ওযুর দোয়া, ফরয ও সুন্নতসমূহ

ওযুর দোয়া, ফরয ও সুন্নতসমূহ

ওযুর দোয়া, ফরয ও সুন্নতসমূহ

ওযুর দোয়া:

بسم الله العلي العظيم والحمد يلي على دين الام الإسلام والقرباط الإشم تور وانگر لمة

উচ্চারণ : বিসৃমিল্লাহিল আলিয়্যিল আজীম, ওয়াল হামদু লিল্লাহি আ’লা-দ্বীনিল ইসলাম, আল-ইসলামু হাক্কুন ওয়াল কুরু বাতিলুন, আল-ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন।

বঙ্গানুবাদ: আল্লাহ তা’আলার নামে শুরু করছি যিনি সর্বমহান এবং যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, কেননা তিনি আমাকে ইসলামের উপর রেখেছেন। ইসলাম হচ্ছে সত্য, আর কুফরী হচ্ছে মিথ্যা। ইসলাম জ্যোতির্ময় এবং কুফরী অন্ধকার সরূপ।

ওযুর দোয়ার পরবর্তী ধাপ হল ওযুর নিয়ম। ওযুর নিয়ম

ওযুর ফরয:

ফরয ৪টি। যথা:

১. সম্পূর্ণ মুখমণ্ডল ভালভাবে ধৌত করা; অর্থাৎ ললাটের উপরিভাগে চুল গজানাের স্থান হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত ভাল ভাবে ধৌত করা।

২. কনুইসহ দুই হাত ভালভাবে ধৌত করা।

৩. মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা ও

৪. দুপায়ের গিরা সহ ধৌত করা।

ওযুর সুন্নাত:

ওযুর সুন্নাত ১৫টি। যথা:

১. নিয়ত করা।

২. বিছমিল্লাহ বলে ওযু আরম্ভ করা।

৩. তিনবার কুলি করা।

৪. তিনবার নাকে পানি দেয়া।

৫. হাতের আঙ্গুলগুলাে খেলাল করা।

৬. উভয় হাত কবুজি পর্যন্ত তিনবার ধৌত করা।

৭. মিসওয়াক করা।

৮. সম্পূর্ণ মুখমণ্ডল তিনবার ধৌত করা।

৯. উভয় হাত- কনুইসহ তিনবার ধৌত করা।

১০. সমস্ত মাথা একবার মাছেহ করা।

১১. উভয় কান একবার মাসেহ করা।

১২. ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কার্যাদি সম্পূর্ণ করা।

১৩. টাখনুসহ উভয় পা তিনবার ধৌত করা।

১৪. পায়ের আঙ্গুলগুলাে খিলাল করা ও

১৫. এক অঙ্গ শুকানাের পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা।

শেয়ার করুন

Similar Posts

  • পাঁচ (৫) কালিমা উচ্চারণ, অর্থ ও বঙ্গানুবাদসহ

    মুসলমান হওয়ার প্রথম শর্ত কালিমা পাঠ: আভিধানিক অর্থে কালিমা হলাে বাক্য, শব্দ, কথা ইত্যাদি। পারিভাষিক অর্থে বিশ্বাস স্থাপনের এমন কতিপয় বাক্য বা বাক্যসমষ্টিকে কালিমা বলে। যা পাঠ করলে পাঠকারীর জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ ছাড়া অন্য যে কোন নির্দেশ পালন করা এবং ভিন্ন পথে চলা নিষিদ্ধ। কালিমাগুলাের প্রতি বিশ্বাস হচ্ছে আন্তরিক ঈমানের…

    শেয়ার করুন
  • সিঙ্গাপুর রোজার ক্যালেন্ডার ২০২৩ সালের । Singapore ramadan 2023

    আজকে আমরা সিঙ্গাপুর রোজার সময়সূচি ২০২৩ । সিঙ্গাপুর রমজানের সময় সূচি 2023 ক্যালেন্ডার Singapore ramadan 2023 সম্পর্কে জেনে নিবো এই পোস্টের মাধ্যমে। আমরা জানি চাঁদ দেখা গিয়েছে এবং ২৩শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার প্রথম রোজা পালিত হবে। তাই রোজা রাখতে গেলে অবশ্যই প্রত্যেক রোজাদার ব্যক্তিকে সেহরি ও ইফতারের সময়সূচি সংগ্রহ করা জরুরী। সিঙ্গাপুরের ইফতারের সময়সূচি ২০২৩,…

    শেয়ার করুন
  • ওযু নষ্ট হওয়ার কারণসমূহ

    ওজু নামাজ পালনের জন্য ফরজ ইবাদত। ইতোপূর্বে ওজুর ফরজ, সুন্নাত, আহকাম ও তারতিব তুলে ধরা হয়েছে। কিন্তু কি কারণে ওজু মাকরূহ হয় এবং ভঙ্গ হয়ে যায়, তা জানা অত্যন্ত জরুরি বিষয়। ওযু নষ্ট হওয়ার কারণসমূহ: ১. শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে। ২. জ্ঞান হারালে। ৩. মুখ ভরে বমি হলে।…

    শেয়ার করুন
  • ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩

    আজকে আমরা ওমানের রোজার সময়সূচি ২০২৩ । ওমানের রমজানের সময় সূচি 2023 ক্যালেন্ডার, oman ramadan calendar 2023 সম্পর্কে জেনে নিবো এই পোস্টের মাধ্যমে। আমরা জানি চাঁদ দেখা গিয়েছে এবং ২৩শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার প্রথম রোজা পালিত হবে। তাই রোজা রাখতে গেলে অবশ্যই প্রত্যেক রোজাদার ব্যক্তিকে সেহরি ও ইফতারের সময়সূচি সংগ্রহ করা জরুরী। ওমানে ইফতারের সময়সূচি…

    শেয়ার করুন
  • কোরবানির ভাগের নিয়ম কোরবানির নিয়ম কানুন

    কোরবানি শব্দের অর্থ ত্যাগ। কোরআন সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। কুরবানীর শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাই সালাম ও হযরত ইসমাইল আঃ সালামের ঐতিহাসিক ঘটনা থেকে। তারপর থেকেই কুরবানীর শুরু হয়। তবে কোরবানি নিয়ে অনেকের মধ্যে অনেক মতবাদ রয়েছে। কোরবানির ভাগের নিয়ম কোরবানির নিয়ম কানুন। কুরবানী সম্পর্কে আমরা জানলেও কুরবানির ভাগের নিয়ম সম্পর্কে অনেকেই জানিনা। কুরবানীর…

    শেয়ার করুন
  • রমজানের সময় সূচি 2023 ইসলামিক ফাউন্ডেশন

    আসসালামু আলাইকুম সম্মানিত ভিজিটর। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস প্রতিটি মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, রমজান মাসের মর্যাদা সকল মাসের থেকে অনেক বেশি। এই মাসে সিয়াম পালন করতে হয়। এবং এই মাসেই পবিত্র কুরআন মাজীদ নাযিল হয়েছে। এই কারণে সকলের কাছে রমজান মাসের পবিত্রতা অনেক। রমজান মাস আসলেই মুসলমানের মধ্যে আনন্দ শুরু হয়। এই মাসেই ইবাদত…

    শেয়ার করুন