পাঁচ (৫) কালিমা উচ্চারণ, অর্থ ও বঙ্গানুবাদসহ
মুসলমান হওয়ার প্রথম শর্ত কালিমা পাঠ:
আভিধানিক অর্থে কালিমা হলাে বাক্য, শব্দ, কথা ইত্যাদি।
পারিভাষিক অর্থে বিশ্বাস স্থাপনের এমন কতিপয় বাক্য বা বাক্যসমষ্টিকে কালিমা বলে। যা পাঠ করলে পাঠকারীর জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ ছাড়া অন্য যে কোন নির্দেশ পালন করা এবং ভিন্ন পথে চলা নিষিদ্ধ।
কালিমাগুলাের প্রতি বিশ্বাস হচ্ছে আন্তরিক ঈমানের বাস্তবরূপ। যে কোন লােক একমাত্র এ অঙ্গীকার করার ফলশ্রুতিতেই মুসলমান হিসেবে পরিচিতি পায়।
১. কালিমায়ে তাইয়্যেবাহ:
و – ره و به و۸ رسوا
উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্।
বঙ্গানুবাদ: আল্লাহ্ ব্যাতিত কোন মাবুদ নেই, হযরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা’আলার রাসূল বা প্রেরিত পুরুষ।
২. কালিমায়ে শাহাদাৎ:
أشهد أن لا إله الا الله وحده لاشريك له وأشهد أن عمدة عبده ورسود 3
উচ্চারণ: আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বঙ্গানুবাদ: আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যাতিত আর কোন উপাস্য (উপাসনার যােগ্য, আরাধনা করার মত কোন ইলাহ্, সর্বময় ক্ষমতার অধিকারী) নেই।
তিনি একক; তাঁর কোন অংশীদার নেই। আমি আরাে সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ তা’আলার বান্দাহ ও রাসূল বা প্রেরিত পুরুষ।
৩. কালিমায়ে তাওহীদ:
لا إله الا انت واحدا ثانی ل محتد رسول الله امام المتقين رسول رب العالمي –
উচ্চারণ: লা-ইলাহা ইল্লা-আতা ওয়াহিদান লা-ছানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকীনা ওয়া রাসূলু রাব্বিল আলামীন ।
বঙ্গানুবাদঃ হে আল্লাহ! তুমি ছাড়া উপাসনার যােগ্য আর কেউ নেই। তুমি একক; তােমার কোন দ্বিতীয় নেই।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যিনি মুত্তাক্বীগণের ইমাম এবং বিশ্ব প্রতিপালকের প্রেরিত পুরুষ।
৪. কালিমায়ে তামজীদ:
۸ , و ء و لااله الا انت ورا هى الله وره من يشا ممد رسول اللوامام المرسلين وخاتم التبيين
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা-আন্তা নূরাই ইয়াহূদিয়াল্লাহ লিরিহী মাইয়্যাশা-উ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালীনা ওয়া খাতামুন নাবীয়্যীন।
বঙ্গানুবাদঃ হে প্রভু! তুমি ছাড়া কোন উপাস্য বা আরাধনার পাত্র নেই। তুমি একটি নূর। যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান কর। মুহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল, যিনি রাসূলগণের ইমাম এবং নবীগণের সর্বশেষ নবী।