সাফি সিরাপ এর উপকারিতা

সাফি সিরাপ এর উপকারিতা

বর্তমান সময় হামদাদ কোম্পানি অনেক জনপ্রিয়। এই কোম্পানি সকল মানুষের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে। এই কোম্পানির একটি জনপ্রিয় ওষুধ সাফি সিরাপ। সাফি সিরাপ খেলে অনেক ধরনের সমস্যার সমাধান হয়। বিশেষ করে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।

সাফি সিরাপ এর উপকারিতা অনেক। মানব দেহের প্রায় সকল ধরনের সমস্যার সমাধান হয় সাফি সিরাপ খেলে। বিশেষ করে রক্ত ও চর্ম রোগের জন্য খুব ভালো কাজ করে থাকে। নিম্নে, সাফি সিরাপ এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

সাফি সিরাপ এর কাজ কি?

সাফি সিরাপের সাথে কমবেশি আমরা সকলে পরিচিত। তবে সাফি সিরাপ এর কাজ কি? আমরা অনেকে জানিনা।সাফি সিরাপ চর্ম রোগের জন্য ভালো কাজ করে। কারণ সাফি ‍সিরাপ খেলে রক্ত পরিস্কার হয়। যার জন্য আর চর্ম রোগ বের হয় না। ব্রণ ও ফোড়ার খুব সহজে নিরাময় হয়।

সাফি সিরাপ কোন কোম্পানির?

সাফি সিরাপ এর নাম আমার অনকেই শুনেছি। তবে সাফি কোন কোম্পানির অনেকের জানা নেয়। সাফি সিরাপ হামদার্দ কোম্পানির ওষুধ। হামদার্দ একটি প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানি।

সাফি সিরাপ এর উপকারিতা:

সাফি সিরাপ একটি হামদার্দ কোম্পানির ওষুধ। সাফি সিরাপ এর উপকারিতা অনেক। মানব দেহের প্রায় সকল সমস্যার সমাধান হয় সাফি খেলে। নিম্নে, সাফি সিরাপ এর উপকারিতা তুলে ধরা হলো:

  1. রক্ত পরিস্কার করে।
  2. ফোড়া দূর করে।
  3. ফুসকুড়ি দূর হয়।
  4. প্রস্রাবকালীন জ্বালাপেড়া দূর হয়।
  5. কোষ্ঠকাঠিন্য দূর হয়।
  6. খোস পাঁচড়া দূর হয়।
  7. ত্বক ফর্সা করে।
  8. নাকের রক্ত ক্ষরণ দূর হয়।
  9. ব্রণ দূর হয়।
  10. যে কোন চর্ম রোগ দূর হয়।

সাফি ট্যাবলেট উপকারিতা:

সাফি ওষুধ দুই ভাবে পাওয়া যায়। সাফি সিরাপ ও সাফি ট্যাবলেট। সাফি সিরাপ ও ট্যাবলেট এর কাজ একই। খাওয়ার সুবিধার জন্য ট্যাবলেট তৈরি করা হয়েছে। তাবে সিরাপ ও ট্যাবলেট এর কার্য ক্ষমতা একই। উপরে যেসব উপকারিতার কথা বলা হয়েছে সব কাজ ট্যাবলেট খেলেই হবে।

আরও পড়ুনঃ বাচ্চাদের জন্য কোন সাবান ভালো

সাফি কি ত্বকের জন্য ভালো?

সাফি কি ত্বকের জন্য ভালো অনেকে জানতে চাই। সাফি ওষুধ তৈরি করা হয়ে ত্বক বা চর্ম রোগের জন্য। সাফি ওষুধ খেলে মূলত রক্তে পরিস্কার হয়। আর রক্তের সমস্যার জন্য আমাদের ত্বকের রোগ হয়ে থাকে। ব্রণ, ফোড়া, খোস পাঁচড়া ইত্যাদি সমস্যা হয় রক্তের সমস্যা থাকলে । আর এই সমস্যা দূর হয় সাফি খেলে।

সাফি সিরাপ কতদিন খেতে হয়?

