ছাত্রের অনগ্রসর হওয়ার কারন

একজন ছাত্রের অনগ্রসর হওয়ার কারণ

একজন ছাত্রের অনগ্রসর হওয়ার কারণ

শিক্ষামূলক অনগ্রসরতা নানা কারণে দেখা দিতে পারে। আমরা জানি যে ক্ষীণবুদ্ধিমত্তার জন্যও অনগ্রসরতা দেখা দিতে পারে। সেজন্য যখনই কোন অনগ্রসরতার ক্ষেত্র পাওয়া যাবে, তখন দেখতে হবে তার মূলে ক্ষীণবুদ্ধিতা আছে কিনা।

ক্ষীণবুদ্ধিতা থাকলে ঐ শিক্ষার্থীর শিক্ষার জন্য স্বতন্ত্র বিশেষধর্মী পদ্ধতি অনুসরণ করতে হবে।কিন্তু ক্ষীণবুদ্ধিতা ছাড়া যদি অন্য কোন কারণে অনগ্রসরতা দেখা নেয তবে তা দুর করার জন্য যথােচিত ব্যবস্থা অবলম্বন করতে হবে।

আরও দেখুনঃ একজন ছাত্রের অনগ্রসরতা দূর করার উপায়সমূহ

অনগ্রসরতার কারণগুলােকে দুই ভাগে ভাগ করে আলােচনা করা যেতে পারে। যেমন:

ক. সর্বাত্মক অনগ্রসরতার কারণাবলি ও

খ. বিষয়গত অনগ্রসরতার কারণাবলি।

ক.সর্বাত্মক অনগ্রসরতার কারণাবলি:

যখন শিক্ষার্থী সব বিষয়েই পিছিয়ে যেতে থাকে, তখন তাকে বলে সর্বাত্মক অনাগ্রসরতা। এর পেছনে যে সব কারন কাজ করে, সেগুলো হল:

১.দুর্বল স্বাস্থ্য: দুর্বল স্বাস্থ্যের জন্য শিশু অনেক সময় লেখাপড়ায় অনগ্রসর হতে পারে, স্বাস্থ্য দূর্বল হলে শিশু প্রয়ােজন মতে পর্যাপ্ত পরিশ্রম করতে পারে না। এজন্য নিজের অনিচ্ছা সত্তেও লেখাপড়ায় পিছিয়ে পড়ে।

২.ইন্দ্রিয় জনিত অসুস্থতা: নেক সময় চোখের বা কানের অসুখের জন্য শিশু ক্লাসে অনগ্রসর হয়ে পড়ে। চোখের সমস্যার কারণে শিশু বোর্ডের লেখা ভালভাবে দেখতে পায় না বা কানে কম শুনলে শিক্ষকের পড়া ভাল করে শুনতে পায় না। ফলে শ্রেনীর অগ্রগতির সাথে সে তাল মেলাতে পারে না।

৩.প্রক্ষোতমূলক প্রতিরােধ: প্রক্ষোতমূলক প্রতিরােধ অনগ্রসরতার একটি বড় কারণ। কোন বিশেষ ঘটনা, আচরণ, ব্যক্তি বা পরিবেশের জন্য শিশুর মধ্যে প্রক্ষোভমুলক প্রতিরােধ দেখা দিতে পারে। এর ফলে তার পড়াশােনা স্বাভাবিক পথে এগোয় না এবং সহজ ও প্রত্যাশিত ফল পাওয়া যায় না।

৪.দীর্ঘস্থায়ী রোগ: অনেক সময় কোন দীর্ঘস্থায়ী রোগের জন্যও শিশুর মধ্যে অনগ্রসরতা দেখা দিতে পারে। বহদিন কোন রােগে ভুগলে লেখাপড়া ঠিকমতাে হয়ে ওঠে না এবং এর ফলে শিশু অন্য সকলের চেয়ে অনগ্রসর হয়ে পড়ে।

৫.দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিতি: কোন বিশেষ কারণে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শিশু, শ্রেনীর পড়ায় অন্য সকলের চেয়ে অনগ্রসর হয়ে পড়ে।

৬.অনুপযােগী পাঠ্যক্রম: পাঠ্যক্রম যদি শিশুর অনুপযােগী হয় এবং শিশুর চাহিদা মেটাতে না পারে, তবে সেটি শিক্ষার্থীর কাছে বিরক্তিকর ও কষ্টকর হয় এবং অনগ্রসরতা দেখা যায়।

৭.ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতি: শিক্ষকের ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতির কারণে শিক্ষার্থীরা অনেক সময় বিষয়বস্তু ঠিকমতো হৃদয়ঙ্গম করতে পারে না, ফলশ্রুতিতে তারা পিছিয়ে পড়ে।

৮.প্রতিকূল গৃহ পরিবেশ: প্রতিকূল গৃহ পরিবেশ অনগ্রসতার একটি বড় কারন। মা-বাবা, ভাইবোন, প্রতিবেশী এদর যদি শিক্ষার প্রতি অনুকূল মনোভাব না থাকে তাহলে শিশু লেখাপড়ায় পিছিয়ে যায়।

 খ.বিষয়মূলক অনগ্রসরতার কারণাবলি:

যখন কোন বিশেষ একটি পাঠ্যবিষয়ে শিশু পশ্চাদপদ হয়ে পড়ে, তখন সেটিকে বিষয়মূলক অনগ্রসরতা বলা হয়। বিষয়মূলক অনগ্রসরতা কতগুলো বিশেষধর্মী কারনের জন্য হয়।

আরও দেখুনঃ অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব

১.বিশেষ পাঠ্যবিষয়ের প্রতি প্রতিকূল মনোভাব: পিতামাতা ও শিক্ষকের মনোভাব, পরিবেশের প্রভাব সামাজিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি ব্যাপারগুলো কোন বিশেষ পাঠ্যবিষয়ের প্রতি শিক্ষার মনোভাবকে প্রতিকূল করে তুলতে পারে। ফলে ঐ বিয়টি সম্পর্কে শিশুর প্রক্ষোভমূলক বিরূপতা সৃষ্টি হয় এবং ঐ বিষয়ে শিশু ক্রমশ অনগ্রসর হয়ে ওঠে।

২.ত্রুটিপূর্ণ ও অমনোবৈজ্ঞানিক শিখন পদ্ধতি: ক্রটিপূর্ণ ও অমানােবৈজ্ঞানিক শিখন পদ্ধতি বিষয়মূলক অনগ্রসরতার একটি বড় কারণ। আমাদের দেশে ইংরেজি ও গণিত বহু ছেলেমেয়ে অনগ্রসর হবার একটি বড় কারন হলাে এ বিষয়  দুটিতে অমনোবৈজ্ঞানিক শিখন পদ্ধতি অনুসৃত হয়।

৩.শিক্ষকের অদক্ষতা: কোন বিশেষ বিষয়ের শিক্ষক যদি অনুপযোগী ও অদক্ষ হন তাহলে শিক্ষার্থীরা বিষয়টির প্রতি প্রতিকূল ভাবাপন্ন হয়ে ওঠে এবং তাদের মধ্যে বিষয়টিতে অনগ্রসরতা দেখা দেয়।

৪.শ্রেণীতে অনুপস্থিতি: বিশেষ কোন বিষয়ের ক্লাসে দীর্ঘদিন অনুপস্থিত থাকার ফলে বিষয়ে শিক্ষার্থী অনগ্রসর হয়ে উঠতে পারে।

শেয়ার করুন

Similar Posts

  • বশীকরণ কি সত্যি কাজ হয়?

