কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তাকম্পিউটার শিক্ষার গুরুত্ব

 আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। প্রাচীন যুগ বা আদিম যুগ থেকে শুরু করে মানুষ তার কাজকে সহজ করার জন্য যতগুলো পন্থা বা উপায় অবলম্বন করেছেন তার প্রত্যেকটি বিজ্ঞানের অন্তর্ভূক্ত। সহজ কথায় বলতে গেলে,

”বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ,কেড়ে নিয়েছে আবেগ”

সেই বিজ্ঞানের এই একটি বিরাট অংশ হল কম্পিউটার। আজকে আমরা জানব কম্পিউটার কি, কম্পিউটার কেন শিখব এবং কম্পিউটার শিক্ষার গুরুত্ব/প্রয়োজনীয়তা।

কম্পিউটার কি?

  ইংরেজী কম্পিউটার শব্দটির বাংলা পরিভাষা হল গণনাকারী যন্ত্র। কম্পিউটার (Computer) শব্দটি গ্রীক শব্দ কম্পিউট (Compute) থেকে এসেছে। যার অর্থ হিসাব করা বা গণনা করা। কম্পিউটার এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নিয়ম অনুসরন করে হিসাব সংক্রান্ত কাজ খুব দ্রুত সম্পন্ন করে থাকে।

আরও দেখুনঃ করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকামের বিশাল সুযোগ পার্ট-২

কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনা করার কাজে ব্যবহার করা হয় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহন করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষন এবং উপস্থাপন করে। বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।

কম্পিউটার এর জনক:

কম্পিউটার তৈরির প্রথম ধারনা বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। তিনি ১৮৩৩ সালে সর্বপ্রথম অ্যানালাটিক্যল ইন্জিন নামে একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা এবং নকশা গ্রহন করেন। পরবর্তীকালে তার তৈরি নকশা এবং কম্পিউটার এর উপর ভিত্তি করে আধুনিক কম্পিউটার তৈরি করা হয়। তাই চার্লস ব্যবেজকে কম্পিউটারের জনক বলা হয়। অপরদিকে আধুনিক কম্পিউটারের জনক হলেন জন ভন নিউম্যান। তিনি েএকজন মার্কিন গনিতবিদ।

পৃথিবীর প্রথম কম্পিউটার এর নাম হল  ENIAC (এনিয়াক)

কম্পিউটার সাধারনত দুইটি মাধ্যমের সমন্বয়ে কাজ করে থাকে। যেমন:

  1. হার্ডওয়্যার ও
  2. সফটওয়্যার।

(১) হার্ডওয়্যার:কম্পিউটার এর সকল বাহ্যিক যন্ত্র বা ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারকে আবার তিনভাগে ভাগে ভাগ করা যায়। যেমন:

  • ইনপুট যন্ত্রপাতি
  • আউটপুট যন্ত্রপাতি ও
  • সিস্টেম ইউনিট।

(২) সফটওয়্যার: সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নীতিমালাকে সফটওয়্যার বলে। সফটওয়্যারকে ২ ভাগে বাগ করা যায়। যেমন:

  • সিস্টেম সফটওয়্যার ও
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

কম্পিউটার শিক্ষার গুরুত্ব/প্রয়োজনীয়তা: কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কম্পিউটারের গুরুত্ব ব্যাখ্যা করে শেষ করা অসম্ভব। দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ মানুষের প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তা কম্পিউটারের সাথে সম্পর্কিত। বর্তমানে কম্পিউটার ছাড়া দৈনন্দিন জীবনের প্রায় যাবতীয় কাজ অচল। ডিজিটাল বাংলাদেশ এটি স্বপ্ন, একটি প্রত্যয়।

আরও দেখুনঃ করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪

কখনই ডিজিটাল সম্বব হবে না,যদি বাংলাদেশের নাগরিকগন কম্পিউটার বিষয়ে বিশদ ধারনা না জানে। বাংলাদেশকে একটি শিল্পোন্নত ও মেধাভিত্তিক দেশ হিসেবে গড়ি তুলতে হলে কম্পিউটার শিক্ষার বিকল্প আর কিছুই নাই। প্রত্যেকটি  নাগরিকের কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে।