সাফি সিরাপ অনেক কারণে খাওয়া যায়। কেহ যদি চর্ম রোগের জন্য খায়, তাহলে রোগ ভালো হলে আর খেতে হবে না। আর কেহ যদি রক্ত পরিস্কার করার জন্য খায় তাহলে একটা খেলেই হবে। আবার অনেকে ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধি জন্য খায়। তাদের কিছু দিন পর পর খেতে হবে।

সাফি সিরাপ খাওয়ার নিয়ম:

সাপি সিরাপ খাওয়ার নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ৩ থেকে ৪ চা চামচ করে সিরাপ খেতে হবে। সকালে এবং বিকালে খেতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যাক্তিদের ১ চা চামচ পরিমান খেতে হবে। প্রতি দিন সকালে এবং বিকালে।

সাফি খেলে কি গায়ের রং ভালো হয়?

অনেকে জানতে চাই সাফি খেলে কি গায়ের রং ভালো হয়? সাফি সিরাপ খেলে আমাদের রক্তে থাকা দূষিত পদার্থ দূর করে। যার জন্য ত্বকের কোন রোগ হয় না। এছাড়াও ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে। যার কারণে ত্বক ফর্সা হয়। সাফি ত্বকের জন্য অনেক উপকারী।

সাফি সিরাপ খাওয়ার আগে না পরে খেতে হয়?

সাফি সিরাপ এর উপকারিতা সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি। সাফি সিরাপ খাওয়ার কিছু নিয়োম রয়েছে। সাফি সিরাপ খাওয়ার আগে না পরে খেতে হয় এটা অনেকে জানে না। সাফি সিরাপ খেতে হয় খাবার খাওয়ার পরে। খাবার খাওয়ার ১০ থেকে ১৫ মিনিট পরে খেলে খুব ভালো কাজ করে।

সাফি কতবার খেতে হয়?

সাফি খেতে হয় রক্তের সমস্যা বা চর্ম রোগ হলে। রক্ত পরিস্কার এর জন্য খুব ভালো কাজ করে সাফি। এছাড়াও সকল ধরণের চর্ম রোগ ভালো হয় সাফি খেলে। সাফি দিনে ২ বার করে খেতে হয়। একটি সাফি খেলেই রোগ নিরাময় হয়ে যায়। একটি খেয়ে ভালো না হলে দুইটি খেতে হবে।

সাফি সিরপ এর পার্শ্বপ্রতিক্রিয়া:

সাফি সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া নায়। তাবে অতিরুক্ত খেলে এর পার্শ্বপ্রতিক্রিয়া হয়। বিশেষ করে পেটের সমস্যা হয়। তবে সাফি সিরাপ এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নায়। তবে সুস্থ ব্যাক্তিদের সাফি সিরাপ না খাওয়ায় ভালো।

সাফি সিরাপ এর দাম কত?

বাজারে অনেক মাপের সাফি সিরাপ পাওয়া যায়। ওষুধের পরিমানের অনুযায়ী নাম কম বেশি হয়ে থাকে। ১০০ মিলি সাফি সিরাপের দাম ৭৫ টাকা। ২৫০ মিলি সিরাপের দাম ১৪০ টাকা। ৪৫০ মিলি সিরাপের দাম ২০০ টাকা

আরও পড়ুনঃ টাক মাথায় চুল গজানোর ঘরোয়া উপায়

ছাফী ট্যাবলেট এর দাম কত?

ছাফী ট্যাবলেট খাওয়া হয় চর্ম রোগের জন্য। এই ট্যাবলেট খেলে ত্বক ফর্সা হয়। ছাফী বা সাফি ট্যাবলেট ১ পিচ এর দাম ৭ টাকা। পরিমানে বেশি নিলে কিছু কম পওয়া যায়।

সাফি সিরাপ খাওয়ার অপকারিতা:

কোনা ওষুধ অতিরুক্ত খাওয়া ঠিক না। কারণ ওষুধ তৈরি করা হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে। যার জন্য কোন রোগ না হলে ওষুধ ঠিক না। তবে সাফি সিরাপ খাওয়ার অপকারিতা নেয়। অতিরুক্ত খাওয়ার ফলে সমস্যা হতে পারে। তাই পরিমান মতো সিরাপ খেতে হবে। তাহলে কনো সমস্যা হবে না।

