পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।

পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।

পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।

বিশুদ্ধ পানি।
চিত্র: বিশুদ্ধ পানি।

বিশুদ্ধ পানি:

যে পানি স্বাভাবিক গুণাবলি সম্পন্ন স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন এবং যাতে ভাসমান জৈব বা অজৈব পদার্থ কিংবা কোন রোগজীবাণু নেই তাকে বিশুদ্ধ পানি বলে। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশূদ্ধ পানি ছাড়া চলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।

জীবনে বিশুদ্ধ পানির গুরুত্ব/প্রয়েজনীয়তা:

পানি আমাদের অপরিহার্য উপাদান। পানি দিয়ে আমরা পিপাসা মেটায়। পানি ছাড়া আমরা কিছুতেই বাঁচতে পারব না। পানির উপকারিতা: দৈনন্দিন জীবনে আমরা নানান রকমের কাজে পানি ব্যবহার করে থাকি। যেমন:-রান্নার কাজে, গোসলের করতে, সেচের কাজে, কপড় কাচতে ইত্যাদি কাজে ব্যবহার করে থাকি।

আরও দেখুনঃ শরীরের যত্ন নেওয়ার কৌশলসমূহ

  • আমাদের রক্তের ৮৩ ভাগ, হাড়ে ২২ ভাগ, মস্তিষ্কে ৭৪ ভাগ, পেশিতে ৭৫ ভাগ পানি থাকে, অর্থাৎ আমাদের শরীরের দুই-তৃতীয়াংশই হচ্ছে পানি। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর সঠিক কর্ম সম্পাদনের জন্য পানির গুরুত্ব অপরিসীম।
  • একজন মানুষ যদি সঠিকভাবে পানি পান না করে, তাহলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। গাছের গোড়ায় পানি না দিলে যেমন গাছ শুকিয়ে যায়, তেমনি পানির অভাবে আমাদের শরীরে পুষ্টি সরবরাহ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হয়। শরীরের প্রতিটি কাজে পানির প্রয়োজনীয়তা অপরিসীম।
  • পানি ছাড়া মানুষের দৈনন্দিন জীবন প্রায় অসম্ভব। তার মানে শরীরকে সচল রাখা ও শারীরিক ফিটনেস অর্জনে খাদ্য তালিকায় প্রচুর পানি থাকতেই হবে ।
  • এক সময় বলা হত পানির অপর নাম জীবন’, এখন বলা হয় ‘নিরাপদ পানির অপর নাম জীবন’। অথচ পানির গুণগতমান নিয়ে রয়েছে নানান প্রশ্ন। শুধুমাত্র জানার অভাবে প্রতিনিয়ত আমরা দূষিত পানি পান করে চলেছি।
  • এছাড়া ও পানি কিডনির পাথর হওয়া থেকে বিরত রাখতে সহায়তা করে। পানি হচ্ছে প্রস্রাব এর লবণ ও খনিজ ভেঙ্গে দেয়। ফলে কিডনীতে পাথর হয়না।
  • একটু পরপর পানি পান করলে মানসিক চাপ কমে এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়। পানি ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ ও কমে যায়। একারনে বলা হয়ে থাকে যে অক্সিজেনের পরেই আমাদের জীবন ধারণের জন্য দিতীয় উপাদান হচ্ছে পানি।
  • নিরাপদ খাবার পানি পান শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষাসহ অন্যান্য বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
  • বিশুদ্ধ পানি ছাড়া আমাদের জীবন চলে না। আমাদের শরীরের দুই-তৃতীয়াংশ হচ্ছে পানি। আর এ জন্যই বলা হয় পানির অপর নাম জীবন।

আরও দেখুনঃ মেয়েদের রূপচর্চা করার সঠিক নিয়ম

পরিশেষে আমরা বলতে পারি যে, পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। জীবনে বেঁচে থাকার জন্য এক মাত্র অবলম্বন হচ্ছে পানি। পানি আমাদের অপরিহার্য উপাদান এবং পানি ছাড়া আমরা এক মূহুর্ত চলতে পারবনা। জীবন বাঁচাতে পানি আমাদের বিশেষ ভূমিকা রাখে। এ কারণে বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন।
শেয়ার করুন

Similar Posts

  • হরমোন বলতে কী বোঝায়? হরমোনের সমস্যা বোঝার উপায়

    হরমোন এক ধরনের তরল জৈব রাসায়নিক। শরীরের স্বাভাবিক কর্ম ক্ষমতা বজায় রাখতে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের কোন গ্রন্থি বা কোষ থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে হরমোন নিঃসরিত হয়। বিভিন্ন গ্রন্থি থেকে তৈরি হয়ে রক্তের মাধ্যমে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। হরমোনের ক্রিয়া পর ধ্বংস প্রাপ্ত হয়। হরমোন বলতে কী বোঝায়? হরমোনের সমস্যা বোঝার উপায়। হরমোন সমস্যার কারণে বিভিন্ন ধরনের…

    শেয়ার করুন
  • ভেরিকোসিল কি? ভেরিকোসিল এর ঘরোয়া চিকিৎসা

    ভেরিকোসিল রোগটি অনেক পুরাতন। তবে বর্তমান সময়ে অনেকের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে। এটা তেমন জটিল রোগ না। সঠিক চিকিৎসা করলে খুব সহজেই এ রোগ ভালো করা যায়। অনেকেই প্রশ্ন করে, ভেরিকোসিল এর ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। যার ফলে খুব সহজেই সকল রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে। ভেরিকোসিল হলে কোনভাবেই দেরি…

    শেয়ার করুন
  • প্যারালাইসিস কেন হয়? প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়ার উপায়

    প্যারালাইসিস কেন হয়: প্যারালাইসিস শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। প্যারালাইসিস সাধারণত হয়ে থাকে চল্লিশ অর্থ মানুষের। হঠাৎ করে স্ট্রোক করলে প্যারালাইসিস সবচেয়ে বেশি হয়। কোন কারনে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মানুষের অঙ্গ প্যারালাইসিস হয়। যে অঙ্গে প্যারালাইসিস হয় সেই অঙ্গ অচল হয়ে পড়ে। প্যারালাইসিস কেন হয়? প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। প্যারালাইসিস হলে মস্তিষ্কের সাথে প্যারালাইসিস অঙ্গের সংযোগ…

    শেয়ার করুন
  • বুটের ডালের উপকারিতা ও অপকারিতা

    বুটের ডালের উপকারিতা ও অপকারিতা দুটোই রয়েছে। বুটের ডালে অনেক পুষ্টি গুণ রয়েছে। বোর্ডের আরেকটি নাম হল ছোলা। অনেকে ছোলা নামেই চিনে। বুটের ডাল অনেকভাবেই খাওয়া যায়। বুটের ডাল প্রায় সকল ধরনের পুষ্টি গুণ রয়েছে। বুটের ডালের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট,ফাইবার, আয়রন ও শর্করা  রয়েছে। বুটের ডাল অনেক ভাবি খাওয়া যায়। অনেকে  বুটের ডাল রান্না করে খাই।…

    শেয়ার করুন
  • সিজারের পর পেট কমানোর উপায়

    মা হওয়ার পর প্রতিটি নারীর শারীরিক পরিবর্তন ঘটে। কারণ এই সময় শরীরে প্রচুর পরিমাণ মেদ জমে। যার কারণে শরীরের ওজন বৃদ্ধি পায়। শরীরের ওজন বৃদ্ধির কারণে ফিগার নষ্ট হয়ে যায়। পছন্দের কাপড় শরীরে ফিট হয় না। এসব নিয়ে অনেক নারী হতাশায় ভোগে। সিজারের পর পেট কমানোর উপায় রয়েছে। সিজার করার পর নারীদের পেটে মেদ জমে। সিজার করার পর ঠিকমতো…

    শেয়ার করুন
  • ভাল স্বাস্থ্যের লক্ষণগুলো জেনে নেই

    ভাল স্বাস্থ্যের লক্ষণ নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম, নিয়মিত বিশ্রাম ও ঘুমে স্বাস্থ্য ভাল থাকে। খাদ্য ভালভাবে হজম হলে, শারীরিক ও মানসিক অবস্থা ভাল থাকলে এবং দেহে রােগ প্রতিরােধ করার ক্ষমতা থাকলেও স্বাস্থ্য ভাল বলা হয়। কয়েকটি বাহ্যিক লক্ষণ দেখে স্বাস্থ্য ভাল কিনা তা বলা যায়। নিম্নে ভাল স্বাস্থ্যের লক্ষণগুলো দেওয়া হল: ভাল স্বাস্থ্যের…

    শেয়ার করুন