কাচ্চি বিরিয়ানী প্রস্তুত প্রণালী

কাচ্চি বিরিয়ানী প্রস্তুত প্রণালী

 

উপকরণ                   পরিমাণ                              উপকরণ                     পরিমাণ
খাসির মাংস                ২ কেজি                              জয়ত্রী, গুড়া                ১/৮ চা. চা
পোলাওর চাল               ১ কেজি                              জিরা, গুড়া                  ১ টে. চা
ঘি                             ৩/২ কাপ                           শুকনা মরিচ, গুড়া         ৬ টি
আলু                          ১/২ কেজি                           দই                            ৫/৪ কাপ
পেয়াজ, স্লাইস               ১/২ কাপ                            হলুদ রং                      সামান্য
আদা,বাটা                     ২ টে. চা.                            গোলাপজল                  ২ টে. চা
রসুন, বাটা                    ১ টে. চা.                             কেওড়াজল                 ২টে. চা.
দারচিনি, গুড়া                ১/২ চা. চা.                           আলুবোখরা                 ৮-১০ টা
এলাচ গুড়া                    ৬ টি                                   আটা                         ১ কাপ
লবঙ্গ, গুড়া                    ৪ টি                                   লবন                         ২ টে. চা
জয়ফল, গুড়া                  ১ টি                                   জ্বালানী কাঠ                ৫ কেজি

"<yoastmark

বিরিয়ানী তৈরির ধারাবাহিকতা:
১. মাংস ধুয়ে লবণ মেখে ৩০ মিনিট রাখ। মাংস আবার ধুয়ে পানি ঝরাও।
২. পেঁয়াজ ঘিয়ে বাদামি করে ভেজে তােল। ঠাণ্ডা হলে মােটা গুঁড়া কর।
৩. আলুতে হালকা রং মিশিয়ে বাদামি রং করে ভেজে রাখ।
৪. যে হাঁড়িতে বিরিয়ানী রান্না করবে সে হাঁড়িতে মাংস নাও। আদা, রসুন, পেঁয়াজ, গুঁড়া মসলা মাংসের সাথে মিশাও।
দই, গােলাপ ও কেওড়া দিয়ে ভালভাবে মিশাও। মাংসের উপরে আলু বিছিয়ে দাও। অল্প ঘি ও আলু বােখারা দাও।
৫. পােলাওর চাল ধুয়ে পানি ঝরাও। ১২ কাপ ফুটানাে লবণ পানিতে চাল ছাড়। চাল ফুটে উঠা মাত্রই পরিষ্কার পাত্রে পানি ঝরাও।
৬. চালের ফুটানাে পানি থেকে ১ কাপ পানিতে ৩/৪ কাপ ঘি মিশিয়ে মাংসে দিয়ে মিশাও। মাংসের উপর চাল ছড়িয়ে দাও। উপরে সামান্য রং ছিটিয়ে দাও।
১ কাপ চালের ফুটানাে পানি ও বাকি ঘি মিশিয়ে চালের উপর দাও, প্রয়ােজন হলে আরও ফুটানাে পানি এমন আন্দাজে দাও যেন পানি চালের সমান হয়, চালের উপরে না উঠে। ঢাকনা দাও।
৭. আটা পানি দিয়ে মথ। আটা দিয়ে হাঁড়ির মুখে ঢাকনা এঁটে দাও।

পরিবেশন পদ্ধতি:

১. কাচ্চি বিরিয়ানী গ্যাসের চুলায় রান্না করতে হলে চুলার উপর কড়া জ্বালে হাড়ি বসাও। হাড়ির ঢাকনার উপরে ফুটানাে পানিসহ একটি সসপ্যান বসাও।
২০-২৫ মিনিট পরে উনুনের জ্বাল কমিয়ে দাও। আরও ১ -৩/২ ঘন্টা পরে বিরিয়ানীর সুগন্ধ বের হলে নামাও। বিরিয়ানী ওভেনে রান্না করতে হলে ওভেনে ১৮০° সেঃ (৩৫০° ফাঃ) তাপ দাও।
গরম ওভেনে হাড়ি দিয়ে ৩ ঘন্টা রেখে নামিয়ে নাও। কাচ্চি বিরিয়ানী কাঠ কয়লার আগুনে রান্না করতে হলে কাঠে আগুন দেয়ার পর যখন ৩/৪ অংশ পুড়ে বড় কাঠ-কয়লা হবে, সে কয়লার আগুনে হাঁড়ি বসাও।
হাঁড়ির উপরে এবং চারপাশেও কাঠ-কয়লার আগুন দাও। হাঁড়ির তলায় প্রথম ১৫ মিনিট কাঠ পােড়াবে পরে ২-৫/২ ঘন্টা -কয়লার আগুনে দমে রাখবে।
২. কাচ্চি বিরিয়ানী সালাদ এবং বােরহানির সঙ্গে পরিবেশন কর।
৮ জন পরিবেশন হবে।
শেয়ার করুন

