তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়

তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়

আজকের আলোচ্য বিষয়বস্তুঃ

অনেকের মুখে কালো দাগ দেখা যায়। এই দাগগুলো সাধারণত গালের দুই পাশে হয়ে থাকে। এতে করে মুখের সৌন্দর্য নষ্ট হয়। এই দাগকে মেছতা বলা হয়। মেছতা সাধারণত নারীদের হয়ে থাকে। অনেক ক্ষেত্রে পুরুষেরাও এই সমস্যায় শিকার হয়।

তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়। তৈলাক্ত ত্বকে মেছতা বেশি হয়ে থাকে। কারণ তৈলাক্ত ত্বকের ওপর সূর্যের আলো পড়লে সেটা শোষণ করতে পারে না। যার ফলে ত্বকের উপর কালো দাগ পড়ে। নিম্নে তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

মেছতা কী?

মেজতা একটি ত্বকের রোগ। সাধারণত শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের বেড়ে গেলে মেছতা হয়ে থাকে। এই রোগটি হলে ত্বকে হালকা বাদামি রঙের দাগ পড়ে। দাগটি পড়ে মুখে কপালে এবং বুকে। 

মেছতার ইংরেজি নাম কি?

মেছতা একটি চর্ম রোগ। মেছতার ইংরেজি নাম Meshata। এই রক্তের ইংরেজি এবং বাংলা নাম একই।

মুখে মেলাজমা কেন হয়?

মুখে মেছতা বিভিন্ন কারণে হয়ে থাকে। মেছতা যদি ত্বকের উপরে হয় তখন তাকে এপিডার্মাল মেলাজমা এবং ত্বকের ভেতরে যদি মেছতা হয় তখন তাকে বলা হয় ডার্মাল মেলাজমা। যদি ত্বকের দুই স্তরে ম্যাচটা হয় তখন তাকে বলা হয় মিক্স মেলাজমা।

ত্বকে মেছতা হওয়ার প্রধান কারণ জেনেটিক প্রিডিসপজিশন। এছাড়াও চুলার আগুন, সূর্যের আলো, গর্ভাবস্থায় ও কসমেটিকসের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য মেছতা হয়। 

মেছতা কত প্রকার?

ত্বকের ধরন অনুযায়ী মেছতা দুই প্রকার হয়ে থাকে। ত্বকের উপরে মেছতা যদি হয় সেটা অ্যাপিডার্মাল মেলাজমা। এবং ত্বকের ভিতরে মেছতা যদি হয় সেটা ডার্মাল মেলাজমা বলা হয়। এছাড়াও ত্বকের উপরের নিচে, উভয় জাগায় মেছতা হলে  তাকে মিক্স মেলাজমা বলা হয়।

মেছতা হওয়ার কারন কি?

ত্বকে বিভিন্ন কারণে মেছতা হয়ে থাকে। সাধারণত মেছতা হয়ে থাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কারণে। এছাড়াও চুলার আগুন, সূর্যের আলো, গর্ভাবস্থায় ও কসমেটিকসের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য মেছতা হয়। তবে মেছতা রোগের সঠিক চিকিৎসা করলে ভালো করা সম্ভব।

মেলাজমা কোন ভিটামিনের অভাবে হয়?

মেলাজমা কোন ভিটামিনের অভাবে হয় সেটা অনেকেই জানতে চাই। তবে ভিটামিনের অভাব ছাড়া বিভিন্ন কারণে মেলাজমা বা মেছতা হয়ে থাকে। তবে বিশেষ করে ভিটামিন ডি এর অভাবে মেলাজমা হয়ে থাকে। এছাড়াও পুষ্টিকর খাদ্য এবং পানি খাওয়া কম হলে মেছতা হয়ে থাকে।

ত্বক কত প্রকার ও কি কি?

ত্বক কত প্রকার ও কি কি? অনেকেরই ধারণা নেই। ত্বক মোটামুটি পাঁচ ধরনের। যথা: শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক, স্বাভাবিক ত্বক, সেনসিটিভ ত্বক এবং কম্বিনেশন ত্বক।

মেছতা দূর করার সহজ উপায় কি?