শেষ কথা: সাফি সিরাপ এর উপকারিতা

সাফি সিরাপ খেলে আমাদের প্রায় সকল সমস্যা সমাধান হয়। তবে সাফি সিরাপ অতিরুক্ত খাওয়া যাবে না। তহলে সমস্যা হতে পারে। আশা করি সাফি সিরাপ এর উপকারিতা সম্পর্কে জেনেছেন। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শেয়ার করুন

Similar Posts

  • কালোজিরার উপকারীতা ও গুণাগুণ

    কালোজিরার উপকারীতা ও গুণাগুণ হাদীসে বর্ণিত আছে, “কালোজিরা হল সকল রোগের মহৌষধ।‘‘ মৃত্যু ব্যতীত সকল রোগের মহা-ঔষধ কালোজিরার সাথে আমরা সবাই পরিচিত। কারণ পাঁচফোড়ন থেকে শুরু করে সিঙ্গারা এবং নানান রকম ভর্তায় কালোজিরার উপস্থিতি আমাদের বাঙালীদের জন্য অপরিহার্য। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক, ইউনানী ও কবিরাজী চিকিৎসাতেও কালোজিরার ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এই কারণে…

    শেয়ার করুন
  • ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত

    ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত => ডায়াবেটিস প্রতিটা মানুষের শরীরের রয়েছে। তবে ডায়াবেটিসের নির্দিষ্ট মাত্রা রয়েছে। মাত্র অতিরিক্ত ডায়াবেটিস সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। ডায়াবেটিসের মাত্রা নির্ণয় করতে হয়। ডায়াবেটিস মাপার মেশিনের সাহায্যে। ডায়াবেটিসের মাত্রা সঠিক না থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? অনেকেই জানতে চাই। কারণ, বর্তমান সময়ে প্রতিটি ঘরে…

    শেয়ার করুন
  • ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু রোগ কেন হয়?

    ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। এই রোগটি ছড়ায় এডিস মশায় কামড়ালে। সাধারণত জুলাই থেকে অক্টোবর এই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বরের হয়। বর্তমানে ডেঙ্গু জ্বর অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। ডেঙ্গু জ্বরে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু রোগ কেন হয়? এই সম্পর্কে ধারণা থাকা সকলের প্রয়োজন। কারণ, দিন দিন ডেঙ্গু রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এই কারণে…

    শেয়ার করুন
  • মধুর উপকারীতা ও পুষ্টিগুণ

    মধুর উপকারীতা ও পুষ্টিগুণ আরবি পরিভাষায় মধুপোকা বা মৌমাছিকে ‘নাহল’(نحل) বলা হয়। পবিত্র কোরআনে এই নামে একটি স্বতন্ত্র সূরা বিদ্যমান আছে। সূরা নাহল এর আয়াত-৬৯ এ আল্লাহ তায়ালা এরশাদ করেন- “তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। “মধু হচ্ছে ওষুধ এবং খাদ্য উভয়ই। মধুকে বলা হয়- বিররে এলাহি…

    শেয়ার করুন
  • করোনার চেয়েও বেশি ভয়ানক ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট

    করোনার চেয়েও বেশি ভয়ানক ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট কি? ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট হল করোনা ভাইরাসের একটি বিশেষ রূপ।বিশেষজ্ঞদের মতে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মানুষের শরীরে প্রবেশ করে আরও দ্রুত ফুসফুস আক্রমণ করতে পারে। যে কোষগুলি ফুসফুসের চারপাশে ঘিরে রয়েছে, সেগুলিকে দ্রুত ভেঙে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কোভিড-১৯-এর সবচেয়ে সংক্রমণশীল ধরন ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ ঢাকাসহ…

    শেয়ার করুন
  • চোখের পানি শুকিয়ে গেলে করনীয়

    চোখের পানি শুকিয়ে গেলে কি করনীয় – আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হলো চোখ। এক কথায় বলতে গেলে চোখ আমাদের অমূল্য সম্পদ। কিন্তু আমরা অনেকেই হয়তো চোখের যত্ন সম্পর্কে ততটা আগ্রহী  নয়। বর্তমানে আমরা মোবাইল ল্যাপটপ অথবা বিভিন্ন ডিভাইস নিয়ে এতটাই বেশি ব্যস্ত যে আমরা ঘন্টার পর ঘন্টা এসব ডিভাইস ব্যবহার করি অথচ আমাদের চোখের…

    শেয়ার করুন