কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তাকম্পিউটার শিক্ষার গুরুত্ব

 আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। প্রাচীন যুগ বা আদিম যুগ থেকে শুরু করে মানুষ তার কাজকে সহজ করার জন্য যতগুলো পন্থা বা উপায় অবলম্বন করেছেন তার প্রত্যেকটি বিজ্ঞানের অন্তর্ভূক্ত। সহজ কথায় বলতে গেলে,

”বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ,কেড়ে নিয়েছে আবেগ”

সেই বিজ্ঞানের এই একটি বিরাট অংশ হল কম্পিউটার। আজকে আমরা জানব কম্পিউটার কি, কম্পিউটার কেন শিখব এবং কম্পিউটার শিক্ষার গুরুত্ব/প্রয়োজনীয়তা।

কম্পিউটার কি?

  ইংরেজী কম্পিউটার শব্দটির বাংলা পরিভাষা হল গণনাকারী যন্ত্র। কম্পিউটার (Computer) শব্দটি গ্রীক শব্দ কম্পিউট (Compute) থেকে এসেছে। যার অর্থ হিসাব করা বা গণনা করা। কম্পিউটার এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নিয়ম অনুসরন করে হিসাব সংক্রান্ত কাজ খুব দ্রুত সম্পন্ন করে থাকে।

আরও দেখুনঃ করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকামের বিশাল সুযোগ পার্ট-২

কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনা করার কাজে ব্যবহার করা হয় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহন করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষন এবং উপস্থাপন করে। বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।

কম্পিউটার এর জনক:

কম্পিউটার তৈরির প্রথম ধারনা বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। তিনি ১৮৩৩ সালে সর্বপ্রথম অ্যানালাটিক্যল ইন্জিন নামে একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা এবং নকশা গ্রহন করেন। পরবর্তীকালে তার তৈরি নকশা এবং কম্পিউটার এর উপর ভিত্তি করে আধুনিক কম্পিউটার তৈরি করা হয়। তাই চার্লস ব্যবেজকে কম্পিউটারের জনক বলা হয়। অপরদিকে আধুনিক কম্পিউটারের জনক হলেন জন ভন নিউম্যান। তিনি েএকজন মার্কিন গনিতবিদ।

পৃথিবীর প্রথম কম্পিউটার এর নাম হল  ENIAC (এনিয়াক)

কম্পিউটার সাধারনত দুইটি মাধ্যমের সমন্বয়ে কাজ করে থাকে। যেমন:

  1. হার্ডওয়্যার ও
  2. সফটওয়্যার।

(১) হার্ডওয়্যার:কম্পিউটার এর সকল বাহ্যিক যন্ত্র বা ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারকে আবার তিনভাগে ভাগে ভাগ করা যায়। যেমন:

  • ইনপুট যন্ত্রপাতি
  • আউটপুট যন্ত্রপাতি ও
  • সিস্টেম ইউনিট।

(২) সফটওয়্যার: সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নীতিমালাকে সফটওয়্যার বলে। সফটওয়্যারকে ২ ভাগে বাগ করা যায়। যেমন:

  • সিস্টেম সফটওয়্যার ও
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

কম্পিউটার শিক্ষার গুরুত্ব/প্রয়োজনীয়তা: কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কম্পিউটারের গুরুত্ব ব্যাখ্যা করে শেষ করা অসম্ভব। দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ মানুষের প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তা কম্পিউটারের সাথে সম্পর্কিত। বর্তমানে কম্পিউটার ছাড়া দৈনন্দিন জীবনের প্রায় যাবতীয় কাজ অচল। ডিজিটাল বাংলাদেশ এটি স্বপ্ন, একটি প্রত্যয়।

আরও দেখুনঃ করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪

কখনই ডিজিটাল সম্বব হবে না,যদি বাংলাদেশের নাগরিকগন কম্পিউটার বিষয়ে বিশদ ধারনা না জানে। বাংলাদেশকে একটি শিল্পোন্নত ও মেধাভিত্তিক দেশ হিসেবে গড়ি তুলতে হলে কম্পিউটার শিক্ষার বিকল্প আর কিছুই নাই। প্রত্যেকটি  নাগরিকের কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে।

