অনগ্রসর শিক্ষার্থী

অনগ্রসর শিক্ষার্থী কারা, অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্য

অনগ্রসর শিক্ষার্থী কারা, অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্য

অনগ্রসর শিক্ষার্থী
চিত্র: অনগ্রসর শিক্ষার্থী।

অনগ্রসর শিক্ষার্থী:

যে সব শিক্ষার্থী তাদের সহপাঠীদের চেয়ে বুদ্ধিমত্তা এবং লেখাপড়ায় আগে থেকেই পশ্চাৎপদ হয়ে আছে, তাদেরকেই অনগ্রসর শিক্ষার্থী বলে। অর্থাৎ, যে সব শিক্ষার্থীর শ্রেণী উপযােগী গড় বয়স কমপক্ষে এক বছরের বেশি, কিন্তু শিক্ষায় বা বুদ্ধিমত্তায় কম কৃতিত্ত্ব অর্জন করে, তাদেরকেই অনগ্রসর শিক্ষার্থী হিসেবে অভিহিত করা হয়। অনগ্রসর শিক্ষার্থীরা সাধারণত এক প্রচেষ্টায় শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তারা উপযুক্ত চেষ্টা সত্বেও অকৃতকার্য হয়ে একই ক্লাসে পড়ে থাকে।

আরও দেখুনঃ শিক্ষার্থী হিসেবে শিক্ষক এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কেমন হওয়া উচিত

এদের মধ্যে কেউ কেউ আবার দু’এক বছর চেষ্টা করার পর হতাশ হয়ে লেখাপড়া ছেড়ে দেয়। এই অনগ্রসর শিক্ষার্থীদের কখনােই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে একত্রে বিবেচনা করা ঠিক নয়। তাদের জন্য পাঠের আলাদা ব্যবস্থা গ্রহণ করা উচিত । কারণ তাদের সমস্যা গুলাের সময়োচিত ব্যবস্থা নিতে না পারলে তাদের শিক্ষারজীবন সহ সমস্ত জীবনটাই ব্যর্থতায় পর্যবেশিত হবে।

অনগ্রসর শিক্ষার্থীদের লক্ষণ বা বৈশিষ্ট্যাবলি:

অনগ্রসরতা নানা কারনে হতে পারে। আর বিভিন্ন কারনে অনগ্রসরতা হয় বলে, অনগ্রসর শিশুদের সকলের মধ্যে একই রকম বৈশিষ্ট্য দেখা যায় না। তবে অনগ্রসর  শিশুদের মধ্যে যেসব সাধারণ বৈশিষ্ট দেখা যায় সেগুলি হলাে-

১.অনগ্রসর শিশুদের প্রধান বৈশিষ্ট্য যা দেখে আমরা তাদেরকে চিনতে পারি, তা হলাে তাদের শিক্ষাগত পারদর্শিতা। এই শিশুদের শিক্ষামূলক যােগ্যতা শ্রেনীর অন্যান্য শিশুদের তুলনায় কম হয়। শিক্ষক শিক্ষামূলক অভীক্ষার ফলাফল থেমে কারা অনগ্রসর তা নির্ধারণ করতে পারেন।

২.অনগ্রসর শিশুদের অনেক সময়ে বৌদ্ধিক ক্রিয়া সম্পাদনের গতি শ্লথ দেখা যায়। তারা কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি করে। এদের স্মৃতিশক্তি অপেক্ষাকৃত ক্ষীণ হয়।

৩.অনগ্রসর শিশুরা শ্রেণীতে অন্যানাদের সঙ্গে সহজভাবে মিলেমিশে থাকতে পারে না অর্থাৎ তাদের অভিযােজনে সমস্যা থাকে।

৪.এই শিশুদের প্রক্ষোভমূলক প্রতিক্রিয়ার মধ্যে সামঞ্জস্য থাকে না। সহপাঠী ও শিক্ষকের প্রতি অনগ্রসর শিশুরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রাক্ষোভিক প্রতিক্রিয়া করে। তাদের এরুপ প্রাক্ষোভিক প্রতিক্রিয়ার পেছনে কোন যুক্তিসঙ্গত কারণ থাকে না।

৫.বিদ্যালয়ের বিভিন্ন পাঠাবিষয়ের প্রতি অনগ্রসর শিশুদের অনাগ্রহ দেখা যায়। বৌদ্ধিক কাজে উৎসাহের অভাব লক্ষ্য করে আমরা অনগ্রসর শিশু কে, তা নির্ধারণ করতে পারি।

৬.অনগ্রসর শিশুদের সামাজিক এবং বিশেষভাবে পারিবারিক অভিযােজনের ক্ষেত্রে ব্যর্থতা লক্ষ করা যায়।

৭.অনগ্রসর শিশুরা বেশির ভাগ ক্ষেত্রে ধীর শিখন ক্ষমতা সম্পন্ন হয়। কোন কিছু শিখতে এরা অপেক্ষাকৃত বেশি সময় নেয়।

৮.ব্যক্তিগত অসুবিধা প্রকাশ করার ব্যাপারে অন্যের সাহায্য গ্রহণ করতে অনেক সময় এরা অনীহা প্রকাশ করে। এদের মধ্যে অনেকে লাজুক প্রকৃতির হয়।

