মানসিক বিকাশ কি? মানসিক বিকাশের বৈশিষ্ট্যসমূহ
|

মানসিক বিকাশ কি? মানসিক বিকাশের বৈশিষ্ট্যসমূহ

মানসিক বিকাশ (Mental Development):

বিধাতার সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই সর্বাধিক মানসিক শক্তির অধিকারী। মানুষই একমাত্র প্রাণী যে মানসিক উৎকর্ষ সাধনের জন্য আত্মনিয়ােগ করে। বিদ্যালয়ে মানুষ যে শিক্ষালাভের চেষ্টা করে, তা প্রধানত মানসিক উৎকর্ষ সাধনের শিক্ষা। জন্মের পর থেকেই শিশু তার নানা আচরণের মধ্য দিয়ে তার মানসিক বিকাশের পরিচয় দিতে থাকে।

মানব শিশু ধীরে ধীরে বিভিন্ন উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে শেখে, উন্নততর পদ্ধতিতে প্রতিক্রিয়া শিক্ষা করে, জগতের বিভিন্ন বস্ত্র ও ঘটনার তাৎপর্য বুঝতে পারে এবং তাদের উপর বিভিন্ন অর্থ আরােপ করে। বয়সের অগ্রগতির সাথে সাথে সে বিভিন্ন আদর্শ অনুসরণের চেষ্টা করে। একমাত্র মন বিশিষ্ট মানুষের পক্ষেই এসব আচরণ করা সম্ভব।

আরও দেখুনঃ শিশুর দৈহিক বিকাশ কি? শিশুর দৈহিক বিকাশের বৈশিষ্ট্যসমূহ

মােটকথা, মানব জীবনের যে কোন পর্যায়ের, যে কোন কাজ আলােচনা করলেই তার মনের পরিচয় পাওয়া যায়। শিশুর শিক্ষা তথা জ্ঞান, ধারণা, উপলব্ধি এগুলাে যেহেতু মানসিক বিকাশের উপর নির্ভরশীল, কাজেই মানসিক বিকাশের বিভিন্ন দিক সম্বন্ধে শিক্ষকের অবগত হওয়া প্রয়োজন।

মানসিক বিকাশের বৈশিষ্ট্যসমূহ (Characteristics of Mental Development):

বিভিন্ন ধরনের মানসিক বৈশিষ্ট্যের বৃদ্ধির ধারাকে একত্রে মানসিক বিকাশ বলা হয়। জন্মের পর শিশুর মানসিক প্রতিক্রিয়ার রূপ পরিববর্তিত হতে থাকে। সদ্যজাত শিশুর মধ্যে যেসব সরল মানসিক প্রতিক্রিয়া দেখা যায়, তা ধীরে ধীরে বিকশিত হতে থাকে এবং ক্রমেই জটিল হতে থাকে ।

জন্মাবস্থা থেকে প্রত্যক্ষণ (Perception), স্মৃতি (Memory), চিন্তন (Thinking), কল্পনা ( Imagination) ইত্যাদি ক্ষমতার ধীরে ধীরে বিকাশ হয়। এইসব মানসিক ক্ষমতা সমন্বিত বিকাশকেই একত্রে মানসিক বিকাশ বলে।

আরও দেখুনঃ শিশুর দৈহিক বিকাশের লক্ষণসমূহ

শিশুর মানসিক বিকাশের যে বৈশিষ্ট্যগুলাে লক্ষ্য করা যায় সেগুলো নিম্নে উল্লেখ করা হল:

১. ব্যক্তির মানসিক ক্ষমতার বিকাশ জন্মের পর থেকে শুরু হয় এবং বৃদ্ধ বয়সে এই ক্ষমতা অনেকটা হ্রাস পায় ।

২. মানসিক বিকাশের হার বিভিন্ন বয়সে বিভিন্ন রকম থাকে। কোন মানসিক বৈশিষ্ট্য জন্মের পর থেকে পরিবর্তিত হতে আরম্ভ করে; আবার কোন মানসিক বৈশিষ্ট্যের বিকাশ অনেক দেরিতে শুরু হয়।

৩. ব্যক্তির অভিজ্ঞতার উপর মানসিক বিকাশ নির্ভর করে। অনেক সময় বিশেষ ধরনের কোন অভিজ্ঞতা ব্যক্তির মানসিক বিকাশকে ত্বরান্বিত করে।

৪. ব্যক্তির শিখন (Learning) ও পরিপক্কতার (Maturation) উপর মানসিক বিকাশ নির্ভর করে।

৫. মানসিক বিকাশের দিক থেকে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য লক্ষ্য করা যায়। যদিও সাধারণভাবে মানসিক বিকাশ একটি বিশেষ নিয়মে চলে, তবুও পরীক্ষায় দেখা গেছে বিশেষ বিশেষ ব্যক্তির জীবনে এই নিয়মের প্রকাশ ভিন্ন ভিন্ন রূপে হয় ।

৬. মানসিক বিকাশ বয়সবৃদ্ধির সঙ্গে সঙ্গে জটিল রূপ ধারণ করে। বিভিন্ন মানসিক ক্ষমতার পরস্পর নির্ভরতার জন্য তারা পারস্পরিক সম্পর্ক রক্ষা করে বিকশিত হয়। এই কারণে বয়স বৃদ্ধির সাথে সাথে মানসিক বিকাশ জটিল রূপ ধারণ করে।

৭. দৈহিক সংগঠনের উপর বিশেষ করে স্নায়ুতন্ত্রের সংগঠনের উপর মানসিক বিকাশ নির্ভরশীল হয়। পরিবেশের সংস্পর্শে এসে ব্যক্তির মানসিক বিকাশ হয়। এক্ষেত্রে স্নায়ুতন্ত্র তার অন্তর্জগতের সাথে বহির্জগতের সম্পর্ক স্থাপন করে। 

শেয়ার করুন

Similar Posts

  • পৃথিবীর সেরা ফুটবলারের জন্ম হয়েছিল বাংলাদেশে

    পৃথিবীর সেরা ফুটবলারের জন্ম হয়েছিল বাংলাদেশে শুরুতেই একটি প্রবাদ বাক্য মনে পড়ে গেল, আসলে আমরা বাঙ্গালীরা নিজেকে চিনিনা এবং নিজেকে জানিনা। আর নিজেকে কখনও চেনার চেষ্ঠাও করি না। সক্রেটিসের সূদুরপ্রসারী উক্তি, ”Know thy selves” অর্থ্যাৎ “নিজেকে জানো” বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু।…

    শেয়ার করুন
  • জেনে নিন, লেখাপড়ায় কিভাবে মনোযোগ বৃদ্ধি পায়

    জেনে নিন, লেখাপড়ায় কিভাবে মনোযোগ বৃদ্ধি পায় ভূমিকা: প্রতি মুহূর্তে আমাদের ইন্দ্রিয়ে অসংখ্য উদ্দীপক আঘাত হানছে। কিন্তু যেহেতু আমাদের ক্ষমতা সীমাবদ্ধ তাই আমরা একই মুহূর্তে একটির বেশি দুটি উদ্দীপকের। প্রতি সাড়া দিতে পারি না। স্বভাবতঃই এই অসংখ্য উদ্দীপকের সমষ্টি থেকে একটি বিশেষ উদ্দীপককে আমাদের বেছে নিতে হয় ও সাড়া দিতে হয়। বহু উদ্দীপকের মধ্য থেকে…

    শেয়ার করুন
  • একজন আদর্শ শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব

    শিক্ষকের ভূমিকা বা কাজ (Role of a teacher): আধুনিক শিক্ষায় শিক্ষার্থীর স্থান দেয়া হয়েছে সবার অগ্রভাগে। শিক্ষার্থীর প্রয়ােজনকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা রচনা করা হয়েছে। এ অবস্থায় আধুনিক সমাজে শিক্ষকের কাজ অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। পূর্ব আহরিত কতকগুলি তথ্য ও নীরস জ্ঞান শিক্ষার্থীকে দান করে আজ আর তার কর্তব্য শেষ হয়। সে জ্ঞান যাতে…

    শেয়ার করুন
  • জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি?

    জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি?: জেন্ডার (Gender) শব্দের অর্থ লিঙ্গ। জেন্ডার বা লিঙ্গ ৪ প্রকার। যথা: পুরুষ, নারী, ক্লীপ ও উভায় লিঙ্গ। জেন্ডার হচ্ছে নারী-পুরুষের মধ্যে পার্থ্যক্য সৃস্টি করে। জন্মগতভাবে ছেলে ও মেয়ে বাচ্চার মধ্যে লিঙ্গগত পার্থক্য থাকেনা। তবে সামাজিক কারণে নারী-পুরুষের মধ্যে আচার-আচরণের মধ্যে পার্থক্য দেখা যায়। জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি…

    শেয়ার করুন
  • বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর

    আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা কিনা পড়াশুনা করতে অনেক বেশি মনযোগী এবং সময় পেলেই বিভিন্ন সাধারণ জ্ঞান- বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর ইত্যাদি খুজে থাকেন। আর তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা এখানে নিয়মিত সাধারন জ্ঞান বা বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রশ্ন ও উত্তর সংযুক্ত করছি। আরও পড়ুনঃ বাংলাদেশের…

    শেয়ার করুন
  • কিভাবে হিন্দি ভাষা শিখা যায়/হিন্দি কথোপকথন

    আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলায় সহজেই মনের ভাব প্রকাশ করতে পারে। তবে বর্তমানে মানুষ ইংরেজিও হিন্দি শিখার চেষ্টা করছে। কারণ, প্রতিটা অফিসে ইংরেজি ভাষায় কথা বলতে হয়। এজন্য সবাই ইংরেজি ভাষা শিখছে। তবে বাংলাদেশের মানুষের কাছে হিন্দি ভাষা শেখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কারণ বর্তমানে সবাই হিন্দি ভাষার সিনেমা দেখ। এছাড়াও অনেকের কাজের সন্ধানে বিদেশ যাচ্ছে। সেখানে প্রায় সকলের হিন্দি…

    শেয়ার করুন