পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।

পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।

পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।

বিশুদ্ধ পানি।
চিত্র: বিশুদ্ধ পানি।

বিশুদ্ধ পানি:

যে পানি স্বাভাবিক গুণাবলি সম্পন্ন স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন এবং যাতে ভাসমান জৈব বা অজৈব পদার্থ কিংবা কোন রোগজীবাণু নেই তাকে বিশুদ্ধ পানি বলে। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশূদ্ধ পানি ছাড়া চলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।

জীবনে বিশুদ্ধ পানির গুরুত্ব/প্রয়েজনীয়তা:

পানি আমাদের অপরিহার্য উপাদান। পানি দিয়ে আমরা পিপাসা মেটায়। পানি ছাড়া আমরা কিছুতেই বাঁচতে পারব না। পানির উপকারিতা: দৈনন্দিন জীবনে আমরা নানান রকমের কাজে পানি ব্যবহার করে থাকি। যেমন:-রান্নার কাজে, গোসলের করতে, সেচের কাজে, কপড় কাচতে ইত্যাদি কাজে ব্যবহার করে থাকি।

আরও দেখুনঃ শরীরের যত্ন নেওয়ার কৌশলসমূহ

  • আমাদের রক্তের ৮৩ ভাগ, হাড়ে ২২ ভাগ, মস্তিষ্কে ৭৪ ভাগ, পেশিতে ৭৫ ভাগ পানি থাকে, অর্থাৎ আমাদের শরীরের দুই-তৃতীয়াংশই হচ্ছে পানি। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর সঠিক কর্ম সম্পাদনের জন্য পানির গুরুত্ব অপরিসীম।
  • একজন মানুষ যদি সঠিকভাবে পানি পান না করে, তাহলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। গাছের গোড়ায় পানি না দিলে যেমন গাছ শুকিয়ে যায়, তেমনি পানির অভাবে আমাদের শরীরে পুষ্টি সরবরাহ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হয়। শরীরের প্রতিটি কাজে পানির প্রয়োজনীয়তা অপরিসীম।
  • পানি ছাড়া মানুষের দৈনন্দিন জীবন প্রায় অসম্ভব। তার মানে শরীরকে সচল রাখা ও শারীরিক ফিটনেস অর্জনে খাদ্য তালিকায় প্রচুর পানি থাকতেই হবে ।
  • এক সময় বলা হত পানির অপর নাম জীবন’, এখন বলা হয় ‘নিরাপদ পানির অপর নাম জীবন’। অথচ পানির গুণগতমান নিয়ে রয়েছে নানান প্রশ্ন। শুধুমাত্র জানার অভাবে প্রতিনিয়ত আমরা দূষিত পানি পান করে চলেছি।
  • এছাড়া ও পানি কিডনির পাথর হওয়া থেকে বিরত রাখতে সহায়তা করে। পানি হচ্ছে প্রস্রাব এর লবণ ও খনিজ ভেঙ্গে দেয়। ফলে কিডনীতে পাথর হয়না।
  • একটু পরপর পানি পান করলে মানসিক চাপ কমে এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়। পানি ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ ও কমে যায়। একারনে বলা হয়ে থাকে যে অক্সিজেনের পরেই আমাদের জীবন ধারণের জন্য দিতীয় উপাদান হচ্ছে পানি।
  • নিরাপদ খাবার পানি পান শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষাসহ অন্যান্য বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
  • বিশুদ্ধ পানি ছাড়া আমাদের জীবন চলে না। আমাদের শরীরের দুই-তৃতীয়াংশ হচ্ছে পানি। আর এ জন্যই বলা হয় পানির অপর নাম জীবন।

আরও দেখুনঃ মেয়েদের রূপচর্চা করার সঠিক নিয়ম

পরিশেষে আমরা বলতে পারি যে, পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। জীবনে বেঁচে থাকার জন্য এক মাত্র অবলম্বন হচ্ছে পানি। পানি আমাদের অপরিহার্য উপাদান এবং পানি ছাড়া আমরা এক মূহুর্ত চলতে পারবনা। জীবন বাঁচাতে পানি আমাদের বিশেষ ভূমিকা রাখে। এ কারণে বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন।
শেয়ার করুন

Similar Posts

  • ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়?

    ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়=>এই বিষয় নিয়ে আজকের কন্টেন। ডায়াবেটিকস বর্তমান সময়ে অনেক মানুষের মধ্যে দেখা যায়। ডায়াবেটিকস সাধারণত হয়ে থাকে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে। বর্তমানে ডায়াবেটিস কে বহুমূত্র হিসেবে পরিচিত। প্রত্যেক পরিবার ডায়াবেটিস রোগী রয়েছে। দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। বর্তমান সময়ে মানুষ শারীরিক পরিশ্রম…

    শেয়ার করুন
  • করোনা ভাইরাস কি? এর লক্ষণ ও প্রতিরোধের উপায়

    করোনা ভাইরাস কি? এর লক্ষণ ও প্রতিরোধের উপায় করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস,যা এর আগে কখনো মানুষের মধ্যে কখনও ছড়ায়নি। এটি ২০১৯ সালে মানুষের মধ্যে আক্রমন শুরু করে। করোনা ভাইরাস অনেকগুলি ভাইরাসের একটি বড় রূপ, যা জীব-জন্তু বা মানুষের অসুখের কারণ হতে পারে। আরও দেখুনঃ করোনার চেয়েও বেশি ভয়ানক ডেলটা প্লাস…

    শেয়ার করুন
  • প্রয়োজনীয় কিছু ঔষধের নাম বা ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন

    প্রয়োজনীয় কিছু ঔষধের নাম বা ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন=> আজকে আমরা কিছু প্রয়োজনীয় ঔষধ সম্পর্কে জেনে নিবো যেগুলো প্রাথমিক চিকিৎসার জন্য অনেক কার্যকরী। হাতের কাছে এই সমস্ত ঔষধ রাখলে অনেক সময় ছোট খাটো সমস্যার সমাধান করে ফেলা যায়। তাই আপনার চাইলে এই ১০টি ঔষধ সবাই নিজেদের বাসায় রাখতে পারেন।  চলুন তাহলে জেনে নেওয়া…

    শেয়ার করুন
  • কিডনি ভালো রাখার উপায়

    কিডনি ভালো রাখার উপায়: মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। মানুষের দেহে দুইটি কিডনি থাকে। কিডনির প্রধান কাজ হচ্ছে রক্ত থেকে বজ্র পদার্থ পৃথক করা। এবং প্রস্রাবের মাধ্যমে শরীরের বজ্র পদার্থ বের করে দেওয়া। সাধারণভাবে বলতে গেলে কিডনি আমাদের দেহে ছাঁকুনির মত কাজ করে। মানবদেহ থেকে সকল ধরনের বজ্র পদার্থ বের করে এবং শরীরে পানির ভারসাম্য ঠিক…

    শেয়ার করুন
  • তেঁতুল খাওয়ার উপকারিতা ও অপকারিতা

    তেঁতুল এমন একটি ফল যার নাম শুনলেই প্রতিটি মানুষের জিবে জল চলে আসে। ছেলে অথবা মেয়ে যেই হোক না কেনো তেঁতুলের নাম শুনলেই জিবে পানি আসবে এটাই স্বাভাবিক। আর তাই আজকে আমরা আপনাদের সাথে তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করবো। তেঁতুলের বৈজ্ঞানিক নাম তেঁতুল একটি টক স্বাদের ফল এবং এটি অনেকের কাছে প্রিয়। Tamarindus…

    শেয়ার করুন
  • আয়রন ট্যাবলেট এর উপকারিতা

    আয়রন খাদ্য পরিপূরক হিসেবে কাজ করে। রক্তের লোহার অভাবজনিত সমস্যা প্রতিকার বা প্রতিরোধ করতে সাহায্য করে। নিয়মিত আয়রন খেলে খেলোয়ারদের দক্ষতা এবং মুখের ক্ষত সারিয়ে তুলে। এছাড়াও মনোযোগ বৃদ্ধিতে কাজ করে। চলুন জেনে, আয়রন বড়ি খেলে কি হয়? আয়রন ট্যাবলেট এর উপকারিতা। আয়রন সব বয়সের মানুষের জন্য  প্রয়োজন। আয়রন শরীর বৃদ্ধিতে কাজ করে। সুস্থভাবে জীবন পরিচালনা করতে চাইলে সকল ধরনের পুষ্টিবার খাবার…

    শেয়ার করুন