কম্পিউটার মানুষের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এমন দিন আর খুব দূরে নয়, যখন কম্পিউটার এ হবে একজন জাতির মাপকাঠির হাতিয়ার। কম্পিউটার মানুষের জীবনকে যতটা প্রভাবিত করেছে অন্য কোন যন্ত্র তা পারেনি।

শেয়ার করুন

Similar Posts

  • ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের কারণ কি

    ভূমিকম্প সকলের কাছেই পরিচিত শব্দ। ভূমিকম্প কয়েক সেকেন্ড হয়ে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি এলাকার নকশার পরিবর্তন করে দেয়। পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকম্প। সকল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেলেও ভূমিকম্পের তেমন কোন পূর্বাভাস পাওয়া যায় না। ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের কারণ কি। এ বিষয়টি প্রায় অনেকেরই অজানা। বর্তমান সময়ে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ের…

    শেয়ার করুন
  • ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত

    ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত => ডায়াবেটিস প্রতিটা মানুষের শরীরের রয়েছে। তবে ডায়াবেটিসের নির্দিষ্ট মাত্রা রয়েছে। মাত্র অতিরিক্ত ডায়াবেটিস সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। ডায়াবেটিসের মাত্রা নির্ণয় করতে হয়। ডায়াবেটিস মাপার মেশিনের সাহায্যে। ডায়াবেটিসের মাত্রা সঠিক না থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? অনেকেই জানতে চাই। কারণ, বর্তমান সময়ে প্রতিটি ঘরে…

    শেয়ার করুন
  • করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪

    করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪ প্রথমেই যেকোন একটি বিষয় নিজেকে অভিঙ্গ করে গড়ে তুলব । সেটা ওয়েব ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে অথবা অন্য কোন চাহিদাসম্পন্ন কাজ হতে পারে । যার মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। এমন কাজে এক্সপার্ট হতে হবে যেটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে। তারপর আপনাকে আউটসোসিং ওয়েবসাইটগুলিতে গিয়ে একাউন্ট করতে…

    শেয়ার করুন
  • অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

    অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম => বর্তমানে সকল কিছুই আধুনিক হয়েছে। আধুনিক হওয়ার ফলে ঘরে বসেই সকল কাজ করা সম্ভব হচ্ছে। বর্তমানে সকল ধরনের টিকিট ঘরে বসেই কাটা যাচ্ছে। এমন কি অনলাইনে বিমানের টিকেট কাটা যাচ্ছে। কিন্তু আমরা অনেকেই অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম জানি না। এ কারণে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। চলুন জেনে নেই,…

    শেয়ার করুন
  • করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট- ১

    করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট- ১ শুরুতেই একটি প্রবাদ বাক্য মনে পড়ে গেল, “যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখ তাই,পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ” টাকা ছাড়া জীবন অচল। তাই জীবনে ভালভাবে চলতে হলে টাকার বিকল্প নাই। বাস্তবিকে টাকা ইনকাম অনেক কঠিন। সতপথে ইনকাম করে বিলাস বহুল জীবনযাপন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। অপরপক্ষে,” বিজ্ঞান আমাদের…

    শেয়ার করুন
  • টেলিটক সিম বন্ধ করার নিয়ম

    টেলিটক বাংলাদেশের প্রথম এবং একমাত্র সরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান। অনেকে ব্যক্তিগত বা পেশাগত কারণে টেলিটক সিম বন্ধ করতে চান। তবে সিম বন্ধ করার আগে সঠিক প্রক্রিয়া জানা গুরুত্বপূর্ণ। এই ব্লগে টেলিটক সিম বন্ধ করার জন্য প্রয়োজনীয় প্রতিটি ধাপ ও বিস্তারিত নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। ১. টেলিটক সিম বন্ধ করার কারণসমূহ টেলিটক সিম বন্ধ করতে…

    শেয়ার করুন