অনেকে জানতে চাই মেছতা দূর করার সহজ উপায় কি? তাহলে সর্বপ্রথম ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারণ মেছতার ধরন অনুযায়ী মেছতার চিকিৎসা করতে হয়। একটি লাইট পরীক্ষার মাধ্যমে খুব সহজেই মেছতা ধরন চেনা যায়। 

আরও পড়ুনঃ সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো

যদি মেজতার ধরম জানা যায় তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। সেগুলোতে উল্লেখ থাকে মেছতা খুব সহজে দূর হয়।

যদি ভুল কোন ক্রিম ব্যবহার করা হয় তাহলে ত্বক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে যত দ্রুত সম্ভব চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে।

তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়:

তৈলাক্ত ত্বকের অনেক ধরনের সমস্যা হয়। কারণ, সব সময় ত্বক তেলতেলে থাকে যার কারণে অনেক ধরনের ময়লা পড়ে। এসব কারণে ত্বকের সমস্যা হয়। বিশেষ করে তৈলাক্ত ত্বকে মেছতা পড়ে। নিম্নে, তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায় তুলে ধরা হলো:

  1. নিয়মিত লেবুর রস দিতে পারেন।
  2. গুড়া দুধ ও গ্লিসারিন মিশ্রিত করে ব্যবহার করতে পারেন।
  3. অ্যালোভেরার পেস্ট নিয়মিত লাগাতে পারেন।
  4. কমলালেবুর খোসা গুঁড়ো করে দুধের সাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারেনা।
  5. লেবুর রস, মধু ও কাঁচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।

তবে এসব ব্যবহার না করাই ভালো। যতদ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেছতা চিকিৎসা করতে হবে। এতে করে খুব সহজেই মেছতার সঠিক চিকিৎসা পাওয়া যাবে।

মুখের মেছতা কি দিলে ভালো হয়?

মেছতা সাধারণত মেয়েদের ত্বকে দেখা যায়। এসব হয় বিভিন্ন কারণে। তবে সঠিকভাবে চিকিৎসা করলে মেছতা দূর করা যায়। মুখের মেছতা অনেক কিছুর মাধ্যমে ভালো করা যায়। নিম্নে, মাধ্যমগুলো তুলে ধরা হলো:

  1. আরগান অয়েল
  2. আমন্ড অয়েল
  3. অলিভ অয়েল
  4. লেবুর রস
  5. টমেটোর রস
  6. পিঁয়াজের রস

এসব ব্যবহার করলে মেছতা দূর হয়। এছাড়াও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই নিয়মিত এসব ব্যবহার করতে পারেন।

মেছতা দূর করার প্রাকৃতিক উপায়:

বর্তমান সময়ে অনেকের মুখে মেছতার দাগ দেখা যায়। তবে প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ে মেছতা দূর করা সম্ভব। কি কি ব্যবহার করলে মেছতা দূর করা যায় প্রাকৃতিক উপায়ে নিম্ন তুলে ধরা হলো:

  1. লেবুর রস
  2. এলোভেরা
  3. আপেল সিডার ভিনিগার
  4. শিয়া বাটা
  5. হলুদ ও লেবুর রস
  6. মধু
  7. কলার খোসা

মেছতা দূর করার ক্রিম এর নাম কি?

মেছতা মানুষ অনেক দুশ্চিন্তায় থাকে। কারণ মেছতা হলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যার কারণে সবাই চায় দ্রুত সময়ের মধ্যে মেছতা দূর করতে। বর্তমানে মেছতা দূর করার ক্রিম পাওয়া যায়। নিম্নে, মেছতা দূর করার ক্রিম এর নাম তুলে ধরা হলো:

  1. মেলাকেয়ার বা MelaCare
  2. বেটা ভেট এন বা Betavet-N
  3. হাইড্রো বা Hydroo 2%

হলুদ দিয়ে ২ দিনে মুখের দাগ দূর করার উপায়:

হলুদ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়াও ত্বকের দাগ খুব সহজেই দূর করে। হলুদ দিয়ে ২ দিনে মুখের দাগ দূর করা সম্ভাব। প্রথমে এক চামচ পরিমাণ কাঁচা হলুদ বেটে নিতে হবে এর সাথে মধু মিশ্রিত করে ত্বকে লাগাতে হবে। 

এছাড়াও কাঁচা হলুদ ও দুধ মিশ্রিত করে ত্বকে লাগাতে হবে। এভাবে ত্বকে হলুদের মিশ্রণ লাগালে খুব সহজেই দাগ দূর হবে এবং ত্বকে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

মেছতা দূর করার ফেসওয়াস:

নিয়মিত ত্বকে মেছতা দূর করার ফেসওয়াশ ব্যবহার করলে মেছতা দূর করা যায়। নিম্নে, মেছতা দূর করার ফেসওয়াস নাম তুলে ধরা হলো:

  1. Skin Clinic Melanye.
  2. Simple Refeshing Facial Wash.
  3. Evesel Nature.

মেছতার দাগ চিরতরে দূর করুন সহজ ২টি উপায়ে:

বার্তমান সময়ে প্রায় মেয়েদের মুখেই মেছতার দাগ দেখা যায়। এসব সাধারণত হয়ে থাকে বিভিন্ন কসমেটিকের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে। 

