ওযুর দোয়া, ফরয ও সুন্নতসমূহ
ওযুর দোয়া, ফরয ও সুন্নতসমূহ
ওযুর দোয়া:
بسم الله العلي العظيم والحمد يلي على دين الام الإسلام والقرباط الإشم تور وانگر لمة
উচ্চারণ : বিসৃমিল্লাহিল আলিয়্যিল আজীম, ওয়াল হামদু লিল্লাহি আ’লা-দ্বীনিল ইসলাম, আল-ইসলামু হাক্কুন ওয়াল কুরু বাতিলুন, আল-ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন।
বঙ্গানুবাদ: আল্লাহ তা’আলার নামে শুরু করছি যিনি সর্বমহান এবং যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, কেননা তিনি আমাকে ইসলামের উপর রেখেছেন। ইসলাম হচ্ছে সত্য, আর কুফরী হচ্ছে মিথ্যা। ইসলাম জ্যোতির্ময় এবং কুফরী অন্ধকার সরূপ।
ওযুর দোয়ার পরবর্তী ধাপ হল ওযুর নিয়ম। ওযুর নিয়ম
ওযুর ফরয:
ফরয ৪টি। যথা:
১. সম্পূর্ণ মুখমণ্ডল ভালভাবে ধৌত করা; অর্থাৎ ললাটের উপরিভাগে চুল গজানাের স্থান হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত ভাল ভাবে ধৌত করা।
২. কনুইসহ দুই হাত ভালভাবে ধৌত করা।
৩. মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা ও
৪. দুপায়ের গিরা সহ ধৌত করা।
ওযুর সুন্নাত:
ওযুর সুন্নাত ১৫টি। যথা:
১. নিয়ত করা।
২. বিছমিল্লাহ বলে ওযু আরম্ভ করা।
৩. তিনবার কুলি করা।
৪. তিনবার নাকে পানি দেয়া।
৫. হাতের আঙ্গুলগুলাে খেলাল করা।
৬. উভয় হাত কবুজি পর্যন্ত তিনবার ধৌত করা।
৭. মিসওয়াক করা।
৮. সম্পূর্ণ মুখমণ্ডল তিনবার ধৌত করা।
৯. উভয় হাত- কনুইসহ তিনবার ধৌত করা।
১০. সমস্ত মাথা একবার মাছেহ করা।
১১. উভয় কান একবার মাসেহ করা।
১২. ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কার্যাদি সম্পূর্ণ করা।
১৩. টাখনুসহ উভয় পা তিনবার ধৌত করা।
১৪. পায়ের আঙ্গুলগুলাে খিলাল করা ও
১৫. এক অঙ্গ শুকানাের পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা।