আজকে আমরা আলোচনা করবো Smartness নিয়ে ৷ চলুন তাহলে আলোচনা করা যাক ৷ Smart মানে Stylish হওয়া আর ভালো জামা-কাপড় পড়া সেটা নয়। বরং বুদ্ধিমত্তাই হলো Smartness. আপনি ফর্সা, দেখতে সুন্দর, হায়েড ভালো হলেই কেবল আপনি স্মার্ট হতে পারবেন না ৷
চিত্র: স্মার্টনেস হওয়ার কৌশলসমূহ।
বরং Smartness আপনার ব্যক্তিত্য থেকেই আসে ৷ আপনার ব্যক্তিত্যই আপনাকে স্মার্ট করতে পারে ৷ বর্তমান যুগে স্মার্ট কে না হতে চায় ৷ সময়টাই এখন স্মার্ট হওয়ার প্রতিযোগীতা ৷ একটা মেয়ে চায় তার বয়ফ্রেন্ড অথবা হাসব্যান্ডটি যেন স্মার্ট হয় ৷
অনেকেই আবার স্মার্টনেস জন্মগত ভাবে হয়ে থাকে এটা ভেবে থাকেন ৷ এটা যে সম্পূর্ণই ভূল তা আজ প্রমাণ হবে। চলুন জেনে নেয় স্মার্ট হওয়ার মনোবিজ্ঞনীদের কিছু কৌশল ৷
স্মার্ট হওয়ার বিশেষ কৌশলসমূহ:
চিত্র: স্মার্টনেস হওয়ার টিপস।
১. Body language হলো smartness হওয়ার প্রথম ধাপ ৷ তাই body language ঠিক রাখুন ৷ কেন না বাস্তব দুনিয়াই Body language প্রত্যেক জায়গায় matter করে। মানুষ আপনার হাব গাব body language এর ধরণ দেখেই নির্বাচন করবে ৷
আপনাকে physically মানুষ যেভাবে দেখবে mentality ও আপনাকে সে ভাবে judge করবে ৷ তাই বলা যায়, Body is the best way to become a smart boy.
২. Smart মানুষদের মধ্যে সবচেয়ে বড় গুন হচ্ছে তার মধ্যে সকল বিষয়ে ধারণা থাকতে হবে। যা তাকে অন্যদের চোখে তুখোর বুদ্ধিমান মনে করায় ৷
৩. নিয়মিত সংবাদ পড়ুন ৷ বিশ্বে কখন কী হচ্ছে তা জানার একমাত্র সহজ মাধ্যম হচ্ছে সংবাদ পড়া ৷ এতে আপনার জানার মাধ্যমে smartness টিও বেড়ে যাবে। সংবাদ মাধ্যম হিসেবে আপনি আমাদের www.fulkoliblog.com ও নিয়মিত পড়তে পাড়েন ৷
৪. বেশি করে জানার চেষ্টা করুন ৷ কেন না আপনি যত জানবেন তত জ্ঞানী হতে পারবেন ৷ আর জ্ঞানী হওয়া Smart এর এক বিশাল পার্ট ৷ আপনি কেবল জ্ঞানী হলেই smart হতে পারবেন ৷
৫. নিজের দূর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না। এতে মানুষ আপনার দূর্বলতার সুযোগ নিতে পারে ৷ তাই নিজের দূর্বলতা অন্যের কাছে না বলাটাও এক ধরনের Smartness. তাই নিজের দূর্বলতা নিজেই কাটিয়ে উঠার চেষ্ট্রা করুন ৷
৬. নিজেকে সবসময় অন্য ভাবে প্রকার সন নশ করুন , নতুন রূপে নতুন ভাবে ৷ ভিবিন্ন occasion এ বক্তব্য প্রকাশ করুন ৷
৭. কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলুন ৷ ভেবে চিন্তে কথা বলুন ৷ কোথায় কী বলতে হবে তা জানুন এবং ভেবে বলুন৷
৮. মানানসই ড্রেস পরিধান করুন ৷ জায়গা বিশেষ অনুযায়ী ড্রেস পড়ুন । কোনটা কোথায় মানায় সেটা পড়ুন ৷ তাতে আপনার ব্যক্তিত্য বাড়বে আর ব্যক্তিত্য থেকেই smartness আসে ৷
৯. সবসময় পরিষ্কার কাপড় পড়ুন ৷ তা পুরানো হলেও ধুয়ে পড়ুন তাও পরিষ্কার কাপড় পড়ুন ৷
১০. সবসময় শার্টের বুকের বোতাম লাগিয়ে রাখুন , তাতে আপনাকে অনেক Smart লাগবে ৷ ১১. হাতে একটা ঘড়ি পড়ুন , এটা আপনার smartness অনেকাংশে বাড়িয়ে দিবে ৷ চুলগুলো এলোমেলো ভাবে রাখবেন না একটু আচড়িয়ে রাখুন।
১২. নিজের উপর আত্মবিশ্বাস রাখুন ৷ আপনি কীছু জানেন না এরকম ভাববেন না। এটা ভাবা একদমি বোকামি ৷
১৩. আর সবসময় মেয়েদের সম্মান করুন ৷ সুন্দর ভাবে কথা বলুন ৷ এটা Smartness এর লক্ষণ ৷ আর বাজে অভ্যাস গুলো ত্যাগ করুন ৷
১৪. Online সমন্ধে সচেতন হন। যুগের সাথে তাল মিলিয়ে চলুন ৷ social media এর সাথে যুক্ত থাকুন এগুলো জানাও একধরনের Smartness.
১৫.কোন মানুষটার পারসোনালিটি কেমন? আমরা প্রায়ই দেখি একটি আড্ডায় বা আলোচনায় এক-দুইজন মানুষ থাকে, যারা কথা বললে অন্য সবাই খুব আগ্রহ সহকারে শোনে এবং গুরুত্ব দেয়। আবার এমনও কোন মানুষটার পারসোনালিটি কেমন?আমরা প্রায়ই দেখি একটি আড্ডায় বা আলোচনায় এক-দুইজন মানুষ থাকে, যারা কথা বললে অন্য সবাই খুব আগ্রহ সহকারে শোনে এবং গুরুত্ব দেয়। আবার এমনও দুয়েকজন থাকে যাদের কথা কেউ শোনেও না। আর শুনলেও গুরুত্ব দেয় না।
এই পার্থক্য কেন? আসলে যারা যুক্তিসংগত এবং তথ্যবহুল কথা বলে, যা বলে ভেবেচিন্তে বলে তাদের কথা সচরাচর সমাদৃত হয়। লোক থাকে যাদের কথা কেউ শোনেও না। আর শুনলেও গুরুত্ব দেয় না। এই পার্থক্য কেন? আসলে যারা যুক্তিসংগত এবং তথ্যবহুল কথা বলে, যা বলে ভেবেচিন্তে বলে তাদের কথা সচরাচর সমাদৃত হয়।
সুতরাং বলা যায়, আমরা সবাই উপরের নিয়ম অনুযায়ী, নিজেকে স্মার্টনেস করে গড়ে তোলার চেষ্ঠা করব।
স্মার্টনেস সম্পর্কে আরও বিশেষ টিপস পেতে আমাদের সঙ্গেই থাকুন।
ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়=>এই বিষয় নিয়ে আজকের কন্টেন। ডায়াবেটিকস বর্তমান সময়ে অনেক মানুষের মধ্যে দেখা যায়। ডায়াবেটিকস সাধারণত হয়ে থাকে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে। বর্তমানে ডায়াবেটিস কে বহুমূত্র হিসেবে পরিচিত। প্রত্যেক পরিবার ডায়াবেটিস রোগী রয়েছে। দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। বর্তমান সময়ে মানুষ শারীরিক পরিশ্রম…
আমরা নরমালী বাচ্চাদের নিয়ে একটু বেশি পরিমানেই চিন্তায় থাকি, তাঁর উপরে যখন আবার কোন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমাদের চিন্তার শেষ থাকেনা। তেমনি যখন আমাদের নবজাতক বা বাচ্চাদের হেঁচকি উঠে তখন খুব চিন্তায় পড়ে যায় এবং বাচ্চাদের হেঁচকি বন্ধ করার উপায় খুজে বেড়ায়। হেঁচকি উঠা যে শুধুমাত্র যে বাচ্চাদের এমনটা কিন্তু না, বয়স্ক থেকে…
দৈহিক বিকাশের বিভিন্ন দিক (Sequence of Physical Development): শিশুর দৈহিক বিকাশের উপর যেসব গবেষণা হয়েছে, সেগুলাে বিশ্লেষণ করলে দৈহিক বিকাশের বিভিন্ন দিক সম্বন্ধে ধারণা লাভ করা যায় । নিচে সেগুলি আলােচনা করা হলাে- ১.দৈহিক উচ্চতার বিকাশ: জন্মের সময় শিশুর উচ্চতা ১৭” -২০” পর্যন্ত হতে পারে। বয়সবৃদ্ধির সাথে সাথে তার উচ্চতা বাড়তে থাকে। চারমাস বয়সে শিশুর…
সয়াবিন তেল হল উদ্ভিজ্জ তেল, যা সয়াবিন বীজ থেকে উৎপন্ন হয়। এই তেল ব্যবহার করা হয় রান্নার কাজে। স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন খাদ্য। খাওয়ারকে সুস্বাদু করতে খাবারে ভোজ্য তেল ব্যবহার করা হয়। আমাদের দেশে প্রায় সকল ধরনের রান্নায় সয়াবিন তেল ব্যবহার করা হয়। অতিরিক্ত সয়াবিন তেল ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সয়াবিন তেলের উপকারিতা ও অপকারিতা…
সংগীত শোনা এবং দেখার উপকারীতা গানেই জীবন, গানেই মরন। কথাটি বাস্তব না হলেও চিরন্তন সত্য। গান শুনলে মানুষের মন সতেজ থাকে। অবসর সময়ে গান শুনলে মানুষের মন ফ্রেশ থাকে। গান পছন্দ করে না, এমন লোকের সংখ্যা খুবই কম। নিম্নে সংগীত শোনার এবং দেখার উপকারীতা আলোচনা করা হল: সংগীত শোনার উপকারীতা: সংগীত বা গান শোনার অনেক…
বর্তমান সময়ে সকলে চাই নিজেকে স্মার্ট বা হ্যান্ডসাম দেখাতে। আবার অনেকেই আছে নিজের স্মার্টনেস সম্পর্কে কোন ধারণাই নেই। তারা মনে করে আমি যেমন আছি তেমনি ভালোবাসি। কিন্তু এটা বর্তমান সময়ে বেমানান। আমাদের সকলকে সমাজে বসবাস করতে হয়। তাই সমাজের সকলের সাথে খাপ খাইয়ে নিজেকে চালাতে হবে। তাই সকলেরই কিভাবে স্মার্ট হওয়া যায় বা হ্যান্ডসাম হওয়ার উপায় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। বর্তমান…
I like this information
thank you