আরও দেখুনঃ উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য ও চেনার উপায়

শিক্ষামূলক অনগ্রসরতা নানা কারণে দেখা দিতে পারে। আমরা জানি যে, ক্ষীণবুদ্ধিমত্তার জন্যও অনগ্রসরতা দেখা দিতে পারে। সেজন্য যখনই কোন অনগ্রসরতার ক্ষেত্র পাওয়া যাবে, তখন দেখতে হবে তার মুলে ক্ষীণবুদ্ধিতা আছে কিনা। ক্ষীণবুদ্ধিতা থাকলে ঐ শিক্ষার্থীর শিক্ষার জন্য স্বতন্ত্র বিশেষধর্মী পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু ক্ষীণবুদ্ধিতা ছাড়া যদি অন্য কোন কারণে অনগ্রসরতা দেখা দেয় তবে তা দুর করার জন্য যথােচিত ব্যবস্থা অবলম্বন করতে হবে।

শেয়ার করুন

Similar Posts

  • তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়

    অনেকের মুখে কালো দাগ দেখা যায়। এই দাগগুলো সাধারণত গালের দুই পাশে হয়ে থাকে। এতে করে মুখের সৌন্দর্য নষ্ট হয়। এই দাগকে মেছতা বলা হয়। মেছতা সাধারণত নারীদের হয়ে থাকে। অনেক ক্ষেত্রে পুরুষেরাও এই সমস্যায় শিকার হয়। তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়। তৈলাক্ত ত্বকে মেছতা বেশি হয়ে থাকে। কারণ তৈলাক্ত ত্বকের ওপর সূর্যের আলো পড়লে সেটা শোষণ করতে…

    শেয়ার করুন
  • কৃমির ঔষধ এর নাম কি । কৃমির ঔষধ কোনটা ভালো

    কৃমি মানব দেহের জন্য অনেক ক্ষতি করে। তাই কৃমির আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের নিয়মিত কিছু পদ্ধতি অবলম্বন করে চলতে হবে। কৃমির ঔষধ কোনটা ভালো আজকে আমরা সেই বিষয়ে সম্পর্কে জেনে নেব এই পোষ্টের মাধ্যমে। আপনারা যারা কৃমির মাধ্যমে আক্রান্ত রয়েছেন তারা কিভাবে কোন ঔষধটি খাবেন কৃমি থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের…

    শেয়ার করুন
  • কিভাবে হিন্দি ভাষা শিখা যায়/হিন্দি কথোপকথন

    আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলায় সহজেই মনের ভাব প্রকাশ করতে পারে। তবে বর্তমানে মানুষ ইংরেজিও হিন্দি শিখার চেষ্টা করছে। কারণ, প্রতিটা অফিসে ইংরেজি ভাষায় কথা বলতে হয়। এজন্য সবাই ইংরেজি ভাষা শিখছে। তবে বাংলাদেশের মানুষের কাছে হিন্দি ভাষা শেখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কারণ বর্তমানে সবাই হিন্দি ভাষার সিনেমা দেখ। এছাড়াও অনেকের কাজের সন্ধানে বিদেশ যাচ্ছে। সেখানে প্রায় সকলের হিন্দি…

    শেয়ার করুন
  • ভিটামিন ই ক্যাপসুল খেলে কি হয় বা ভিটামিন ই বেশি খেলে কি হয়

    ভিটামিন ই ক্যাপসুল খেলে কি হয় এটা অনেকেরই জানা নাই। ভিটামিন ই ক্যাপসুলের অনেক উপকারিতা রয়েছে। অন্যান্য ভিটামিনের মত ভিটামিন ই এর অনেক উপকারিতা রয়েছে। ভিটামিন ই  মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বর্তমান সময়ে ভিটামিন ই  রূপচর্চায় ব্যবহার হয়। ভিটামিন ই ক্যাপসুল বর্তমান সময়ে কসমেটিক্স হিসেবে ব্যবহার হচ্ছে। ভিটামিন ই ক্যাপসুল মেয়েরা বেশি…

    শেয়ার করুন
  • অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব

    অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব অগ্রসরতা ও শিক্ষকের দায়িত্ব (Backwardness and Teacher’s Responsibilities): শিশুর মধ্যে সামগ্রিক বা বিষয়গত যে কোন ধরনের অনগ্রসরতাই হােক না কেন, শিক্ষকের প্রধান দায়িত্ব হবে প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী জ্ঞান আহরণে সহায়তা করা এবং তারা যাতে তাদের মানসিক ক্ষমতা অনুযায়ী বিদ্যালয়ের কাজে পারদর্শিতা অর্জন করে সে বিষয়ে নজর…

    শেয়ার করুন
  • অনলাইনে মামলা দেখার উপায়

    মামলা সম্পর্কে কম বেশি সকলের ধারণা রয়েছে। কোন কিছুর সঠিক অধিকার আদায়ের লক্ষ্যে লিখিত অভিযোগ দেওয়া হলো মামলা। মামলার অনেক ধরণ রয়েছে। বর্তমান সময়ে মামলা করা খুব সহজ হয়ে পড়েছে। যে কারণে কোন সাধারণ ঘটনা ঘটলে মামলা করেছে। অনলাইনে মামলা দেখার উপায় রয়েছে। এই কাজটি সম্ভব হয়েছে আধুনিকতার কল্যাণে। অনলাইনে মামলা দেখার ফলে তেমন ঝামেলায় পড়তে হয়…

    শেয়ার করুন