    মানুষ নিজের স্বাথের জন্য অন্যকে বশীকরণ করে থাকে। বশীকরণ করলে মানুষকে নিজের ইচ্ছায় পরিচালনা করা যায়। এই সব মানুষ প্রাচীন কাল থেকে করে আসছে। বর্তমান সময়ে গ্রামে মানষেরা বশীকরণ করে। বশীকরণ কি সত্যি কাজ হয়? অনেকে জানতে চায়। বশীকরণ সবচেয়ে বেশি করে থাকে ভারতের মানুষেরা। তারা তন্ত্র-মন্ত্র নিয়ে থাকে। তাদের মধ্যে অনেক সাধু রয়েছে। সাধুরা মূলত বশীকরণ…

    শেয়ার করুন
  • কৃমির ঔষধ এর নাম কি । কৃমির ঔষধ কোনটা ভালো

    কৃমি মানব দেহের জন্য অনেক ক্ষতি করে। তাই কৃমির আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের নিয়মিত কিছু পদ্ধতি অবলম্বন করে চলতে হবে। কৃমির ঔষধ কোনটা ভালো আজকে আমরা সেই বিষয়ে সম্পর্কে জেনে নেব এই পোষ্টের মাধ্যমে। আপনারা যারা কৃমির মাধ্যমে আক্রান্ত রয়েছেন তারা কিভাবে কোন ঔষধটি খাবেন কৃমি থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের…

    শেয়ার করুন
  • বুদ্ধি কাকে বলে? / বুদ্ধি ও বিকাশ কাকে বলে

    ভূমিকাঃ এই পৃথিবী হলাে যােগ্যতমের আবাসভূমি অর্থাৎ যােগ্যতমরাই এ পৃথিবীতে টিকে থাকে। তীব্র প্রতিযােগিতাময় জীবন ব্যবস্থায় যােগ্যতার চাবিকাঠি হলাে বুদ্ধি। যার বুদ্ধি যত বেশি, সে তত বেশি যােগ্যতম। সামাজিক প্রাণী হিসেবে মানুষকে সমাজ পরিবেশের সাথে প্রতিনিয়ত সঙ্গতিবিধান করে চলতে হচ্ছে। এই সঙ্গতিবিধানের ক্ষমতা যার যত বেশি, তাকে আমরা তত বুদ্ধিমান বলতে পারি। জীবনের সর্বক্ষেত্রে সাফল্যের…

    শেয়ার করুন
  • একজন ছাত্রের অনগ্রসরতা দূর করার উপায়সমূহ

    একজন ছাত্রের অনগ্রসরতা দূর করার উপায়সমূহ অনগ্রসরতা দূর করার উপায় (Remedy of Backwardness): অনগ্রসরতা অনগ্রসরতা দূর করতে হলে দুই ধরনের পন্থা অবলম্বন করতে হবে। যথা- ক. নিরাময়মূলক পন্থা ও খ. প্রতিরােধমূলক পন্থা। ক. নিরাময়মূলক পন্থা: প্রথমতঃ দেখতে হবে শিক্ষার্থীর অনগ্রসরতার প্রকৃত কারণটি কী এবং সেই কারণটি দূর করাই শিক্ষার্থীর অনগ্রসরতা দূর করার প্রকৃষ্ট উপায়। যেমন-…

    শেয়ার করুন
  • কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত

    কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত => আমরা সকলেই জানি প্রত্যেক মুসলমানের উপর মহান আল্লাহ তা’আলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি কোন কারনে এই ওয়াক্তের নামাজ সময়মত না পড়া হয় তখন তাকে কাজা নামাজ বলা হয়। কাজা নামাজ পড়া আবশ্যক আমরা অনেকেই হয়তো এই কাজা নামাজ এর গুরুত্ব সম্পর্কে অবগত নয়, অনেকেই হয়তো আমরা…

    শেয়ার করুন
  • টিন সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট অনলাইন আবেদন

    টিন সার্টিফিকেট অনলাইন আবেদন বিষয়টি আসলে কি আমরা অনেকে হয়তো এটি জানিনা। আজকে আলোচনার দ্বারা খুব গুরুত্বপূর্ণ এই টিন সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত জানবো। প্রতিটি দেশের নাগরিককে অবশ্যই এ বিষয়ে অবগত থাকতে হবে।কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক। বিশ্বের প্রতিটি দেশের সরকারের আয়ের প্রধান উৎস হলো রাজস্ব বা কর। যদি কোন ব্যক্তির জমি,বাড়ি,গাড়ি,টাকা-পয়সা এই…

    শেয়ার করুন