শীতকালীন শাক সবজির উপকারীতা
|

শীতকালীন শাক সবজির উপকারীতা

শীতকালীন শাক-সবজির উপকারীতা

খাদ্যের উপাদানের মধ্যে ভিটামিন ও মিনারেলসের অন্যতম উৎস হল শাক-সবজি ও ফলমূল। মূলত ভিটামিন ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং আমাদের শরীরকে খাদ্যের শর্করা, আমিষ ও চর্বির ব্যবহারে সাহায্য করে।

ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। শীতকাল মানেই এক অন্য অনুভূতি। বছরের প্রায় সবসময় কমবেশি শাক-সবজি ও ফলমূল হয়ে থাকে।

আরও পড়ুনঃ কাচ্চি বিরিয়ানী প্রস্তুত প্রণালী

শীতকালীন শাক-সবজি

বছরের সবসময় শাক সবজি পাওয়া গেলেও আমাদের দেশে শীতের সময় বাজারে বেশি দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লালশাক, পালংশাক, মুলা, শালগম, শিম, টমেটো, পেঁয়াজ পাতা, লউ, ব্রোকলি, মটরশুঁটি, গাজর, ধনিয়াপাতা ইত্যাদি।

এছাড়াও অনেক পুষ্টিবিদদের মতে, আমাদের শীতকালীন সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, বিটা-ক্যারোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন, ফলিক এসিড, এন্টিঅক্সিডেন্ট, আঁশ ও ভিটামিন।

আমাদের দেহের অস্থিক্ষয় রোধে ও শরীরে রক্তকণিকা বা প্লাটিলেট গঠনে শীতকালীন শাকসবজির ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন-সি, ভিটামিন-এ এবং ভিটামিন-ই এর ঘাটতি পূরণে খেতে হবে বেশি বেশি শীতকালীন শাক-সবজি।

আরও পড়ুনঃ দেহে খাদ্য উপাদানের কাজ

শীতকালীন শাক-সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-ই; যা মুটিয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করে আনে এবং চুলপড়া রোধ করে আমাদের শরীরকে চাঙ্গা রাখতে সহযোগীতা করে।

শেয়ার করুন

Similar Posts

  • গরুর খামারের লাভ কেমন

    গরুর খামারের লাভ কেমন: আমাদের অনেকের মধ্যে ব্যবসা করার ইচ্ছা রয়েছে। তবে সঠিক তথ্য না জানার কারণে ব্যবসা শুরু করতে পারছে না। বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে খামার করা। বিশেষ করে গরুর খামার করা। বর্তমান সময়ে অনেক মানুষই গরুর খামার করার দিকে মনোযোগ দিচ্ছে। গরুর খামারের লাভ কেমন অনেকের ধারণা নেই। যার কারণে গরুর খামার শুরু…

    শেয়ার করুন
  • আমের মোরব্বা তৈরি

    আমের মোরব্বা তৈরি আমের মোরব্বা তৈরি করতে হলে অনেকগুলো উপকরণ দরকার। নিম্নে উপকরণ নিয়ে আলোচনা করা হল: উপকরণ: আমের মােরব্বা কাঁচা আম            ১০টি চুন, ভিজানাে                            ১ চা চা. ফিটকিরি, গুড়া               …

    শেয়ার করুন
  • শাক-সবজির উপকারীতা ও সংরক্ষনের উপায়সমূহ

    শাক-সবজির উপকারীতা ও সংরক্ষনের উপায়সমূহ শাক-সবজির উপকারীতা ও সংরক্ষনের উপায়সমূহ: শাক-সবজি মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খাবার টেবিলে তরকারী হিসেবে প্রতিদিনের তালিকায় শাক-সবজি থাকা অত্যন্ত জরুরী। আরও দেখুনঃ বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায় শাক-সবজি মানুষের দেহের অনেক পুষ্টিকর চাহিদা পূরণ করে। তরকারী হিসেবে শাক-সবজি গ্রহন না করলে মানুষ সুস্থ…

    শেয়ার করুন
  • আইসক্রিমের উপাদান ও প্রস্তুত প্রণালী

    আইসক্রিমের উপাদান ও প্রস্তুত প্রণালী নিম্নে আইসক্রিমের উপাদান সমূহ এবং প্রস্তুত প্রণালী আলোচনা করা হল: আইসক্রিমের উপাদান:  উপাদান                             পরিমাণ ১. গুঁড়া দুধ, ফুলক্রীম                     ১কাপ ১ টে. চা. ২. এ্যারারুট         …

    শেয়ার করুন
  • বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায়

    বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায় বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায়:  আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সকল ধরনের ভিটামিন প্রয়োজন। বিভিন্ন ফলে বিভিন্ন প্রকার ভিটামিন বিদ্যমান। সুতরাং দেশী-বিদেশী সকল প্রকার ফল খাওয়া মানুষের শরীরের জন্য অনেক উপকারী। সকল ধরনের ফলমূল মানুষের শরীরের জন্য সুফল বয়ে আনে। ফলমূলের ভিটামিন মানুষের শরীরকে সুঠাম করতে…

    শেয়ার করুন
  • বারি সীম ৮ চাষাবাদ কৌশল

    আমরা অনেকেই আছি যারা কিনা কৃষি কাজ গুলোকে অনেক বেশি পছন্দ করি এবং কৃষিকাজের উপর কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করে যাচ্ছি। তাই কৃষি কাজে আগ্রহী ভাই বোনদের জন্য আজকে আমরা বারি সীম চাষাবাদের কৌশল নিয়ে আলোচনা করবো এই পোস্টের মাধ্যমে। যেকোন বিষয়ে আপনাকে কাজ করতে হলে সেই বিষয় সম্পর্কে প্রথমে আপনাকে জানতে হবে। তেমনি বারি…

    শেয়ার করুন