তবে সঠিকভাবে চিকিৎসা করলে মেছতা দূর করা যায়। কিন্তু  মেছতা দূর করতে অনেক সময় লাগে। মেছতার দাগ চিরতরে দূর করার সহজ দুটি উপায় সম্পর্কে। আলোচনা করা হলো:

লেবুর রস:

তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার সবচেয়ে ভালো উপায় লেবুর রস। তৈলাক্ত ত্বকে মেছতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লেবুর রস ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। প্রতিদিন সকাল বিকালে লেবুর রস ভলোভাবে ত্বকে লাগাতে হবে। 

আরও পড়ুনঃ ব্রণ কেন হয়, চিরতরে ব্রণ থেকে মুক্তির উপায়

এতে করে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। নিয়মিত লেবুর রস ত্বকে ব্যবহার করলে ত্বকের মেছতা দূর হয়।

হলুদ ও দুধ:

হলুদ ও দুধ ত্বকের মেলানিন কমিয়ে মেছতা প্রতিরোধ করতে সাহায্য করে। এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে ভালোভাবে কাঁচা হলুদ বেটি নিতে হবে। এরপর তার সাথে পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। 

প্রতিদিন সকাল বিকাল এ পেস্ট ব্যবহার করতে হবে। পেস্ট লাগানোর ২০ মিনিট পর ভালোভাবে পরিষ্কার করতে হবে।। এইভাবে নিয়মিত হলুদ ও দুধ ব্যবহার করলে চিরতরে মেছতা দূর হয়।

এসব উপাদান ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উত্তম। কারণ, ডাক্তারের কাছে গেলে মেছতার সঠিক চিকিৎসা পাওয়া যায়।

এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়:

ত্বক ও চুলের যত্নে এলোভেরা ব্যবহার করা হয়। এলোভেরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এবং ত্বকের রোগ প্রতিরক্ষ ক্ষমতা বৃদ্ধি করে। এ কারণে নিয়মিত অ্যালোভেরা করলে ত্বকের অনেক ধরনের সমস্যা দূর হয়। নিয়মিত ব্যবহার করলে মেছতা দূরন করা সম্ভব।

চিরতরে মেছতা দূর করার উপায়:

মেছতা একটি পরিচিত রোগ। এই রোগটি সাধারণত মেয়েদের হয়ে থাকে। মেছতা হওয়ার ফলে মেয়েদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যার কারণে মেছতা দূর করার জন্য সবাই চেষ্টা করে। তবে মেছতা খুব সহজে দূর করা সম্ভব না। তবে সঠিক চিকিৎসা করলে আস্তে মেজতা চিরতরে দূর করা করা সম্ভব।

মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম:

মেজদা সাধারণত মেয়েদের হয়ে থাকে। মেছতা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তবে বর্তমান সময়ে অনেকে মেছতা ভালো করার জন্য ক্রিম ব্যবহার করে। নিম্নে মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিমের নাম উল্লেখ করা হলো:

  1. Skin Clinic Melanye.
  2. Simple Refeshing Facial Wash.
  3. Evesel Nature.

পুরুষের মেছতা দূর করার ক্রিম:

মেছতা সাধারণত মেয়েদের ত্বকের রোগ। তবে অনেক সময় ছেলেদের মেছতা হয়ে থাকে। নিয়মিতভাবে ত্বকের যত্ন করলে পুরুষের মেছতা দূর করা সম্ভব। নিম্নে, পুরুষের মেছতা দূর করার ক্রিম এর নাম তুলে ধরা হলো:

  1. Hydroquinone Cream
  2. MELANYC  Cream
  3. Skin Clinic Melanye

মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি:

মেছতা একটি ত্বকের রোগ। এই রোগটি হয় মুখে এবং বুকে। তবে সঠিকভাবে চিকিৎসা করলে মেছতা দূর করা যায়। ঘরোয়া পদ্ধতিতে ম্যাচটা দূর করা যায়। ঘরোয়া ভাবে মেছতা দূর করতে কি ব্যবহার করতে হয় নিম্নে তুলে ধরা হলো:

  1. লেবুর রস
  2. এলোভেরা
  3. আপেল সিডার ভিনিগার
  4. শিয়া বাটা
  5. হলুদ ও লেবুর রস
  6. মধু
  7. কলার খোসা

শেষ কথা: তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়

বর্তমান সময়ে মেছতা একটি পরিচিত রোগ। এই রোগটি সাধারণত মেয়েদের হয়ে থাকে। মেছতা হলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে সঠিকভাবে চিকিৎসা করলে মেছতা দূর হয়ে যায়। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শেয়ার করুন

Similar Posts