শীতকালে মেয়েদের ত্বকের যত্ন নেওয়ার গোপন কৌশল শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

শীতকালে মেয়েদের ত্বকের যত্ন নেওয়ার গোপন কৌশল

শীতকালে মেয়েদের ত্বকের যত্ন নেওয়ার গোপন কৌশল

মেয়েদের ত্বকের যত্ন
চিত্র: মেয়েদের ত্বকের যত্ন

সুস্থ, সুন্দর ত্বক সবাই চায়। কিন্তু চাওয়া যতটা সহজ, পাওয়া তার চেয়ে অনেক কঠিন। ত্বকে সুন্দর ও সাবলীল রাখার জন্য ত্বেকের পর্যাপ্ত যত্ন প্রয়োজন। সঠিকভবে ত্বকের যত্ন নিতে না পারলে ,ত্বক হয়ে যায় শুষ্ক ও রুক্ষ্ন। ত্বককে উজ্জল ও স্বাস্থ্যকর রাখতে সেব সময় খেয়াল রাখতে হবে।

মেয়েদের ত্বকের যত্ন
চিত্র: মেয়েদের ত্বকের যত্ন

১. ময়েশ্চারাইজার:

ত্বকে ব্রণ হলে মেয়েদের চিন্তার শেষ থাকে না। ত্বক যতই  তৈলাক্ত হোক না কেন ময়েশ্চারাইজার আলাদা করে লাগাতে হবেই। কিন্তু সাবান বা ফেসওয়াশের মাধ্যমে যদি ত্বক থেকে তেল সরিয়ে ফেলা হয়, তাহলে ত্বকের ক্ষতি হতে পারে। রাতের বেলায় মেকআপ করলে সরিয়ে ফেলতে হবে এবং ত্বক ময়েশ্চারাইজার করতে হবে।

২. ত্বকে নখের আচড়:

ত্বকে ভূল করেও কখনও নখের আচড় দেওয়া যাবে না। ত্বকে নখ দিয়ে আচড়ালে ত্বকের মারাত্বক ক্ষতি হতে পারে। যদি ত্বকে লুকিয়ে থাকা ব্রণ স্পষ্ট করতে চান তাহলে পানি দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বকের ব্রণ স্পষ্ট হয়ে যাবে।

৩. মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন:

অধিক পরিমাণে মিষ্টি খেলে বাড়তি ইনসুলিন তৈরি হয়। যার প্রভাব মানুষের মুখের ত্বকের উপর পরে। ত্বকে তখন বাড়তি তেল উৎপন্ন হয়। তাই ত্বক ভালো রাখতে মিষ্টি খাবার কম খেতে হবে।

৪. স্বাস্থ্যকর খাবার :

ত্বক সুরক্ষিত রাখতে স্বাস্থ্যকর খাবার নিয়মিত খাওয়া জরুরি। প্রচুর ফলমূল, শাকসবজি, প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। বাদাম ও মাছ শরীর থেকে ক্ষতিকারক তেল বের করে ফেলতে সহায়ক। সোডা, মিষ্টিজাতীয় খাবার যতটা সম্ভব কম খেতে হবে।

৫. ফ্রুট  প্যাক:

পাকা কলা পাকা পেঁপে ও ময়দা এক সাথে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটি ১০/১৫ মিনিট মুখ লাগিয়ে রাখতে হবে। এরপর হালকা কুসম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহার ত্বক হয়ে উঠবে মসৃণ ও উজ্জ্বল।

৬. নরমাল প্যাক:

ফেইস প্যাক তৈরিতে প্রথমে পাউরুটি দুধে ভিজিয়ে নরম করে এর সাথে পাকা কলা চটকে মিশিয়ে পেস্ট করতে হবে। এরপর চন্দন গুড়া মিশিয়ে ওই মিশ্রণটি মুখে লাগাতে হবে। এরপর গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।

৭. ক্রীমের ব্যবহার:

শীতের সময় অন্তত দুবার ক্রিম ব্যবহার করবেন। এ সময় ময়েশ্চারাইজার যুক্ত ক্রিম রাতে ব্যবহার করলে ভাল। শীতে বাতাসের আদ্রতা কম থাকে। ফলে ত্বকের আদ্রভাব কমে যায়। এ সময় গোলাপ জল ও গ্লিসারিন ব্যবহার করা ভালো।

শীতের আরেক সমস্যা ঠোঁট ফাটা ও ঠোঁট কালো হয়ে যাওয়া। এর একমাত্র সমাধান হল গ্লিসারিন। বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজাবেন না। লিপজেল অথবা ভেসলিন লাগাবেন ঘুমের সময়। শীতের সকালে গরম পানি দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। যাতে করে তৈলাক্ত ভাবটা না থাকে।

