের জন্য হয়।

আরও দেখুনঃ অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব

১.বিশেষ পাঠ্যবিষয়ের প্রতি প্রতিকূল মনোভাব: পিতামাতা ও শিক্ষকের মনোভাব, পরিবেশের প্রভাব সামাজিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি ব্যাপারগুলো কোন বিশেষ পাঠ্যবিষয়ের প্রতি শিক্ষার মনোভাবকে প্রতিকূল করে তুলতে পারে। ফলে ঐ বিয়টি সম্পর্কে শিশুর প্রক্ষোভমূলক বিরূপতা সৃষ্টি হয় এবং ঐ বিষয়ে শিশু ক্রমশ অনগ্রসর হয়ে ওঠে।

২.ত্রুটিপূর্ণ ও অমনোবৈজ্ঞানিক শিখন পদ্ধতি: ক্রটিপূর্ণ ও অমানােবৈজ্ঞানিক শিখন পদ্ধতি বিষয়মূলক অনগ্রসরতার একটি বড় কারণ। আমাদের দেশে ইংরেজি ও গণিত বহু ছেলেমেয়ে অনগ্রসর হবার একটি বড় কারন হলাে এ বিষয়  দুটিতে অমনোবৈজ্ঞানিক শিখন পদ্ধতি অনুসৃত হয়।

৩.শিক্ষকের অদক্ষতা: কোন বিশেষ বিষয়ের শিক্ষক যদি অনুপযোগী ও অদক্ষ হন তাহলে শিক্ষার্থীরা বিষয়টির প্রতি প্রতিকূল ভাবাপন্ন হয়ে ওঠে এবং তাদের মধ্যে বিষয়টিতে অনগ্রসরতা দেখা দেয়।

৪.শ্রেণীতে অনুপস্থিতি: বিশেষ কোন বিষয়ের ক্লাসে দীর্ঘদিন অনুপস্থিত থাকার ফলে বিষয়ে শিক্ষার্থী অনগ্রসর হয়ে উঠতে পারে।

শেয়ার করুন

Similar Posts

  • বুদ্ধি কাকে বলে? / বুদ্ধি ও বিকাশ কাকে বলে

    ভূমিকাঃ এই পৃথিবী হলাে যােগ্যতমের আবাসভূমি অর্থাৎ যােগ্যতমরাই এ পৃথিবীতে টিকে থাকে। তীব্র প্রতিযােগিতাময় জীবন ব্যবস্থায় যােগ্যতার চাবিকাঠি হলাে বুদ্ধি। যার বুদ্ধি যত বেশি, সে তত বেশি যােগ্যতম। সামাজিক প্রাণী হিসেবে মানুষকে সমাজ পরিবেশের সাথে প্রতিনিয়ত সঙ্গতিবিধান করে চলতে হচ্ছে। এই সঙ্গতিবিধানের ক্ষমতা যার যত বেশি, তাকে আমরা তত বুদ্ধিমান বলতে পারি। জীবনের সর্বক্ষেত্রে সাফল্যের…

    শেয়ার করুন
  • মানসিক বিকাশ কি? মানসিক বিকাশের বৈশিষ্ট্যসমূহ

    মানসিক বিকাশ (Mental Development): বিধাতার সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই সর্বাধিক মানসিক শক্তির অধিকারী। মানুষই একমাত্র প্রাণী যে মানসিক উৎকর্ষ সাধনের জন্য আত্মনিয়ােগ করে। বিদ্যালয়ে মানুষ যে শিক্ষালাভের চেষ্টা করে, তা প্রধানত মানসিক উৎকর্ষ সাধনের শিক্ষা। জন্মের পর থেকেই শিশু তার নানা আচরণের মধ্য দিয়ে তার মানসিক বিকাশের পরিচয় দিতে থাকে। মানব শিশু ধীরে ধীরে বিভিন্ন…

    শেয়ার করুন
  • বাচ্চাদের স্কুল পলায়ন দূর করার উপায়

    স্কুল পলায়নের প্রতিকার শিশু যাতে স্কুল থেকে না পালায় এজন্য পরিবার ও বিদ্যালয়ের পক্ষ থেকে আগে থেকেই কতকগুলাে ব্যবস্থা নেয়া দরকার। আমরা সব-সময় বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, কারণ সেটা তাদের মন-মানসিকতাকে উন্নত করবে। যেমন- ১. গৃহপরিবেশের উন্নয়ন সাধন: শিশুর গৃহ পরিবেশ উন্নত করতে হবে। গৃহে শিশু যাতে অবহেলিত বা প্রত্যাখ্যাত না হয় অথবা অতিরিক্ত…

    শেয়ার করুন
  • জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি?

    জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি?: জেন্ডার (Gender) শব্দের অর্থ লিঙ্গ। জেন্ডার বা লিঙ্গ ৪ প্রকার। যথা: পুরুষ, নারী, ক্লীপ ও উভায় লিঙ্গ। জেন্ডার হচ্ছে নারী-পুরুষের মধ্যে পার্থ্যক্য সৃস্টি করে। জন্মগতভাবে ছেলে ও মেয়ে বাচ্চার মধ্যে লিঙ্গগত পার্থক্য থাকেনা। তবে সামাজিক কারণে নারী-পুরুষের মধ্যে আচার-আচরণের মধ্যে পার্থক্য দেখা যায়। জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি…

    শেয়ার করুন
  • হিন্দি থেকে বাংলা কথোপকথন : একটি সম্পূর্ণ গাইড

    হিন্দি থেকে বাংলা কথোপকথনঃ হিন্দি এবং বাংলা ভাষা দুটোই ভারতীয় উপমহাদেশের ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অংশ। ভারত ও বাংলাদেশে এই ভাষাগুলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় অনেকটাই ভাষার উপর নির্ভরশীল। হিন্দি সিনেমা, গান, এবং টেলিভিশন অনুষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দি ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে। এই প্রবন্ধে, আমরা হিন্দি থেকে বাংলা কথোপকথনের…

    শেয়ার করুন
  • অনগ্রসর শিক্ষার্থী কারা, অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্য

    অনগ্রসর শিক্ষার্থী কারা, অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্য অনগ্রসর শিক্ষার্থী: যে সব শিক্ষার্থী তাদের সহপাঠীদের চেয়ে বুদ্ধিমত্তা এবং লেখাপড়ায় আগে থেকেই পশ্চাৎপদ হয়ে আছে, তাদেরকেই অনগ্রসর শিক্ষার্থী বলে। অর্থাৎ, যে সব শিক্ষার্থীর শ্রেণী উপযােগী গড় বয়স কমপক্ষে এক বছরের বেশি, কিন্তু শিক্ষায় বা বুদ্ধিমত্তায় কম কৃতিত্ত্ব অর্জন করে, তাদেরকেই অনগ্রসর শিক্ষার্থী হিসেবে অভিহিত করা হয়। অনগ্রসর শিক্ষার্থীরা…

    শেয়ার করুন