188096576 2887268028209404 7813419302112397580 n
|

করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪

করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪

করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম
করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম
  • প্রথমেই যেকোন একটি বিষয় নিজেকে অভিঙ্গ করে গড়ে তুলব । সেটা ওয়েব ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে অথবা অন্য কোন চাহিদাসম্পন্ন কাজ হতে পারে । যার মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। এমন কাজে এক্সপার্ট হতে হবে যেটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে।
  • তারপর আপনাকে আউটসোসিং ওয়েবসাইটগুলিতে গিয়ে একাউন্ট করতে হবে। যেমন ফাইভার, আপওয়ার্ক অথবা গুরু এগুলো ওয়েবসাইট এ গিয়ে একাউন্ট করতে হবে।
  • একাউন্ট করার পর আপনাকে একটি পোর্টফোলিও তৈরি করতে হবে এবং ওই পোর্টফোলিও এর মধ্যে আপনার ডিটেইলস থাকবে। আপনি কোন বিষয়ে অভিজ্ঞ। আপনার কাজের ধরন, নিজের নাম, দক্ষতা ও অভিজ্ঞতা।
  • তারপর আউটসোর্সিং এর ওয়েবসাইটগুলিতে আপনি বিভিন্ন প্রকার কাজ দেখতে পাবেন।
  • আপনি যে কাজে অভিজ্ঞ সেই টাইপের কাজ দেখতে থাকেন এবং আপনার পটছন্দসই কাজ নিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করুন।
  • আপনি যেকোন টাইপের কাজ এখান থেকে পাবেন । পার্টটাইম,ফুলটাইম আপনার ইচ্ছেমত।
  • মোটকথা আপনি আপনার অভিজ্ঞতা এবং সময়কে কাজে লাগিয়ে নিজের ইচ্ছেমত ইনকাম করতে থাকুন।

আশা করি বন্ধুরা আমি আপনাদের আউটসোর্সিং সম্বন্ধে যথেষ্ট ধারনা দিতে পেরেছি।

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *