অনেকে মনে করেন রূপচর্চা শুধু নারীদের। যা একদমই ভুল। নারী পুরুষ নির্বিশেষে ত্বকের যত্ন প্রয়োজন। মেয়েদের রূপচর্চার চেয়ে ছেলেদের রূপচর্চার গুরুত্ব কোন অংশে কম নয়। সুন্দর ও সাবলীল জিনিস কার না পছন্দ! সুন্দর সবার প্রিয়, সকলের শ্রদ্ধার পাত্র। মহান আল্লাহ পাক নিজে সুন্দর তাই তিনি সুন্দরকে পছন্দ করেন। গ্রাম-বাংলায় একটি কথা প্রচলিত আছে যে,
’’প্রথমে দর্শনধারী , তারপর গুনবিচারী’’
এ কথার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, প্রত্যেক লোকের তার স্ব-শরীরের উপর যত্ন নেওয়া উচিত। শরীরের যত্ন নেওয়াতে কারও কোন বিধি-নিষেধ নাই। শরীরের যত্ন নেওয়া বলতে এই নয় যে আমাদের কসমেটিকসের উপর পড়ে থাকতে হবে।
আমরা যারা পুরুষ তারা সচরাচর বাহিরে অফিস-আদালতে, মাঠে-ঘাটে কাজ করে থাকি। তাই আমাদের শরীরে অনেক ময়লা জমে যায়। আর একটা কথা হল, ছেলেদের ত্বক মেয়েদের ত্বকের তুলনায় অনেক মোটা এবং রুক্ষ্ণ। তাই ছেলেদের ত্বকের যত্ন মেয়েদের চেয়ে বেশি নেওয়া দরকার।
গ্রীষ্মের গরমে এই ত্বক আরও তামাটে ও নিষ্প্রান হয়ে যায়। ছেলেদের ত্বকের এই ম্লান ভাব দূর করার জন্য আরও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। যা ছেলেরা সচরাচর করে না। শীতে ছেলেদের ত্বকের রুক্ষ ও খসখসে ভাব আরও বেড়ে যায়। তাই শীতে ছেলেদের ত্বকের আরও বেশি যত্ন নেওয়া দরকার।
আসুন আজকে আমরা জেনে নেই, ছেলেদের ভালো রাখার চারটি বিশেষ উপায়।
ছেলেদের ত্বক ভালো রাখার ৪ টি উপায়:
পুরুষদের ত্বক অনেক মোটা এবং শক্ত হওয়ায়, ত্বকের জন্য আমরা ক্লিনজার ব্যবহার করতে পারি। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক অনেক ভালো থাকে।
আমরা সবাই কমবেশি দাড়ি শেভ করি। কিন্তু আমরা কি জানি দাড়ি শেভ করার নিয়ম! গোসলের পর দাড়ি শেভ করা ভাল এবং ত্বকের জন্য অনেক উপকার।
অনেক সময় অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, যা অনেক সময় বলিরেখায় পরিনত হয়। এর জন্য আমরা চোখের নিচে নিয়মিত হাইড্রেটিং ক্রিম লাগাতে পারি। যা চোখের নিচের কালো দাগ সরাতে সাহায্য করে।
আমাদের সবার মুখে সূর্যের আলোকরশ্মি পড়ে থাকে। যার কারনে ত্বক কালো হয়ে থাকে। এই কালো ভাব দূর করতে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারি, যা কালো ভাব দূর করতে সাহায্য করে থাকে, এবং এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাচাতে সাহায্য করে।
উপরিউক্ত নিয়ম-কানুন গুলো সঠিকভাবে মেনে চললে ছেলেদের ত্বক যথেষ্ট ভালো রাখা সম্ভব।
মাথার চুল পড়া একটি সাধারণ সমস্যা। নারী পুরুষ সকলের চুল পড়ে। তবে অতিরিক্ত চুল পড়লে মাথায় টাক পড়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাটি বিশেষ করে ছেলেদের দেখা যায়। সাধারণত চুল পড়ে হরমোন জনিত কারণে, অ্যান্ড্রোজেনিক হরমোন যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রেনডিয়ন, ডিএইটি। এসব হরমোনের কারণে চুল পড়ে থাকে। এই হরমোন গুলো মেয়েদের তুলনায় ছেলেদের বেশি থাকে। যার কারণে ছেলেদের মাথার…
মুখের জন্য কোন পাউডার ভালোঃ নিজেকে সুন্দর দেখাতে আমরা সকলেই চেষ্টা করি। এই কারণে ত্বকের যত্ন নিয়ে থাকি। ত্বকের যত্নে বিভিন্ন ধরনের প্রসাধনে ব্যবহার ব্যবহার করতে হয়। গরমের সময় আসলে সকলেই বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করে। কারণ, পাউডার ব্যবহার না করলে পকেটে সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং গা ঘামে। মুখের জন্য কোন পাউডার ভালো। অনেকেই প্রশ্ন করে থাকে। কারণ,…
আতরের নামের তালিকা => মুসলমানদের জন্য হালাল সুগন্ধি হলো আতর। অত্যন্ত প্রয়োজনীয় প্রসাধনী এই আতর প্রায় প্রতিটি মুসলমানই ব্যবহার করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে এই প্রসাধানিটি চাহিদা অত্যন্ত বেশি। কিন্তু কথা হল আপনি কি জানেন আতর কত প্রকার? বাংলাদেশের সেরা আতর কোনটি? এ সকল বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আজকের লেখাটি আপনার…
গরম কালের অন্যতম সমস্যা হলো ঘামাচি। গরমের সময় শরীর অনেক ঘামে। ঘামের উপরে ময়লা পড়ার কারণে ঘামগ্রন্থি নালি বন্ধ হয়ে যায়। যার করণে শরীর থেকে ঘাম বের হতে পারেনা। যার কারণে সে সব ঘাম ত্বকের নিচে হয়ে থাকে। সেখান থেকেই ঘামাচি েতৈরি হয়। বর্তমানে ঘামাচি দূর করার অনেক পাউডার পাওয়া যাচ্ছে। ঘামাচি পাউডার কোনটা ভালো। সে সর্ম্পকে…
শীতকালে ছোট বাচ্চাদের যত্ন নেওয়ার কৌশলসমূহ শীতকালে ছোট-বড় সবার শরীরের জন্যই বাড়তি যত্নের প্রয়োজন হয়। কারণ এসময় আবহাওয়া শুস্ক থাকায় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। অন্য সময়ের তুলনায় শীতকালে বাতাসে ছড়িয়ে থাকা ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে, নবজাতক শিশুর প্রতিরোধক্ষমতা নির্দিষ্ট সময়ের আগে ঠিক মতো গড়ে ওঠে না। তাই বাইরের জীবাণুর…
চুলে নিয়ম করে যেমন শ্যাম্পু করনে, তারপরে কন্ডিশনার। ঠিক একই ভাবে সিরাম ব্যাহার করতে হয়। হেয়ার সিরাম হলো এক ধরনের তরল পদার্থ। যা চুলের উপরে প্রতিরক্ষা মূলক আস্তরণ তৈরি করে। এই আস্তরণ চুলকে সূর্যের ক্ষতিকারক রাশ্মি ও তাপ, ময়লা ও দূষণ থেকে চুল রক্ষা করে। চুলের সিরাম ব্যবহারের নিয়ম। চুলে সিরাম লাগানো একদম সহজ। তবে চুলে সিরাম…