কম্পিউটার মানুষের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এমন দিন আর খুব দূরে নয়, যখন কম্পিউটার এ হবে একজন জাতির মাপকাঠির হাতিয়ার। কম্পিউটার মানুষের জীবনকে যতটা প্রভাবিত করেছে অন্য কোন যন্ত্র তা পারেনি।

শেয়ার করুন

Similar Posts

  • ছেলেদের ফেসবুক বায়ো Attitude: স্টাইলিশ ও ইউনিক আইডিয়া

    ছেলেদের ফেসবুক বায়ো Attitude: ফেসবুক বায়ো এখন অনেকের ব্যক্তিত্ব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয়, তারা প্রায়শই তাদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে চায়। ছেলেদের ফেসবুক বায়োতে Attitude যুক্ত করা তাদের প্রোফাইলকে কেবলই স্টাইলিশ করে না, বরং এটি তাদের আত্মবিশ্বাস ও চিন্তাধারার প্রতিফলন ঘটায়। এখানে আমরা আলোচনা করবো…

    শেয়ার করুন
  • কাপড় থেকে মার্কারের দাগ তোলার উপায়

    সকল কাজে খাতা কলমের ব্যবহার রয়েছে। কারণ কলম ছাড়া কোন কিছু লেখা সম্ভব না। এখন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হোয়াইট বোর্ড এবং মার্কার কলম ব্যবহার করা হয়। মার্কার কলম ব্যবহারের সময় অনেক সময় কাপড়ে দাগ লেগে যায়। যা সহজে উঠানো যায় না। কাপড় থেকে মার্কারের দাগ তোলার উপায় রয়েছে। তবে এর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। মার্কার কলমের দাগ কাপড়ে…

    শেয়ার করুন
  • ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের কারণ কি

    ভূমিকম্প সকলের কাছেই পরিচিত শব্দ। ভূমিকম্প কয়েক সেকেন্ড হয়ে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি এলাকার নকশার পরিবর্তন করে দেয়। পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকম্প। সকল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেলেও ভূমিকম্পের তেমন কোন পূর্বাভাস পাওয়া যায় না। ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের কারণ কি। এ বিষয়টি প্রায় অনেকেরই অজানা। বর্তমান সময়ে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ের…

    শেয়ার করুন
  • করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪

    করোনা পরিস্থিতিতে ঘরে বসে ইনকাম পার্ট-৪ প্রথমেই যেকোন একটি বিষয় নিজেকে অভিঙ্গ করে গড়ে তুলব । সেটা ওয়েব ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে অথবা অন্য কোন চাহিদাসম্পন্ন কাজ হতে পারে । যার মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। এমন কাজে এক্সপার্ট হতে হবে যেটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে। তারপর আপনাকে আউটসোসিং ওয়েবসাইটগুলিতে গিয়ে একাউন্ট করতে…

    শেয়ার করুন
  • ব্যাকলিংক কেন দরকার?

    ব্যাকলিংক কেন দরকারঃ অনলাইন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে (SEO) ব্যাকলিংক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ওয়েবসাইটকে গুগলের সার্চ র‍্যাংকিংয়ে উপরে তুলতে এবং আরো ট্রাফিক অর্জন করতে হলে ব্যাকলিংক অপরিহার্য। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে—ব্যাকলিংক আসলে কী এবং কেন তা এত গুরুত্বপূর্ণ? এই আর্টিকেলে আমরা জানব ব্যাকলিংক কী, কেন ব্যাকলিংক দরকার এবং এটি কীভাবে…

    শেয়ার করুন
  • অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম

    বর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে জাতীয় পরিচয় পত্র। এটার মাধ্যমে সকল ধরনের কাজ করা সম্ভব। বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে হলে অবশ্যই আইডি কার্ড দেখাতে হয়। আইডি কার্ড ছাড়া সরকারি কোন কাজ করা সম্ভব হয় না। তবে বর্তমানে অনেকে নিজের এলাকা পরিবর্তন করছে। যার ফলে ভোটার এলাকার পরিবর্তন করতে হয়। কিন্তু অনেকেই, অনলাইনে…

    শেয়ার করুন