Similar Posts

  • ছোলার উপকারিতা ও পুষ্টিগুন

    ছোলার উপকারিতা ও পুষ্টিগুন ছোলার উপকারিতা ও পুষ্টিগুন: ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। ছোলা বাঙালির খাদ্যাভ্যাসে অতি পরিচিত একটি উপাদান। নিম্নে কাঁচা ছোলা এবং রান্না করা ছোলার উপকারীতা আলোচনা করা হল: হজমে সহায়ক: হজমক্রিয়া সহজ করার জন্য আবশ্যক একটি উপাদান হল ভোজ্য আঁশ। আর…

    শেয়ার করুন
  • বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায়

    বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায় বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায়:  আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সকল ধরনের ভিটামিন প্রয়োজন। বিভিন্ন ফলে বিভিন্ন প্রকার ভিটামিন বিদ্যমান। সুতরাং দেশী-বিদেশী সকল প্রকার ফল খাওয়া মানুষের শরীরের জন্য অনেক উপকারী। সকল ধরনের ফলমূল মানুষের শরীরের জন্য সুফল বয়ে আনে। ফলমূলের ভিটামিন মানুষের শরীরকে সুঠাম করতে…

    শেয়ার করুন
  • কোরবানির ভাগের নিয়ম কোরবানির নিয়ম কানুন

    কোরবানি শব্দের অর্থ ত্যাগ। কোরআন সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। কুরবানীর শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাই সালাম ও হযরত ইসমাইল আঃ সালামের ঐতিহাসিক ঘটনা থেকে। তারপর থেকেই কুরবানীর শুরু হয়। তবে কোরবানি নিয়ে অনেকের মধ্যে অনেক মতবাদ রয়েছে। কোরবানির ভাগের নিয়ম কোরবানির নিয়ম কানুন। কুরবানী সম্পর্কে আমরা জানলেও কুরবানির ভাগের নিয়ম সম্পর্কে অনেকেই জানিনা। কুরবানীর…

    শেয়ার করুন
  • ফালুদা প্রস্তুত প্রণালী

    ফালুদা প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে ১ লিটার দুধ জ্বাল দিয়ে দিয়ে কমিয়ে ৩ পোয়া মতা করে নিন যাতে করে দুধ ঘন হয়। এর পর আলাদা একটি পাত্রে নুডুলস ও সাবুদানা আলাদা করে সিদ্ধ করে নিন। এরপর কমিয়ে নেওয়া ঘন দুধে সাদা এলাচ, চিনি, সাবুদানা ও নুডুলস দিয়ে অবিরত নাড়তে থাকুন। তৈরি হয়ে গেল খুব পপুলার…

    শেয়ার করুন
  • পুদিনা পাতার উপকারিতা এবং অপকারিতা

    পুদিনা পাতার উপকারিতা এবং অপকারিতা: পুদিনা পাতা সম্পর্কে আমাদের সকলের কম বেশি ধারণা রয়েছে। প্রায় সকল ধরনের রান্নায় পুদিনা পাতা ব্যবহার করা হয়। পুদিনা পাতা খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বর্তমানে পুদিনা পাতা ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পুদিনা পাতার উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে। তবে পুদিনা পাতার মধ্যে কোন ক্ষতিকর পদার্থ নেই।…

    শেয়ার করুন
  • খেজুর খাওয়ার নিয়ম? খেজুরের উপকারিতা ও অপকারিতা

    খেজুর ফলটি আমরা কম বেশি সকলেই খেতে ভালবাসি। খেজুর গাছ বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে হয়ে থাকে। বিশেষ করে মরুভূমি অঞ্চলে হয়ে থাকে। খেজুর পাকা এবং শুকনো অবস্থায় পাওয়া যায়। তবে খেজুর ফল খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। একই সাথে খেজুরের পুষ্টিগুণ অনেক। খেজুর খাওয়ার নিয়ম? খেজুরের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা আমাদের প্রয়োজন। কারণ কোন ফল খাওয়ার আগে তার…

    শেয়ার করুন