শেয়ার করুন

Similar Posts

  • শীতকালে ছোট বাচ্চাদের যত্ন নেওয়ার কৌশলসমূহ

    শীতকালে ছোট বাচ্চাদের যত্ন নেওয়ার কৌশলসমূহ শীতকালে ছোট-বড় সবার শরীরের জন্যই বাড়তি যত্নের প্রয়োজন হয়। কারণ এসময় আবহাওয়া শুস্ক থাকায় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। অন্য সময়ের তুলনায় শীতকালে বাতাসে ছড়িয়ে থাকা ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে, নবজাতক শিশুর প্রতিরোধক্ষমতা নির্দিষ্ট সময়ের আগে ঠিক মতো গড়ে ওঠে না। তাই বাইরের জীবাণুর…

    শেয়ার করুন
  • ব্রণ কেন হয়, চিরতরে ব্রণ থেকে মুক্তির উপায়

    ব্রণ শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। কোন সাধারণত মুখমন্ডলে হয়ে থাকে। অনেকের গলায় ও পিঠে হয়ে থাকে। ব্রণ কেন হয়, চিরতরে ব্রণ থেকে মুক্তির উপায়। ব্রণ হওয়া একটি সাধারন বিষয়। নানা কারণে ব্রণ হয়ে থাকে। বিশেষ করে গরম লাগলে, রাত জাগলে এবং রোদে ঘুরাঘুরি করলে ব্রণ হয়ে থাকে। অনেক সময় বয়সের কারণে ও ব্রণ হয়ে থাকে। বেশিরভাগ ব্রণ…

    শেয়ার করুন
  • টাক মাথায় চুল গজানোর ঘরোয়া উপায়

    টাক মাথায় চুল গজানোর ঘরোয়া উপায় রয়েছে। আজ আমি আলোচনা করবো টাক মাথায় চুল গজানোর ঘরোয়া উপায় সম্পর্কে। বর্তমান সময়ে প্রায় মানুষের মাথাতেই টাক রয়েছে। টাক পড়ে সাধারণত নিজের ভুলে। প্রতিদিন 1 থেকে 2 টি চুলপড়া সাধারণ ব্যাপার। এভাবে চুল পড়লে মাথায় টাক পড়বে না। যদি এর পরিমাণ দিন দিন বেড়ে যায় তাহলে সমস্যার সৃষ্টি…

    শেয়ার করুন
  • ছেলেদের চুল পড়ার কারণ ও প্রতিকার

    মাথার চুল পড়া একটি সাধারণ সমস্যা। নারী পুরুষ সকলের চুল পড়ে। তবে অতিরিক্ত চুল পড়লে মাথায় টাক পড়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাটি বিশেষ করে ছেলেদের দেখা যায়। সাধারণত চুল পড়ে হরমোন জনিত কারণে, অ্যান্ড্রোজেনিক হরমোন যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রেনডিয়ন, ডিএইটি। এসব হরমোনের কারণে চুল পড়ে থাকে। এই হরমোন গুলো মেয়েদের তুলনায় ছেলেদের বেশি থাকে। যার কারণে ছেলেদের মাথার…

    শেয়ার করুন
  • শীতে পুরুষের ত্বকের যত্নে করনীয়

    শীতে পুরুষের ত্বকের যত্নে করনীয়  কথায় আছে, “প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী”। নারীদের নয় শীতে পুরুষদেরও সঠিকভাবে ত্বকের যত্ন প্রয়োজন। শীতে ছেলেদের ত্বক হয় অনেক বেশি রুক্ষ। বিশেষ করে, গোসলের পর ত্বক হয় খসখসে। এই শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে হলে সঠিকভাবে এর যত্ন নেওয়া চাই। ছেলেরা সাধারণত ত্বকের যত্নে উদাসীন থাকে। তবে ঋতু পরিবর্তনের সময়…

    শেয়ার করুন
  • ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত

    ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাতঃ মানুষ সুস্থ থাকার জন্য অবশ্যই ঘুমানোর প্রয়োজন। কারণ সারাদিন কাজ করার ফলে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। ঘুমালে সেই ক্লান্তি দূর হয়ে যায়। ইসলাম ধর্ম ঘুমানোর কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে ঘুমালে ঘুম ভালো হয় এবং ঘুমের মধ্যে ইবাদত হয়। ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত আমাদের জানার প্রয়োজন। কারণ…

    শেয়ার করুন